Howrah News: বোটানিক্যাল গার্ডেনে বিরাট পার্কিং জোন আরও সুবিধা উদ্যানে বেড়াতে আসা মানুষের
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
বাস প্রাইভেট কার ও বাইকের জন্য পার্কিং ব্যবস্থা এবার বোটানিক্যাল গার্ডেনে, একসঙ্গে ৫০ টি বাইক ২০টি প্রাইভেট কার এবং ১০ টি বাস রাখা যাবে এখানে
advertisement
advertisement
পর্যটক গবেষণা ছাত্র-ছাত্রী এবং ট্রেনিংয়ে আসা মানুষজনের সুবিধার্থে এবার আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যানে বিশেষ উদ্যোগ উদ্যান কর্তৃপক্ষের। দেশ-বিদেশের বিভিন্ন উদ্ভিদ সংরক্ষিত করা হয়েছে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে। কয়েক হাজার উদ্ভিদ সংরক্ষিত করা হয়েছে। যেগুলি গবেষণার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয় মানুষ। সেই সমস্ত মানুষের সুবিধার্থে বিশেষ উদ্যোগ।
advertisement
advertisement
সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও বহু মানুষ আসেন। বোটানিক্যাল গার্ডেনে আসা মানুষের যানবাহন রাখার ক্ষেত্রে দারুন সমস্যা ছিল। এতদিন গার্ডেনের বাইরে ব্যস্ত রাস্তা ও তার পার্শ্ববর্তীতে যানবাহন রাখা হত, তাতে নানা সমস্যা দেখা দিত। এবার সেই সমস্যা থেকে মুক্তি গার্ডেনেই খোলা হলো পার্কিং জোন।
advertisement
এ প্রসঙ্গে বিএসআই ডাইরেক্টর ডঃ কানদ দাস জানান, সাধারণ মানুষ স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও গবেষক দূর দূরান্ত থেকে এখানে আসেন। গার্ডেন এর পাশাপাশি এটি সেন্টার ন্যাশনাল হার্ভেরিয়াম, যেখানে ২ মিলিয়নেরও বেশি প্ল্যান্টের হার্ভেরিয়াম সংরক্ষিত করে রাখা রয়েছে। সমস্ত মানুষের কথা ভেবে পার্কিং জোন তৈরি।
advertisement
বোটানিক্যাল গার্ডেন ডাইরেক্টর ডঃ দেবেন্দ্র সিং জানান, প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ আসেন। নির্দিষ্ট পার্কিং জোন হওয়ায় দূর দূরান্ত থেকে আসা মানুষের জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। বোটানিকাল গার্ডেনের পার্কিন জোনে প্রায় ২০টি প্রাইভেট কার, ৫০ টি বাইক এবং ৮-১০ টি স্কুল বাস একসঙ্গে রাখা সম্ভব। দুই চাকা জানের জন্য ৩০ টাকা, চার চাকা জানের জন্য ৬০ টাকা এবং বাসের জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)









