Christmas 2025: লাল, সাদা, সবুজ, সোনালী...কেবল এই ৪ রঙেই কেন সেজে ওঠে ক্রিসমাস ট্রি? ২৫ ডিসেম্বরের আগেই জেনে নিন
- Reported by:Koushik Adhikary
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
Christmas 2025: ক্রিসমাসের সময়ে ঘরবাড়ি থেকে শুরু করে দোকান, শপিং মল সবই সেজে ওঠে। ক্রিসমাসের সজ্জার জন্য অপরিহার্য বস্তু হল ক্রিসমাস ট্রি।
ক্রিসমাসের সময়ে ঘরবাড়ি থেকে শুরু করে দোকান, শপিং মল সবই সেজে ওঠে। ক্রিসমাসের সজ্জার জন্য অপরিহার্য বস্তু হল ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি ছাড়া বড়দিন পালন অসম্পূর্ণ। বাস্তু শাস্ত্রে এই ক্রিসমাস ট্রির সাজসজ্জায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এতে নানান রঙের ফিতে, মোজা, লাল-সোনালি বল, তারা, ঘন্টি ইত্যাদি দিয়ে সাজানো হয়ে থাকে।
advertisement
advertisement
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, ক্রিসমাসের প্রধান রঙের মধ্যে অন্যতম হল লাল। বিশপের পোশাকের রঙ লাল, আবার সকলের প্রিয় সান্টাও এই রঙের পোশাক পরেই উপহার বিতরণের জন্য বের হন। এই রঙকে ত্যাগ এবং সমর্পণের রং মনে করা হয়। যিশুর ত্যাগের প্রতিনিধিত্ব করে এই রং। লাল রং চারদিকে ইতিবাচক শক্তি বিকশিত করে। এটি আবার জীবন শক্তি।
advertisement
সাদা হল শান্তি ও পবিত্রতার সঙ্গে একাত্ম করে। তাই সাদা রঙটিকে দেখা হয়। পাশ্চাত্য দেশে ক্রিসমাসের সময়ে তুষারপাত হয়। ক্রিসামাসের সময় গৃহসজ্জার সময়ে বরফের প্রতীক হিসেবে সাদা তুলো ব্যবহার করা হয়ে থাকে। এই রঙের মধ্যে ভালোবাসা, সদ্ভাব, ঘনিষ্ঠতার ঝলক দেখা যায়। শান্তি ও আধ্যাত্মিক চেতনাকে বিকশিত করে এই রঙ।
advertisement
advertisement








