Fact about Fruit: কাঁচা হলে সব্জি পাকা হলে ফল, বলুন তো এতে কখনওই পোকা ধরে না কেন? রইল অবাক করা তথ্য
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Fact about Fruit: কলা কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খেয়ে থাকেন সকলেই৷ কাঁচা অবস্থায় সব্জি এবং পেকে গেলেই ফল৷ চিকিৎসকরাও এই কলা খাওয়ার পরামর্শ দেন রোগীদের৷
পুষ্টিগুণের জন্য এবং অন্যান্য ফলের তুলনায় দামে সস্তা হওয়ায় কলা অনেকের কাছেই খুব প্রিয়। ব্রেকফাস্ট মানেই কলা মানেই৷ কেউ কেউ তো আবার খিদে পেলে একসঙ্গে অনেক কলা খেয়ে নেন৷ সকাল হোক বা সন্ধ্যা কলা খেতে কোনও না নেই৷ কলার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে, যা শরীরের জন্য উপকারি৷
কলা কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খেয়ে থাকেন সকলেই৷ কাঁচা অবস্থায় সব্জি এবং পেকে গেলেই ফল৷ চিকিৎসকরাও এই কলা খাওয়ার পরামর্শ দেন রোগীদের৷ তবে কাঁচা বা পাঁকা যে অবস্থাতেই খান না কেন? কোনওদিন এই ফলে পোকা দেখেছেন৷ একটু খেয়াল করলেই দেখা যায় কলাতে কখনওই পোকা হয় না৷

advertisement
advertisement
কলার মধ্যে সায়ানাইড নামক রাসায়নিক উপাদান পাওয়া যায়, এই কারণে কলাতে কখনই পোকা হয় না৷ এই কারণের জন্যই কলার মধ্যে কোনও পোকামাকড় দেখা যায় না৷ কাঁচা ও পাকা যেভাবে কলা খান না কেন, তার উপকার অনেক৷ কলার মধ্যে ভিটামিন সি, ভিটামিন বি ৬,পটাশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে,যা শরীরকে ফিট রাখতে সাহায্য করে৷ কাঁচা কলা সাধারণত সব্জি হিসেবে খাওয়া হয়৷ এতে চিনির পরিমাণ বেশি থাকে না। ডায়াবেটিস রোগীরাও কাঁচা কলা খেতে পারেন। এছাড়াও, এটি লিভারের জন্য উপকারি,কারণ এতে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া রয়েছে। অন্যদিকে পাকা কলা খুব সহজে হজম হয়। কারণ এতে রয়েছে উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স যা হজমে সাহায্য করে। তবে অতিরিক্ত কলা খেলে বমি,শরীর ফুলে যাওয়া,গ্যাস ও হজমের সমস্যা হতে পারে৷ তাই কলা খাওয়ার আগে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 9:55 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fact about Fruit: কাঁচা হলে সব্জি পাকা হলে ফল, বলুন তো এতে কখনওই পোকা ধরে না কেন? রইল অবাক করা তথ্য