Akshaye Khanna Love Story: প্রেম ছিল কাপুর পরিবারের মেয়ের সঙ্গে, বিয়ে পর্যন্ত ঠিক! কিন্তু আজও 'একা' অক্ষয় খান্না! কার জন্য বিয়ে ভেঙেছিল জানলে চমকাবেন
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Akshaye Khanna Love Story: অক্ষয় খান্নার সঙ্গে বলিউডের তাবড় অভিনেত্রীর প্রেম ছিল, বিয়েও ঠিক। কিন্তু একজনের জন্য সমস্ত ভেস্তে যায়। কে তিনি জানেন? নাম জানলে চমকাবেন...
advertisement
advertisement
advertisement
মানিকন্ট্রোলের এক প্রতিবেদন অনুসারে, অক্ষয় খান্নার সঙ্গে একসময় করিশমা কাপুরের বিয়ে প্রায় হতেই চলেছিল। প্রতিবেদন অনুসারে, করিশমা এবং অক্ষয় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। অজয় দেবগনের সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদের পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। করিশমার বাবা রণধীর কাপুরও তাঁদের প্রেমে সায় দিয়েছিলেন বলে জানা গিয়েছে।
advertisement
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে রণধীরও করিশমা এবং অক্ষয়ের বিয়ে দিতে চেয়েছিলেন, এমনকী বিনোদ খান্নার কাছে এই বিয়ের প্রস্তাবও নিয়ে গিয়েছিলেন। তবে, করিশমার মা ববিতা বিয়েতে আপত্তি জানিয়েছিলেন বলে অভিযোগ। ছেলে অপছন্দ, বিষয় তা নয়। জানা গিয়েছে যে করিশমা তাঁর কেরিয়ারের শীর্ষে থাকায় ববিতা চাননি যে তিনি তখনই বিয়ে করুন!
advertisement
অক্ষয় খান্না, যিনি সাধারণত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন না, তিনি কখনও করিশমা কাপুরের সঙ্গে প্রেমের কথা বলেননি। পরে অভিনেত্রী শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। অন্য দিকে, অক্ষয় আজও অবিবাহিত। হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি পুরনো সাক্ষাৎকারে, অক্ষয় বলেছিলেন যে তিনি ম্যারেজ মেটেরিয়াল নন।
advertisement
advertisement
advertisement
আবার, ২০১৬ সালে, বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারেও অভিনেতা বিয়ে থেকে দূরে থাকার পরিকল্পনার কথা বলেছিলেন। তিনি বলেন, "আমি এখন আরও বেশি করে প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপারে ভয় পাই। আগে আমি এমন ছিলাম না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের ব্যাপারে আরও সতর্ক হয়েছি। এর সঙ্গে আরও অনেক কিছু জড়িত যে আমি একা থাকতে উপভোগ করি। আমি নিজের সঙ্গেই স্বচ্ছন্দ বোধ করি।"









