হোম /খবর /লাইফস্টাইল /
গাদা গাদা ওষুধ নয়, স্ত্রী হরমোনের ভারসাম্য বজায় রাখতে মেনে চলুন অব্যর্থ টোটকা

Female Hormone Balance: গাদা গাদা ওষুধ নয়, স্ত্রী হরমোনের ভারসাম্য বজায় রাখতে মেনে চলুন অব্যর্থ টোটকা

গাদা গাদা ওষুধ নয়, স্ত্রী হরমোনের ভারসাম্য বজায় রাখতে মেনে চলুন অব্যর্থ টোটকা

গাদা গাদা ওষুধ নয়, স্ত্রী হরমোনের ভারসাম্য বজায় রাখতে মেনে চলুন অব্যর্থ টোটকা

Female Hormone Balance: হরমোনের ভারসাম্য একবার বিগড়ে গেলে শরীর ও মন কোনওটাই ভাল থাকে না৷ বিশেষত,স্ত্রী হরমোনের ভারসাম্যের সমস্যা বেড়ে গেলে ডাক্তারের পরামর্শ ছাড়া আর কোনও উপায় থাকে না৷

  • Share this:

হরমোনের সমস্যা শরীরে যে কোনও সময় হতে পারে৷ পুরুষ কিংবা নারী তা ভিন্ন হয়৷ তবে হরমোনের ভারসাম্য একবার বিগড়ে গেলে শরীর ও মন কোনওটাই ভাল থাকে না৷ বিশেষত,স্ত্রী হরমোনের ভারসাম্যের সমস্যা বেড়ে গেলে ডাক্তারের পরামর্শ ছাড়া আর কোনও উপায় থাকে না৷ তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, খাওয়াদাওয়া ও জীবনযাত্রার পরিবর্তন আনলেই এর থেকে উপকার মিলতে পারে৷

সকালের শুরুতে সামান্য পরিমাণে ঘি, অর্গ্যানিক বাটার রাখতে পারেন৷ যারা সকালবেলায় ফল খেতে পারেন না তাদের জন্য এটা খাওয়া মাস্ট৷ এতে হরমোনের ভারসাম্য বজায় থাকে৷

পেটের সমস্যা থাকলে শরীরে হরমোনের ভারসাম্য হয়৷ পেট ভাল রাখতে তেল,মশলা নয় বরং স্বাস্থ্যকর খাবার খেতে বলছেন পুষ্টিবিদরা৷

আরও পড়ুন-কাঁচা হলে সব্জি পাকা হলে ফল, বলুন তো এতে কখনওই পোকা ধরে না কেন? রইল অবাক করা তথ্য

আরও পড়ুন-এই ৪ সুপার ফুডেই বাড়বে স্মৃতিশক্তি! মস্তিষ্কের ক্ষমতা বাড়বে লক্ষ গুণ

অনেকেই শরীর ভাল রাখতে সাপ্লিমেন্ট খান৷ বিশেষ করে হরমোনের সমস্যা হলে ওমেগা ৩ সাপ্লিমেন্ট খাওয়ার চল এখন অনেকটাই বেড়ে গেছে৷ তবে এই ধরনের সাপ্লিমেন্ট খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খান৷

ঋতুচক্রে প্রথমার্ধে নারীদেহে ইস্ট্রোজেন এবং দ্বিতীয়ার্ধে প্রজেস্টেরনের ক্ষরণ শরীরে বেড়ে যায়৷ ঋতুচক্রের প্রথম অর্ধে তিসি ও কুমড়োর বীজ এবং দ্বিতীয় অর্ধে সূর্যমুখী বীজ ও তিল খেতে পারেন৷ এতে দুই হরমোনেরই ব্যালান্স থাকবে৷

হরমোনের সঙ্গে মনের প্রচুর মিল রয়েছে৷ দীর্ঘস্থায়ী মানসিক অবসাদ যৌন হরমোনের ভারসাম্য বিগড়ে দেয়৷ মানসিক স্বাস্থ্যের অবনতি হলে দেখা দেয় ঘুমের সমস্যা৷ তবে শুধু স্ত্রী হরমোন নয়, অন্যান্য হরমোনের সমস্যা দেখা দিতে পারে৷

Published by:Riya Das
First published: