Crime news: সিআইডি অফিসারের স্ত্রীকে অশালীন মন্তব্যের অভিযোগ! আটক অভিযুক্ত বাইকচালক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Crime news: সিআইডি অফিসারের স্ত্রীকে অশালীন মন্তব্য, গালিগালাজ করার অভিযোগ উঠল। এই ঘটনার জেরে অভিযুক্ত হয়েছেন, অ্যাপ বাইক চালক। ওই অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ, মাঝ রাস্তায় তাকে নামিয়ে দেওয়া হয়।
সিআইডি অফিসারের স্ত্রীকে অশালীন মন্তব্য, গালিগালাজ করার অভিযোগ উঠল। এই ঘটনার জেরে অভিযুক্ত হয়েছেন, অ্যাপ বাইক চালক। ওই অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ, মাঝ রাস্তায় তাকে নামিয়ে দেওয়া হয়। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত বাইকচালককে।
advertisement
advertisement
ওই সিআইডি আধিকারিকের স্ত্রীর অভিযোগ, তিনি প্রতিদিনের মতো আজ, অর্থাৎ শুক্রবারও অ্যাপের মাধ্যমে একটি বাইক বুক করেন। সেই বাইকে করেই তিনি সল্টলেকে কাজের উদ্দেশ্যে আসছিলেন।
তাঁর দাবি, চিংড়িঘাটা এলাকার কাছে লোহাপুল পেরিয়ে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। অভিযোগ ওই বাইক চালক সেটা না করে অন্য জায়গায় নিয়ে যায়, সেখানে ওই মহিলাকে বাইক থেকে নামিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে তাকে গালিগালাজ, অশালীন মন্তব্য এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
advertisement
এরপরেই ওই মহিলা পাশেই কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জানান। খবর যায় বিধাননগর দক্ষিণ থানায়, বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তড়িঘড়়ি ওই যুবককে আটক করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই ঘটনায় অ্যাপ বাইক চালকদের কাছে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও খবর পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 12, 2025 5:31 PM IST









