White Hair Tips: অল্প বয়সেই পাক ধরছে চুলে? বলুন তো কোন ভিটামিন, মিনারেল, খনিজের অভাবে চুল পাকে? জানুন চিকিৎসকের মত

Last Updated:
White Hair Tips: চুলের গোড়ায় থাকা 'মেলানোসাইট' কোষগুলো মেলানিন নামক রঞ্জক পদার্থ তৈরি করে, যা চুলকে কালো রাখে। শরীরে বিশেষ কিছু পুষ্টি উপাদানের অভাব ঘটলে এই মেলানিন উৎপাদন ব্যাহত হয়, ফলে চুল ধূসর বা সাদা হতে শুরু করে।
1/12
*অল্প বয়সে চুল পেকে যাওয়া বা 'প্রি-ম্যাচিউর গ্রেইং' বর্তমান প্রজন্মের অন্যতম বড় দুশ্চিন্তা। আয়নার সামনে দাঁড়িয়ে মাথার মাঝে রুপোলি চুল উঁকি দিতে দেখলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক।
*অল্প বয়সে চুল পেকে যাওয়া বা 'প্রি-ম্যাচিউর গ্রেইং' বর্তমান প্রজন্মের অন্যতম বড় দুশ্চিন্তা। আয়নার সামনে দাঁড়িয়ে মাথার মাঝে রুপোলি চুল উঁকি দিতে দেখলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক।
advertisement
2/12
*অনেকে একে কেবল বংশগতি বা স্ট্রেসের ফল বলে মনে করেন। কিন্তু আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে, আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাবই হতে পারে চুল পাকার মূল কারণ।
*অনেকে একে কেবল বংশগতি বা স্ট্রেসের ফল বলে মনে করেন। কিন্তু আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে, আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাবই হতে পারে চুল পাকার মূল কারণ।
advertisement
3/12
*চিকিৎসক ডাঃ আলাহিম শেখ জানাচ্ছেন, শরীরে পুষ্টির ঘাটতি কীভাবে চুলের রঙ কেড়ে নেয় এবং কোন ডায়েট মেনে চললে এই সমস্যার সমাধান সম্ভব, জেনে নিন।
*চিকিৎসক ডাঃ আলাহিম শেখ জানাচ্ছেন, শরীরে পুষ্টির ঘাটতি কীভাবে চুলের রঙ কেড়ে নেয় এবং কোন ডায়েট মেনে চললে এই সমস্যার সমাধান সম্ভব, জেনে নিন।
advertisement
4/12
*পুষ্টির ঘাটতি ও অকালে চুল পাকা: বিজ্ঞান কী বলছে? আমাদের চুলের গোড়ায় থাকা 'মেলানোসাইট' কোষগুলো মেলানিন নামক রঞ্জক পদার্থ তৈরি করে, যা চুলকে কালো রাখে। শরীরে বিশেষ কিছু পুষ্টি উপাদানের অভাব ঘটলে এই মেলানিন উৎপাদন ব্যাহত হয়, ফলে চুল ধূসর বা সাদা হতে শুরু করে।
*পুষ্টির ঘাটতি ও অকালে চুল পাকা: বিজ্ঞান কী বলছে? আমাদের চুলের গোড়ায় থাকা 'মেলানোসাইট' কোষগুলো মেলানিন নামক রঞ্জক পদার্থ তৈরি করে, যা চুলকে কালো রাখে। শরীরে বিশেষ কিছু পুষ্টি উপাদানের অভাব ঘটলে এই মেলানিন উৎপাদন ব্যাহত হয়, ফলে চুল ধূসর বা সাদা হতে শুরু করে।
advertisement
5/12
*কোন কোন উপাদানের অভাবে চুল পাকে? ভিটামিন বি-১২: এটি লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। তার অভাবে চুলের গোড়ায় অক্সিজেন সরবরাহ কমে যায়, যা সরাসরি চুল পাকানোর জন্য দায়ী। নিরামিষাশীদের মধ্যে এই ভিটামিনের ঘাটতি বেশি দেখা যায়।
*কোন কোন উপাদানের অভাবে চুল পাকে? ভিটামিন বি-১২: এটি লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। তার অভাবে চুলের গোড়ায় অক্সিজেন সরবরাহ কমে যায়, যা সরাসরি চুল পাকানোর জন্য দায়ী। নিরামিষাশীদের মধ্যে এই ভিটামিনের ঘাটতি বেশি দেখা যায়।
advertisement
6/12
*কপার বা তামা: মেলানিন তৈরির প্রক্রিয়ায় কপার এনজাইম হিসেবে কাজ করে। শরীরে কপারের অভাব হলে চুলের কালো রঙ ফিকে হয়ে যায়।
*কপার বা তামা: মেলানিন তৈরির প্রক্রিয়ায় কপার এনজাইম হিসেবে কাজ করে। শরীরে কপারের অভাব হলে চুলের কালো রঙ ফিকে হয়ে যায়।
advertisement
7/12
*আয়রন ও জিংক: আয়রনের অভাবে রক্তাল্পতা দেখা দেয়, যা চুলের স্বাস্থ্যের অবনতি ঘটায়। অন্যদিকে, জিংক চুলের কোষ মেরামতে সাহায্য করে।
*আয়রন ও জিংক: আয়রনের অভাবে রক্তাল্পতা দেখা দেয়, যা চুলের স্বাস্থ্যের অবনতি ঘটায়। অন্যদিকে, জিংক চুলের কোষ মেরামতে সাহায্য করে।
advertisement
8/12
*ভিটামিন ডি ও ই: সূর্যের আলো থেকে পাওয়া ভিটামিন ডি চুলের ফলিকলগুলোকে উদ্দীপিত রাখে। তার অভাব চুলকে অকালে বুড়িয়ে দেয়।
*ভিটামিন ডি ও ই: সূর্যের আলো থেকে পাওয়া ভিটামিন ডি চুলের ফলিকলগুলোকে উদ্দীপিত রাখে। তার অভাব চুলকে অকালে বুড়িয়ে দেয়।
advertisement
9/12
*তবে চুল পাকা কমাতে পাঁচটি খাবার রাখুন আপনার খাবার টেবিলে। প্রোটিন সমৃদ্ধ খাবার: চুল মূলত 'কেরাটিন' নামক প্রোটিন দিয়ে তৈরি। খাদ্যতালিকায় ডিম, ডাল, সয়াবিন এবং সামুদ্রিক মাছ রাখুন। এটি মেলানোসাইট কোষগুলোকে সজীব রাখে।
*তবে চুল পাকা কমাতে পাঁচটি খাবার রাখুন আপনার খাবার টেবিলে। প্রোটিন সমৃদ্ধ খাবার: চুল মূলত 'কেরাটিন' নামক প্রোটিন দিয়ে তৈরি। খাদ্যতালিকায় ডিম, ডাল, সয়াবিন এবং সামুদ্রিক মাছ রাখুন। এটি মেলানোসাইট কোষগুলোকে সজীব রাখে।
advertisement
10/12
*কপার ও জিংকের উৎস: প্রতিদিন এক মুঠো বাদাম, আমন্ড বা আখরোট এবং তিল বা কুমড়োর বীজ খান। এগুলোতে প্রচুর পরিমাণে কপার ও জিংক থাকে, যা প্রাকৃতিকভাবে চুল কালো রাখতে সাহায্য করে।
*কপার ও জিংকের উৎস: প্রতিদিন এক মুঠো বাদাম, আমন্ড বা আখরোট এবং তিল বা কুমড়োর বীজ খান। এগুলোতে প্রচুর পরিমাণে কপার ও জিংক থাকে, যা প্রাকৃতিকভাবে চুল কালো রাখতে সাহায্য করে।
advertisement
11/12
*ডার্ক লিফি ভেজিটেবলস: পালং শাক বা মেথি শাকের মতো গাঢ় সবুজ সবজিতে প্রচুর আয়রন এবং ফলিক অ্যাসিড থাকে। এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে মেলানিন ধরে রাখে।
*ডার্ক লিফি ভেজিটেবলস: পালং শাক বা মেথি শাকের মতো গাঢ় সবুজ সবজিতে প্রচুর আয়রন এবং ফলিক অ্যাসিড থাকে। এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে মেলানিন ধরে রাখে।
advertisement
12/12
*ভিটামিন সি যুক্ত ফল: আমলকী, লেবু বা পেয়ারা খান। ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে এবং কোলাজেন বাড়িয়ে চুলের অকাল বার্ধক্য রোধ করে। বিশেষ করে 'আমলকী' চুলের জন্য অমৃত সমান। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ পানীয়: সাধারণ চায়ের বদলে গ্রিন টি বা বেরি জাতীয় ফল খান। এটি শরীরের 'অক্সিডেটিভ স্ট্রেস' কমিয়ে চুল পাকা প্রতিরোধ করে।
*ভিটামিন সি যুক্ত ফল: আমলকী, লেবু বা পেয়ারা খান। ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে এবং কোলাজেন বাড়িয়ে চুলের অকাল বার্ধক্য রোধ করে। বিশেষ করে 'আমলকী' চুলের জন্য অমৃত সমান। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ পানীয়: সাধারণ চায়ের বদলে গ্রিন টি বা বেরি জাতীয় ফল খান। এটি শরীরের 'অক্সিডেটিভ স্ট্রেস' কমিয়ে চুল পাকা প্রতিরোধ করে।
advertisement
advertisement
advertisement