Mobile Radiation: মোবাইলের রেডিয়েশন থেকে কি ক্যানসার হতে পারে? জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
প্রায়শই একটা প্রশ্ন অনেকেই মাথায় আসে যে মোবাইল থেকে নির্গত রেডিয়েশন থেকে কি ক্যানসার হতে পারে? এই বিষয়ে কল্যাণ সিং সুপার স্পেশালিটি ক্যানসার ইনস্টিটিউট, লখনউ-এর রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শরদ সিং জানিয়েছে।
advertisement
advertisement
advertisement
এই বিষয়ে কল্যাণ সিং সুপার স্পেশালিটি ক্যানসার ইনস্টিটিউট, লখনউ-এর রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শরদ সিং বলেছেন, "অনেক ধরনের রেডিয়েশন আছে যাকে বলা হয় আয়নাইজিং রেডিয়েশন, যা ক্যানসার সৃষ্টি করে। এগুলির বিকিরণ মানুষের শরীরের ডিএনএকে প্রভাবিত করে। এর কারণে ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু জানলে অবাক হবেন যে মোবাইলের রেডিয়েশনকে বলা হয় নন-আয়নাইজিং রেডিয়েশন। অর্থাৎ মোবাইল ফোন থেকে নির্গত রশ্মি ক্যানসার সৃষ্টি করে না। অবশ্য মোবাইল ফোন সত্যি ক্যানসার সৃষ্টি করে কি না তা নিয়ে এখনও গবেষণার প্রয়োজন।"
advertisement
তিনি বলেন, "মোবাইলের অতিরিক্ত ব্যবহারে মানসিক রোগ দেখা দিচ্ছে। মানুষের মধ্যে বাড়ছে বিরক্তি ও ক্ষোভ। এ ছাড়া গভীর রাত পর্যন্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে ঘুম নষ্ট হচ্ছে। আসলে মোবাইল থেকে নির্গত নীল বিকিরণ ঘুমের ওপর প্রভাব ফেলে। তাছাড়াও চোখের সমস্যা-সহ অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে আরও নানা সমস্যা দেখা দিতে পারে।"
advertisement
তাঁর মতে, রাতে ঘুমানোর সময় মোবাইলকে যত বেশি দূরে রাখবেন, ততই ভাল। কারণ মোবাইলে হওয়া কম্পন ঘুমে ব্যাঘাত ঘটায়। কিন্তু ফোন দূরে থাকলে আপনি এর কম্পন অনুভব করবেন না। এতে আপনার যে কোনও ধরনের মানসিক সমস্যা হওয়ার সম্ভবনা কমবে। (দাবিত্যাগ: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)