Kali Puja:হয় না আরতি, বাজে না কাঁসর-ঘণ্টা...ইলামবাজারের চট্টোপাধ্যায় পরিবারের জটামুড়ি কালীপুজো

Last Updated:

ইলামবাজারের পায়ের গ্রামের শতাব্দী প্রাচীন কালীপুজোয় আরতি হয় না, বাজে না কোনও ঘণ্টা-কাঁসর। ঢাক-ঢোল সহকারে ও পুরনো প্রথা মেনেই আজও স্বমহিমায় পুজো হয়ে আসছে। পুরনো ঐতিহ্য মেনে চট্টোপাধ্যায় পরিবারে পূজিতা জটামুড়ি কালী

মা কালী 
মা কালী 
বীরভূম,সৌভিক রায়: সোমবার দীপান্বিতা কালীপুজো। ইলামবাজারের পায়ের গ্রামের শতাব্দী প্রাচীন কালীপুজোয় আরতি হয় না, বাজে না কোনও ঘণ্টা-কাঁসর। ঢাক-ঢোল সহকারে ও পুরনো প্রথা মেনেই আজও স্বমহিমায় পুজো হয়ে আসছে। পুরনো ঐতিহ্য মেনে চট্টোপাধ্যায় পরিবারে পূজিতা জটামুড়ি কালী।
প্রচলিত রয়েছে, চট্টোপাধ্যায় পরিবারের এক সদস্য প্রায় সাড়ে তিনশো বছর আগে প্রতিমা তৈরি করে এই পুজোর সূচনা করেন। তবে থেকে বিশেষ নিয়ম মেনে কালীর আরাধনা হয়ে আসছে। আজও দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন দেবীর কাঠামো বেদি থেকে নামিয়ে ত্রয়োদশীতে কাঠামোয় মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। আজ থেকে কয়েক বছর আগে চালাঘরে পুজো হলেও পরবর্তীকালে স্থায়ী মন্দির তৈরি করে সেখানেই কালীর আরাধনা হচ্ছে।
advertisement
পুজোর দিন ঘট আনার সময় দণ্ডী দেওয়ার রীতি রয়েছে পরিবারে। আজও গ্রামবাসীরা মনে করেন, এই দণ্ডীর ফলে মনস্কামনা পূর্ণ হয়। প্রতিবছর এই পুজোয় পায়ের গ্রাম ও আশপাশের এলাকার মানুষের ঢল নামে। এই পুজোয় আরতি নেই। বাজে না ঘন্টা-কাঁসর। তার পরিবর্তে ঢাক-ঢোল বাজানোর প্রচলন রয়েছে।
advertisement
পরিবার সূত্রে জানা যায়, একবার পুজোয় দেবীর আরতি চলাকালীন কোনও ভাবে প্রতিমায় আগুন ধরে গিয়েছিল। সেই সময় দেবী পূজিতা হতেন হরিশ্বরী কালী নামে। ওই ঘটনার পর পুনরায় দেবীর অভিষেক হয়, নামকরণ করা হয় জটামুড়ি কালী। তখন থেকেই কালীর প্রতিমায় জটা এবং শিবের চুলের পরিবর্তে মাটির জটা থাকে। প্রাচীন রীতি মেনে কাহার সম্প্রদায়ের মানুষদের দিয়েই প্রতিমা নিরঞ্জন করা হয়। দূর দূরান্তের ভক্তরাও মায়ের টানে ছুটে আসেন বীরভূমে
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kali Puja:হয় না আরতি, বাজে না কাঁসর-ঘণ্টা...ইলামবাজারের চট্টোপাধ্যায় পরিবারের জটামুড়ি কালীপুজো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement