Health Tips: নৈশভোজের পর এই ৫ ভুল একদম নয়! রাতারাতি বার্ধক্যের ছাপ পড়বে মুখে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Health Tips: বয়স যদি ৩০ এর কোটায় হয় তাহলে এগুলি এখনই শুধরে নিন এখনই, তা না হলে বার্ধক্য গ্রাস করবে রাতারাতি ৷
'মাছে ভাতে বাঙালি' বাঙালির ট্যাগলাইন হলেও হাজারো সমস্যার কারণে সকলেই এখন সচেতন। অনেক বাঙালি বিশেষ করেই ভাত খাওয়া কমিয়ে দিয়েছে নানান রোগের কারণে। দুপুরের লাঞ্চে ভাত থাকলেও রাতের বেলা ভাত একেবারে নৈব নৈব চ । তবে খাওয়া দাওয়া নিয়ে সচেতন হলেই সমস্যার সমাধান নয়, বরং শরীর সুস্থ রাখার স্বাস্থ্যকর অভ্যাসও ভীষণ গুরুত্বপূর্ণ৷ খাবারের পাশাপাশি নিজের জীবনযাপনে পরিবর্তন আনাটাও সবচাইতে বড় কাজ৷ এবং নিয়ম মেনে সবটা করলেই অনেক বেশি ফিট থাকা সম্ভব৷
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু নিয়ম মতো খাবার খেলে হল না বরং সঠিক পদ্ধতি মতো সবকিছু করলেই অনেক বেশি সুস্থ থাকা সম্ভব৷ বিশেষত খাবার খাওয়ার আগে ও পরে কিছু নিয়ম মেনে চললে আরও বেশি সুস্থ থাকা যায়৷ যদি সেটা আমরা বেশিরভাগ সময়েই করে থাকি৷ তবে বয়স যদি ৩০ এর কোটায় হয় তাহলে এগুলি এখনই শুধরে নিন এখনই, তা না হলে বার্ধক্য গ্রাস করবে রাতারাতি৷
advertisement
advertisement
রাতের খাবারের পরে ভুল করেও এই কাজগুলি করবেন না৷ এতে সমস্যা আরও বাড়বে ছাড়া কমবে না৷ অনেকেই রাতের বেলা খাওয়ার পরেই বিছানায় শুয়ে পড়েন৷ বিশেষজ্ঞদের মতে এটা সবচাইতে বড় ভুল৷ খাওয়ার পর শুয়ে পড়লেই শরীরে নানা সমস্যা দেখা যায়৷ বিশেষত, হজমের সমস্যা তো হয়েই থাকে৷ খাওয়ার অন্তত আধ ঘন্টা পর ঘুমানোর কথা বলছেন বিশেষজ্ঞরা৷
advertisement
রাতের খাবার খাওয়ার পরই ভরা পেটে সিগারেট না খাওয়াই ভাল৷ দীর্ঘদিনের অভ্যাসের জন্য এটি অনেকেই করে থাকেন৷ এটিই শরীরের বড় ক্ষতি ডেকে আনছে৷
ভরা পেটে অ্যালকোহল না খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ কারণ ভরা পেটে এটি পান করলে বদহজম, হার্টের সমস্যা দেখা দিতে পারে৷
রাতের খাবার খাওয়ার পর কিছুক্ষণ অন্তত হাঁটার কথা বলছেন বিশেষজ্ঞরা৷ কারণ একটু হাঁটাচলা করলে খাবারটা হজম হয়ে যায় এবং যার ফলে ঘুমটা ভাল হয়৷ ঘুম ভাল হলেই শরীর ফিট থাকে৷
advertisement
আর সবচাইতে বড় জিনিস হল খাওয়ার পরেই বিছানায় শুয়ে মোবাইল ঘাটার প্রবণতা বন্ধ না করলেই অপেক্ষা করছে বিপদ৷ এর ফলে শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বাড়তে পারে এবং ঘুমেও ব্যাঘাত ঘটতে পারে৷ ঘুম ভাল না হলেই মুখে বার্ধক্যের ছাপ ফুটে উঠবে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 11:39 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: নৈশভোজের পর এই ৫ ভুল একদম নয়! রাতারাতি বার্ধক্যের ছাপ পড়বে মুখে

