Food guide for menstruation cycle: ঋতুস্রাবের আগে, মাসের ওই সময়ে এবং তার পরে মহিলাদের কী কী খেতে হবে?

Last Updated:

Food guide for menstruation cycle:ঋতুস্রাবের সময় খাওয়াদাওয়ার যত্ন নেওয়া একান্ত প্রয়োজনীয়

যে কোনও মহিলার কাছে প্রতি মাসে ঋতুস্রাবের সময়পর্বটুকু খুবই গুরুত্বপূ্র্ণ৷ কারণ ওই কয়েক দিনের প্রভাব রয়ে যায় জীবনভর৷ ঋতুস্রাবের সময় খাওয়াদাওয়ার যত্ন নেওয়া একান্ত প্রয়োজনীয়৷ পুষ্টিবিদ মীনাশ্চি পেট্টুকোলা গুরুত্ব দিয়েছেন যাতে প্রতি মাসে ওই নির্দিষ্ট দিনগুলিতে যথাসম্ভব পুষ্টিকর খাবার মহিলারা খান (Food guide for menstruation cycle)৷ ঋতুস্রাবের সময়কার বিভিন্ন সমস্যা যেমন ক্র্যাম্পিং, ব্লটিং, মাথাব্যথা, ক্লান্তির মতো উপসর্গ নিয়ন্ত্রণের উপরও গুরুত্ব দিয়েছেন মীনাশ্চি৷
এ সময় মহিলাদের দেহে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লাটেইনিজিং হরমোন কমে যায়৷ একইসঙ্গে অন্যদিকে বেড়ে যায় ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের মাত্রা৷ পিরিয়ডস পূর্ববর্তী বিভিন্ন উপসর্গ দেখা দেয় এই সময়েই৷
advertisement
কী খেতে হবে- সবুজ শাকসব্জি, উদ্ভিজ্জ প্রোটিন, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার সমৃদ্ধ পালংশার, আপেল, কমলালেবু, কলা, কিনোয়া, বাদাম, টোফু, ডাল বিনস, ডার্ক চকোলেট এবং প্রচুর পরিমাণে জল৷
advertisement
ঋতুস্রাবের প্রথম দিন পুষ্টিকর খাওয়া দাওয়া প্রয়োজন৷ এর ফলে পিরিয়ডসের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়৷
কী খেতে হবে-
আয়রন ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার যেমন তৈলাক্ত মাছ, গোটা দানাশস্য, ডার্ক চকোলেট, ইয়োগার্ট এ সময়ে খেতে হবে৷ গরম পিপারমিন্ট বা আদা চা খেলেও উপশম পাওয়া যাবে৷ প্রচুর জলপান করতে হবে৷
advertisement
ওভ্যুলেশনের সময় পুষ্টিকর খাওয়াদাওয়া খুবই গুরুত্বপূর্ণ৷
কী খেতে হবে-
প্রচুর পরিমাণে ভিটামিন বি, লিন প্রোটিন ও ক্যালসিয়াম, আয়রন সমৃদ্ধ খাবার যেমন মাংস, পালংশাক, দুগ্ধজাত খাবার রাখতে হবে ডায়েটে৷ স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটস যেমন ওটস, ব্রাউন রাইস, ফল, তন্তু-সহ শাকসব্জি, ডাল ও স্ট্রবেরি খাওয়া প্রয়োজন এ সময়ে৷ পান করতে হবে প্রচুর জল এবং শারীরিক সক্রিয়তা বজায় রাখতে হবে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Food guide for menstruation cycle: ঋতুস্রাবের আগে, মাসের ওই সময়ে এবং তার পরে মহিলাদের কী কী খেতে হবে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement