Ayurvedic Measures : কীভাবে নিজেকে করোনামুক্ত রাখবেন? কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের তরফে আয়ুর্বেদিক টিপস

Last Updated:

‘আয়ুষ’ মন্ত্রকের তরফে জানানো হয়েছে সাধারণ মানুষকে সুস্থ রাখার জন্য এবং তাঁরা যাতে সংক্রমণের হাত থেকে রক্ষা পান, সেই উদ্দেশেই এই নির্দেশিকা জারি করা হয়েছে (Ayurvedic Tips)

অতিমারির তৃতীয় তরঙ্গে (Corona Virus third wave) নাজেহাল বাংলা-সহ দেশের নানা প্রান্ত৷ এই পরিস্থিতিতে কী করে সুস্থ থাকবেন সাধারণ মানুষ? এই মর্মে কেন্দ্রীয় ‘আয়ুষ’ মন্ত্রক সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে৷ ‘আয়ুষ’ মন্ত্রকের তরফে জানানো হয়েছে সাধারণ মানুষকে সুস্থ রাখার জন্য এবং তাঁরা যাতে সংক্রমণের হাত থেকে রক্ষা পান, সেই উদ্দেশেই এই নির্দেশিকা জারি করা হয়েছে (Ayurvedic Tips)৷
আরও পড়ুন : গরম চা বা কফিতে কেন চিনি খাবেন না, জেনে নিন
সেখানে বলা হয়েছে, সার্বিক সুস্থতার জন্য-
সারা দিন ধরে বেশ কয়েক বার উষ্ণ জল পান করুন
advertisement
দিনে অন্তত আধঘণ্টা যোগাভ্যাস, প্রাণায়াম এবং ধ্যানে মনঃসংযোগ করুন
হলুদ, ধনে ও জিরের মতো মশলা অবশ্যই খান
রান্নায় রসুন দিন
advertisement
সকালে খালি পেটে ১০ গ্রাম চ্যবনপ্রাশ খান৷ মধুমেহ থাকলে চিনিহীন চ্যবনপ্রাশ খান
দারচিনি ও তুলসিপাতা দিয়ে তৈরি হার্বাল টি বা ক্বাত্থ তৈরি করে পান করুন
advertisement
দারচিনি, গোলমরিচ, শুকনো আদা, কিশমিশ খান সারা দিনে অন্তত এক বার বা দু’বার
ডায়েটে রাখুন গুড় ও লেবুর রস
উষ্ণ দুধে হলুদ মিশিয়ে সারা দিনে এক বার পান করুন
আরও পড়ুন : স্বল্প খরচে এড়াতে চান জটিল শারীরিক সমস্যা? নিয়মিত খান পদ্মবীজ
সাধারণ আয়ুর্বেদিক সুরক্ষাবিধি-
সকালে ও বিকেলে নাসারন্ধ্রে দিন তিলতেল, নারকেলতেল বা ঘি
advertisement
১ চামচ তিলতেল বা নারকেল তেল মুখে ২ থেকে ৩ মিনিট রেখে কুলকুচি করুন৷ সারা দিনে এক বার বা দু’বার এই পদ্ধতিতে অয়েল পুলিং বা তেল-কুলি করুন৷
শুকনো সর্দিকাশি বা গলার সংক্রমণ হলে তাজা পুদিনাপাতা, জোয়ান এবং আদা দিয়ে তৈরি মিশ্রণে স্টিম নিন৷ এতে মেশাতে পারেন ২ বা ৩ টে লবঙ্গর গুঁড়ো এবং গুড় বা মধু৷
advertisement
কোভিড ১৯-এর কোনও উপসর্গ দেখা দিলে অবহেলা করা চলবে না
এর পাশাপাশি, ‘আয়ুষ’ মন্ত্রকের তরফে দেশবাসীর কাছে আবেদন করা হয়েছে, সবরকম কোভিডবিধি যেন পালন করা হয়৷ মাস্ক পরা, নিয়ম মেনে হাত ধোওয়া, শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখা, কোভিডের টিকাগ্রহণ, স্বাস্থ্যকর ডায়েট গ্রহণ, রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলা-সহ অন্যান্য স্বাস্থ্যবিধি পালনের জন্য আবেদন করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ayurvedic Measures : কীভাবে নিজেকে করোনামুক্ত রাখবেন? কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের তরফে আয়ুর্বেদিক টিপস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement