Gardening Tips: একই গাছে ৪ ধরণের আম! টবের সবেদা গাছ ভাঙবে ১০০০ সবেদার ফলনে! শখের বাগান সাজানোর টিপস

Last Updated:
Gardening Tips: আপনি কি গাছ লাগাতে ভালবাসেন? একটি গাছেই হবে চার-পাঁচ রকমের আম, ছোট্ট একটি সবেদা গাছেই থাকবে হাজারটিও বেশি সবেদা? আর চান আপনার কালেকশনে থাকুক একদম ভিন্ন ধরনের গাছ, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য...
1/6
*আপনি কি গাছ লাগাতে ভালবাসেন? আর চান আপনার কালেকশনে থাকুক একদম ভিন্ন ধরনের গাছ, যা দেখে অবাক হবে সকলে। একটি গাছেই হবে চার-পাঁচ রকমের আম, ছোট্ট একটি সবেদা গাছেই থাকবে হাজারটিও বেশি সবেদা অথবা ৭০ হাজার টাকার বনসাই বট।
*আপনি কি গাছ লাগাতে ভালবাসেন? আর চান আপনার কালেকশনে থাকুক একদম ভিন্ন ধরনের গাছ, যা দেখে অবাক হবে সকলে। একটি গাছেই হবে চার-পাঁচ রকমের আম, ছোট্ট একটি সবেদা গাছেই থাকবে হাজারটিও বেশি সবেদা অথবা ৭০ হাজার টাকার বনসাই বট।
advertisement
2/6
*শুনে অবাক হচ্ছেন তো? ভাবছেন একটি গাছের দাম ৭০ হাজার টাকা? কীভাবে একটি গাছেই হয় ৪/৫ রকমের আম? শুধু ফলের গাছ নয়, এখানে পাবেন অদ্ভুত কিছু ফুলের গাছও। একটি বগেনভেলিয়া গাছেই থাকবে তিন-চার রঙের আলাদা আলাদা ফুল অথবা বেগুনি রঙের জবা।
*শুনে অবাক হচ্ছেন তো? ভাবছেন একটি গাছের দাম ৭০ হাজার টাকা? কীভাবে একটি গাছেই হয় ৪/৫ রকমের আম? শুধু ফলের গাছ নয়, এখানে পাবেন অদ্ভুত কিছু ফুলের গাছও। একটি বগেনভেলিয়া গাছেই থাকবে তিন-চার রঙের আলাদা আলাদা ফুল অথবা বেগুনি রঙের জবা।
advertisement
3/6
*ভাবছেন তো কোথায় পাবেন এইসব গাছ? বর্ধমানের ঘোড়দৌরচটি এলাকার 'সবুজ সাথী' নার্সারিতে আপনি পাবেন এই সব ধরনের গাছের পাশাপাশি বিভিন্ন ধরনের ফুল গাছ ও ফলের গাছ। পাশাপাশি পেয়ে যাবেন আপনার বাগান সাজানোর নানা সামগ্রী।
*ভাবছেন তো কোথায় পাবেন এইসব গাছ? বর্ধমানের ঘোড়দৌরচটি এলাকার 'সবুজ সাথী' নার্সারিতে আপনি পাবেন এই সব ধরনের গাছের পাশাপাশি বিভিন্ন ধরনের ফুল গাছ ও ফলের গাছ। পাশাপাশি পেয়ে যাবেন আপনার বাগান সাজানোর নানা সামগ্রী।
advertisement
4/6
*নার্সারির মালিক শাহজাহান মির্জা বলেন, আমার নার্সারিতে বিভিন্ন ধরনের গাছ আছে। বনসাই থেকে শুরু করে ফল, ফুল সব ধরনেরই গাছ পাওয়া যায়। কেউ যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা তার বাড়িতে ফুল কন্টাক্টেও বাগান করে দিই।
*নার্সারির মালিক শাহজাহান মির্জা বলেন, আমার নার্সারিতে বিভিন্ন ধরনের গাছ আছে। বনসাই থেকে শুরু করে ফল, ফুল সব ধরনেরই গাছ পাওয়া যায়। কেউ যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা তার বাড়িতে ফুল কন্টাক্টেও বাগান করে দিই।
advertisement
5/6
*৭০ হাজার টাকার বটগাছটি ৮০ বছরের পুরনো। সবাই এসে ওই গাছটির কথাই আগে জিজ্ঞাসা করে, কিন্তু এই গাছটি আমি বিক্রি করব না এটি আমার বাবার স্মৃতি। দুর্গাপুরের এক ব্যক্তি আমাকে নিজে ৬০ হাজার টাকা দিতে চেয়েছে কিন্তু আমি এই গাছ দেব না।
*৭০ হাজার টাকার বটগাছটি ৮০ বছরের পুরনো। সবাই এসে ওই গাছটির কথাই আগে জিজ্ঞাসা করে, কিন্তু এই গাছটি আমি বিক্রি করব না এটি আমার বাবার স্মৃতি। দুর্গাপুরের এক ব্যক্তি আমাকে নিজে ৬০ হাজার টাকা দিতে চেয়েছে কিন্তু আমি এই গাছ দেব না।
advertisement
6/6
*যাবেন কীভাবে এই নার্সারিতে? উল্লাসবাস স্ট্যান্ড থেকে গেলে আপনি টোটো করে চলে যেতে পারেন ডিভিসি বাংলার গেটে। তার ঠিক উল্টো দিকের গলি দিয়ে পাঁচ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন 'সবুজ সাথী' নার্সারিতে। আর যদি নবাবহাট অথবা স্টেশন থেকে আসেন তাহলে আপনি টাউন সার্ভিস করে চলে আসতে পারেন ঘোড়দৌরচটি, সেখান থেকে টোটো নিয়ে চলে যেতে পারেন 'সবুজ সাথী' নার্সারি।
*যাবেন কীভাবে এই নার্সারিতে? উল্লাসবাস স্ট্যান্ড থেকে গেলে আপনি টোটো করে চলে যেতে পারেন ডিভিসি বাংলার গেটে। তার ঠিক উল্টো দিকের গলি দিয়ে পাঁচ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন 'সবুজ সাথী' নার্সারিতে। আর যদি নবাবহাট অথবা স্টেশন থেকে আসেন তাহলে আপনি টাউন সার্ভিস করে চলে আসতে পারেন ঘোড়দৌরচটি, সেখান থেকে টোটো নিয়ে চলে যেতে পারেন 'সবুজ সাথী' নার্সারি।
advertisement
advertisement
advertisement