Change your toothbrush : কোভিডমুক্ত হওয়ার পর পুরনো টুথব্রাশ পাল্টাননি? জানুন কী সর্বনাশ করছেন নিজের ও পরিবারের

Last Updated:

সতর্কতার রেশ থাকতে হবে সংক্রমণ থেকে সেরে ওঠার পরও৷ তারই একটি অঙ্গ হল, সংক্রমিত পর্ব চলে যাওয়ার পর পাল্টে ফেলতে হবে টুথব্রাশ (Change your toothbrush as soon as you recover from covid19) ৷

কোভিড ১৯-এর তৃতীয় তরঙ্গে ওমিক্রন সর্বগ্রাসী ও বিধ্বংসী৷ প্রথম দু’টি তরঙ্গের তুলনায় এ বার উপসর্গ পৃথক এবং অনেক মৃদু৷ ভ্যাকসিন (Covid 19 vaccine) নেওয়া সত্ত্বেও কেউ দ্বিতীয় ও তৃতীয় বারের জন্যেও কোভিড সংক্রমিত হচ্ছেন৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিতে হবে একাধিক সাবধানতা৷ সতর্কতার রেশ থাকতে হবে সংক্রমণ থেকে সেরে ওঠার পরও৷ তারই একটি অঙ্গ হল, সংক্রমিত পর্ব চলে যাওয়ার পর পাল্টে ফেলতে হবে টুথব্রাশ (Change your toothbrush as soon as you recover from covid19) ৷ কারণ প্লস্টিক সারফেসে দীর্ঘ সময় ধরে কোভিড ১৯ (Covid-19) ভাইরাস থাকে৷
ফলে টুথব্রাশ থেকে সহজেই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে৷ সেক্ষেত্রে ঝুঁকি বেড়ে যায় আপনার পরিবারের অন্যান্য সদস্যদের জন্যেও৷ এবং আপনার জন্য তো নিশ্চয়ই৷ ওই টুথব্রাশ থেকে ফের সংক্রমিত হতে পারেন আপনিও৷ কার্যত টুথব্রাশ যে বাথরুমে থাকছে, সেটি যাঁরা ব্যবহার করছেন, তাঁদের সকলেরই সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে৷
আরও পড়ুন : যে অসুখগুলি মহিলাদের জন্য বিপজ্জনক, জেনে নিয়ে সতর্কতা নিন এখনই
সতর্কতার অঙ্গ হিসেবে পুরনো জিভছোলা বা জিভ পরিষ্কার করার উপকরণও বদলাতে হবে৷ কোভিড-১৯ আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আক্রমণ করে৷ সেরে ওঠার পরও তার প্রভাব থেকে যায়৷ তার জেরে মুখ শুকিয়ে যায়৷ রোগ প্রতিরোধ শক্তি কমে যাওয়ায় মাড়ির সমস্যাও দেখা দেয়৷ ব্যাকটেরিয়া বেড়ে যাওয়ার ফলে দেখা দেয় অন্য সমস্যাও৷
advertisement
advertisement
আরও পড়ুন : বাড়িতে কারিপাতা গাছ আছে? তাহলেই চুলের সব সমস্যা থেকে মুক্তি হাতে মুঠোয়
এই পরিস্থিতিতে ভাল ওরাল হাইজিন কোভিড-১৯-এর প্রতিরোধ কমানোর জন্য খুবই দরকার৷ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, নিয়মিত মুখ পরিষ্কার রাখুন৷ ওষুধের দোকান থেকে কিনুন প্রয়োজনীয় সলিউশন৷ এর ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়৷ যদি মাউথওয়াশ না থাকে তাহলে ঈষদুষ্ণ জল দিয়েও মুখ পরিষ্কার করতে পারেন৷
advertisement
আরও পড়ুন : বাজার থেকে আনাজপাতি কিনলেই হবে না, সম্পূর্ণ পুষ্টিমূল্য পেতে ধুতেও হবে সঠিক উপায়ে
আমরা জানি না ভাইরাস কী করে প্রতিক্রিয়া তৈরি করে শরীরকে আক্রমণ করবে৷ অর্থাৎ মনে রাখতে হবে, এই পরিস্থিতি এড়ানোর জন্য সতর্কতা অবলম্বনই সেরা উপায়৷ একইসঙ্গে বাড়ির বাইরে গেলে উপযুক্ত মাস্ক পরুন৷ হাত ভাল করে পরিষ্কার করুন৷ ওরাল হাইজিনের দিকে খেয়াল রাখুন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Change your toothbrush : কোভিডমুক্ত হওয়ার পর পুরনো টুথব্রাশ পাল্টাননি? জানুন কী সর্বনাশ করছেন নিজের ও পরিবারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement