Crime news: সিআইডি অফিসারের স্ত্রীকে অশালীন মন্তব্যের অভিযোগ! আটক অভিযুক্ত বাইকচালক

Last Updated:

Crime news: সিআইডি অফিসারের স্ত্রীকে অশালীন মন্তব্য, গালিগালাজ করার অভিযোগ উঠল। এই ঘটনার জেরে অভিযুক্ত হয়েছেন, অ্যাপ বাইক চালক। ওই অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ, মাঝ রাস্তায় তাকে নামিয়ে দেওয়া হয়।

আটক অ্যাপ বাইক চালক
আটক অ্যাপ বাইক চালক
সিআইডি অফিসারের স্ত্রীকে অশালীন মন্তব্য, গালিগালাজ করার অভিযোগ উঠল। এই ঘটনার জেরে অভিযুক্ত হয়েছেন, অ্যাপ বাইক চালক। ওই অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ, মাঝ রাস্তায় তাকে নামিয়ে দেওয়া হয়। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত বাইকচালককে।
advertisement
advertisement
ওই সিআইডি আধিকারিকের স্ত্রীর অভিযোগ, তিনি প্রতিদিনের মতো আজ, অর্থাৎ শুক্রবারও অ্যাপের মাধ্যমে একটি বাইক বুক করেন। সেই বাইকে করেই তিনি সল্টলেকে কাজের উদ্দেশ্যে আসছিলেন।
তাঁর দাবি, চিংড়িঘাটা এলাকার কাছে লোহাপুল পেরিয়ে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। অভিযোগ ওই বাইক চালক সেটা না করে অন্য জায়গায় নিয়ে যায়, সেখানে ওই মহিলাকে বাইক থেকে নামিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে তাকে গালিগালাজ, অশালীন মন্তব্য এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
advertisement
এরপরেই ওই মহিলা পাশেই কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জানান। খবর যায় বিধাননগর দক্ষিণ থানায়, বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তড়িঘড়়ি ওই যুবককে আটক করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই ঘটনায় অ্যাপ বাইক চালকদের কাছে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও খবর পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime news: সিআইডি অফিসারের স্ত্রীকে অশালীন মন্তব্যের অভিযোগ! আটক অভিযুক্ত বাইকচালক
Next Article
advertisement
North Dinajpur: বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, সিকিমে রাজমিস্ত্রির কাজে গিয়ে ইসলামপুরের যুবকের মর্মান্তিক পরিণতি!
বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, সিকিমে কাজে গিয়ে ইসলামপুরের যুবকের মর্মান্তিক পরিণতি!
  • সিকিমে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক মহম্মদ রাজু (২৮)-র মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেতবাড়ি গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু সংবাদ পৌঁছাতেই গোটা এলাকায় নেমে আসে স্তব্ধতা।

VIEW MORE
advertisement
advertisement