Kali Puja 2023: বাজির দাপটে দূষণে দমবন্ধ! শ্বাসকষ্টের সমস্যা হলে তখনই কী করবেন? জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
আতসবাজির ধোঁয়া থেকে বায়ুর গুণমান খারাপ হয়ে যায়। বায়ু দূষণ বৃদ্ধি পায়। সঙ্গে হাঁপানি ও অন্যান্য শ্বাসকষ্টের রোগীদেরও সমস্যা বাড়তে থাকে। সমস্যা গুরুতর হলে কী করবেন জানুন বিশেষজ্ঞের থেকে।
দীপাবলি আলোর উৎসব হলেও, সারা দেশে জুড়ে অনেকেই আতসবাজি ফাটান। আর এই আতসবাজির ধোঁয়া থেকে বায়ুর গুণমান খারাপ হয়ে যায়। বায়ু দূষণ বৃদ্ধি পায়। সঙ্গে হাঁপানি ও অন্যান্য শ্বাসকষ্টের রোগীদেরও সমস্যা বাড়তে থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীপাবলির সময় এবং তার পরে বায়ু দূষণের কারণে এই রোগীরা নানা সমস্যার মুখোমুখি হন। তাই অ্যাজমা রোগীদের দীপাবলিতে বিশেষ যত্ন নেওয়া উচিত। ডাক্তারের কাছ থেকে জেনে নিন এর টিপস।
নয়াদিল্লির মূলচাঁদ হাসপাতালের সিনিয়র পালমোনোলজিস্ট চিকিৎসক ভগবান মন্ত্রীর মতে, দূষিত বাতাসে বিষাক্ত উপাদান মিশে যায়। এসব বিষাক্ত উপাদান শ্বাস-প্রশ্বাসের সময় মানুষের শরীরে পৌঁছায়। এতে ফুসফুস ও শ্বাসতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়। দীর্ঘ সময় ধরে দূষিত বাতাস শ্বাস নেওয়ার ফলে দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), হাঁপানি এবং ফুসফুসের ক্যানসার-সহ অনেক রোগের ঝুঁকি বেড়ে যায়। দূষিত বাতাসের কারণে শ্বাসতন্ত্র ও ফুসফুসের পাশাপাশি হার্টও ক্ষতিগ্রস্ত হতে পারে। দূষণের কারণে হাঁপানি এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
advertisement
চিকিৎসক ভগবান মন্ত্রীর মতে, বায়ু দূষণ, আবহাওয়ার পরিবর্তন এবং অ্যালার্জেন-সহ অনেক কিছু হাঁপানির কারণ হতে পারে। দীপাবলির বায়ু দূষণে আরও বাড়তে পারে তাই খুবটা বাইরে বেরনো তাঁদের জন্য ঠিক না এই সময় এবং বাইরে যাওয়ার সময় মাস্ক পরা উচিত। যেখানে দূষণ বেশি সেখানে যাওয়া এড়িয়ে চলা উচিত এবং সময়মতো ওষুধ খাওয়া উচিত। সম্ভব হলে ঘরের ভেতরে এয়ার পিউরিফায়ার বসাতে হবে। যদি সমস্যা খুব গুরুতর হয় বা অ্যাজমা অ্যাটাক হয় তবে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
advertisement
অনেক সময় নানা রকম সতর্কতার পরও রোগীর শ্বাস কষ্ট হয়। এমন পরিস্থিতিতে অনেকেই ঘাবড়ে যান এবং কিছুই বুঝতে পারে না। অনেকেই অ্যাজমা অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্টের পার্থক্য বুঝতে পারেন না। তাই প্রথমেই বুঝতে হবে এটা কি ধরনের আক্রমণ। হাঁপানির আক্রমণে শ্বাসকষ্ট অনেক বেশি হয়। যারা আগে থেকেই হাঁপানির সমস্যায় ভুগছেন তারা উপসর্গের দেখে বুঝতে পারবেন।
advertisement
অ্যাজমা অ্যাটাক হলে প্রথমে ইনহেলার বা নেবুলাইজারের মাধ্যমে ওষুধ দিতে হবে। যদি এই সময়ের মধ্যে লক্ষণগুলি গুরুতর হয়, তাহলে ইনহেলারের উচ্চ মাত্রা গ্রহণ করা যেতে পারে। অ্যাজমা অ্যাটাক হলে শ্বাসযন্ত্রের টিউবগুলো সরু হয়ে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয়। এ জন্য চিকিৎসকরা কিছু জরুরি ওষুধ দেন, তাই প্রাথমিক চিকিৎসার পর যত তাড়াতাড়ি সম্ভব একজন পালমোনোলজিস্টের কাছে যাওয়া উচিত।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2023 12:03 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kali Puja 2023: বাজির দাপটে দূষণে দমবন্ধ! শ্বাসকষ্টের সমস্যা হলে তখনই কী করবেন? জানুন বিশেষজ্ঞের মত