advertisement

RailwayOne App: বন্ধ হচ্ছে UTS! আসছে RailwayOne App! ওয়ালেটের টাকা আদৌ পাবেন উপভোক্তারা? নয়া অ্যাপে টিকিট কাটলে মিলবে ছাড়

Last Updated:

RailwayOne App: রেলওয়ান অ্যাপে আর-ওয়ালেট (R-Wallet) ব্যবহার করে আনরিজার্ভড টিকিট বুকিং করলে যাত্রীরা ৩ শতাংশ বোনাস ক্যাশব্যাক পান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আর-ওয়ালেট ছাড়াও ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডসহ অন্যান্য সকল ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করে আনরিজার্ভড টিকিট বুকিং করলে সরাসরি ৩ শতাংশ ছাড় প্রদান করা হবে।

রেলের 'রেলওয়ান অ্যাপ'
রেলের 'রেলওয়ান অ্যাপ'
পুরুলিয়া, শান্তনু দাস: যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং ডিজিটাল মাধ্যমে টিকিট বুকিংকে আরও উৎসাহিত করার লক্ষ্যে রেলওয়ে বোর্ড একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, রেলওয়ান (RailOne) মোবাইল অ্যাপের মাধ্যমে আনরিজার্ভড টিকিট বুকিংয়ে ৩ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হবে।
আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তা জানান, “বর্তমানে রেলওয়ান অ্যাপে আর-ওয়ালেট (R-Wallet) ব্যবহার করে আনরিজার্ভড টিকিট বুকিং করলে যাত্রীরা ৩ শতাংশ বোনাস ক্যাশব্যাক পান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আর-ওয়ালেট ছাড়াও ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডসহ অন্যান্য সকল ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করে আনরিজার্ভড টিকিট বুকিং করলে সরাসরি ৩ শতাংশ ছাড় প্রদান করা হবে।”
advertisement
আরও পড়ুনঃ অল্প বয়সেই পাক ধরছে চুলে? বলুন তো কোন ভিটামিন, মিনারেল, খনিজের অভাবে চুল পাকে? জানুন চিকিৎসকের মত
তবে আর-ওয়ালেটের মাধ্যমে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে পূর্বের মতোই ৩ শতাংশ বোনাস ক্যাশব্যাকের সুবিধা বহাল থাকবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। এই বিশেষ ছাড়ের সুবিধা আগামী ১৪ জানুয়ারি ২০২৬ থেকে ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত সময়কালে যাত্রীদের প্রতিক্রিয়া ও ব্যবহারিক অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে এই পরিকল্পনা চালু রাখা বা সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
advertisement
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের যাত্রীদের এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, ডিজিটাল মাধ্যমে টিকিট বুকিং গ্রহণ করে সময় সাশ্রয় ও ভিড় এড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে। আদ্রা ডিভিশনের রেল প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, এই উদ্যোগের বিষয়ে বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে, যাতে সর্বাধিক সংখ্যক যাত্রী এই ডিজিটাল সুবিধার আওতায় আসতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
RailwayOne App: বন্ধ হচ্ছে UTS! আসছে RailwayOne App! ওয়ালেটের টাকা আদৌ পাবেন উপভোক্তারা? নয়া অ্যাপে টিকিট কাটলে মিলবে ছাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement