ইডলি খাওয়ার কত উপকার জানেন ?

Last Updated:

‘দেব আর দিব, মেলাব মিলিব...’ এই তত্ত্বের ভিত্তিতে ইডলিরকে এখন বাঙালির ঘরের খাবারই বলা যায় ৷ সুদূর দাক্ষিণাত্য থেকে এর আমদানি হলেও মাছ-ভাতের সঙ্গে এর সহাবস্থান এখন চোখে পড়ার মতো ৷

#কলকাতা: ‘দেব আর দিব, মেলাব মিলিব...’ এই তত্ত্বের ভিত্তিতে ইডলিরকে এখন বাঙালির ঘরের খাবারই বলা যায় ৷ সুদূর দাক্ষিণাত্য থেকে এর আমদানি হলেও মাছ-ভাতের সঙ্গে এর সহাবস্থান এখন চোখে পড়ার মতো ৷ ফিগার সচেতন নিউ জেনারেশনের কাছে তো এখন ইডলি, ধোসার ডিমান্ড বেশ উপরের দিকেই ৷
কয়েকদিন আগেই ছিল বিশ্ব ইডলি দিবস ৷ শুধু স্বাদে মন ভোলানো নয়, স্বাস্থ্য রক্ষাতেও এর জুড়ি মেলা ভার ৷ জেনে নিন, ইডলির উপকারিতা কী কী৷
advertisement
• ওজন কমাতে দুর্দান্ত কাজ করে ইডলি ৷ পেট ভরে ক্যালোরি ও ফ্যাট কনটেন্ট প্রায় নেই বললেই চলে ৷ ইডলিতে থাকে সরল কার্বোহাইড্রেট ৷ যা খিদে মেটায়, মেদ না বাড়িয়েই ৷
advertisement
• স্ন্যাকসে চপ, সিঙ্গারা, লুচি, পরোটা খান ? জানেন কী এই সমস্ত খাবার থেকে হজমের গোলমাল হতে পারে আপনার ? তেলেভাজা এই সমস্ত স্ন্যাক্সের চেয়ে অনেক স্বাস্থ্যকর ইডলি ৷ খাবার হজমে সাহায্য করে এই খাবার ৷
• প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে ইডলিতে ৷ য়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ইডলি খাওয়ার কত উপকার জানেন ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement