Winter And Your Lungs : শীতে কী ভাবে ভালো থাকবে আপনার ফুসফুস? বলছেন কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা!

Last Updated:

Winter And Your Lungs :শীতকালেই বেশি করে দেখা যায় অ্যাস্থমা এবং ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি রোগের প্রকোপ।

শীতকালেই বেশি করে দেখা যায় অ্যাস্থমা এবং ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি রোগের প্রকোপ
শীতকালেই বেশি করে দেখা যায় অ্যাস্থমা এবং ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি রোগের প্রকোপ
#কলকাতা: মেডিকা সুপারস্পেশ্যালিটি হাসপাতাল (Medica Superspecialty Hospital) আয়োজন করেছে একটি ভার্চুয়াল আলোচনা সভার। যার বিষয় হল- শীতকাল এবং আপনার ফুসফুস  (Winter And Your Lungs)। শীতকালে নিজের শরীরের বিশেষ সুরক্ষা নেওয়ার জন্য সকলকে সচেতন করতে আয়োজন করা হয়েছে এই বিশেষ ভার্চুয়াল আলোচনা সভার। স্বাস্থ্যই হল প্রধান সম্পদ (Health Is The Ultimate Wealth) সিরিজের মধ্যে রাখা হয়েছে এই বিশেষ ভার্চুয়াল আলোচনা সভা। মেডিকা গ্রুপ অফ হাসপাতালের চেয়ারম্যান ডা. অলোক রায় (Dr Alok Roy) এবং পালমোনারি ক্রিটিক্যাল কেয়ারের এমডি ডা. অর্ণব বেরা (Dr Arnab Bera) এই ভার্চুয়াল আলোচনা সভার হোস্ট। ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি রোগের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করা এই ভার্চুয়াল আলোচনা সভার প্রধান উদ্দেশ্য।
আরও পড়ুন : অন্তঃসত্ত্বারা এবং নতুন মা যাঁরা স্তন্যপান করাচ্ছেন, তাঁরা কি টিকা নেবেন? দ্বিধা দূর করলেন বিশেষজ্ঞ চিকিৎসক
ডাক্তার অর্ণব বেরা (Dr Arnab Bera) জানিয়েছে যে, মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অংশ হল দুই লাংস। শীতকালে এই দুই অংশের সুরক্ষা বজায় রাখা দরকার। কারণ শীতকালেই বেশি করে দেখা যায় অ্যাস্থমা এবং ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি রোগের প্রকোপ। এই ধরনের রোগীদের সবসময় প্রয়োজন হয় ইনহেলারের। কিন্তু ডা. অর্ণব বেরা জানিয়েছেন যে ওষুধের মাধ্যমেও এই রোগ সারিয়ে তোলা সম্ভব। এছাড়া এই ধরনের রোগীদের শীতকালে একটু বিশেষ সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। বর্তমানে করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের (Omicron) জন্য এই ধরনের রোগীদের আরও বেশি করে সতর্ক হওয়া প্রয়োজন।
advertisement
আরও পড়ুন : ‘ক্রনিক রেসপিরেটরি ডিজিজে বছরভর এড়িয়ে চলুন ফ্রিজের ঠান্ডা খাবার এবং ঠান্ডা জলে স্নান’
ডাক্তার অলোক রায় (Dr Alok Roy) জানিয়েছেন যে, এই ধরনের অ্যাস্থমা এবং ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি রোগের ক্ষেত্রে ধূমপান খুবই ক্ষতিকারক। এর ফলে এই ধরনের রোগীদের ধূমপান থেকে বিরত থাকা দরকার। ধূমপানের থেকে তাদের শরীরে প্রবেশ করে প্রায় ৪০০০ ক্ষতিকারক কেমিক্যাল। এর ফলে শীতকালে যখন এই ধরনের রোগীরা ধূমপান করে তখন তাঁদের সমস্যা আরও বেড়ে যায়। এর ফলে এই ধরনের রোগীদের শীতকালে বিশেষ সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। এই সময় তাঁদের গুরুত্ব সহকারে এই বিষয়ের ওপরে নজর দেওয়া দরকার।
advertisement
advertisement
আরও পড়ুন : ‘ডাবল মাস্ক ছাড়া বাড়ির বাইরে পা রাখবেন না’, পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের
এই ধরনের অ্যাস্থমা এবং ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি রোগীদের মধ্যে যাঁরা ধূমপান করে তাঁদের জন্য বিশেষ কাউন্সেলিং প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের প্রোগ্রাম চালানো হয় প্রায় ৬ থেকে ১২ সপ্তাহ ধরে। ধূমপানের অভ্যাস থেকে এই ধরনের রোগীদের ফিরিয়ে আনার জন্য এই ধরনের বিশেষ কাউন্সেলিং প্রোগ্রামের ব্যবস্থা করা হয়। কারণ এই ধরনের অ্যাস্থমা এবং ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি রোগীদের ক্ষেত্রে ধূমপান খুবই ক্ষতিকারক।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter And Your Lungs : শীতে কী ভাবে ভালো থাকবে আপনার ফুসফুস? বলছেন কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement