সময় এগিয়ে এলেও ঋতুস্রাব এখনও সামাজিক ট্যাবু৷ এর ফলে অস্বাস্থ্যকর ঋতুস্রাব অনেক সময়েই মহিলাদের শারীরিক জটিলতার কারণ হয়ে দাঁড়ায়৷ জাতীয় পরিবার ও স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষা বলছে, এখনও দেশের ১৫ থেকে ২৪ বছর বয়সি মহিলাদের মধ্যে মাত্র ৫৮ শতাংশ ঋতুস্রাবের সময় স্যানিটরি ন্যাপকিন (sanitary napkin) ব্যবহার করে৷ কারণ তাঁদের সচেতনতা নেই স্যানিটরি ন্যাপকিন ব্যবহার করার জন্য (Unhygienic menstrual conditions to be avoided to prevent infertility )৷
আরও পড়ুন : শুষ্ক, সেনসিটিভ বা তৈলাক্ত, সব ধরনের ত্বকে শীতের যত্নে দিন গোলাপজল
কোভিড-১৯ মহামারিতে পরিস্থিতি আরও ভয়ানক হয়েছে৷ সচেতনতামূলক প্রচারের দৌলতে যাঁরা স্যানিটরি ন্যাপকিনের কাছাকাছি পৌঁছেছিলেন, তাঁদের মধ্যে অনেকেই আবার ফিরে গিয়েছেন পুরনো অভ্যাসে৷ স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জনা বেকনের কথায়, ‘‘ বড় অংশের মহিলা অস্বাস্থ্যকর ঋতুস্রাব চক্রের মধ্যে থাকেন৷ ফলে তাঁদের কাছে স্বাস্থ্যকর মেনস্ট্রুয়াল পণ্য নেই৷ কোভিড ১৯ মহামারিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে৷’’ তাঁর আরও সংযোজন, ‘‘অতিমারির জন্য বড় অংশের মানুষ আজ অর্থসঙ্কটের মুখোমুখি৷ স্যানিটরি ন্যাপকিন কেনার অর্থে তাঁরা খাবার কিনছেন হয়তো৷ ফলে কোভিড অতিমারিতে তাঁরা ভয়ঙ্কর অসুখের মুখোমুখি হচ্ছেন৷’’
আরও পড়ুন : কোভিডের পরে কীভাবে ফিরবেন জীবনের স্বাভাবিক ছন্দে? জানালেন চিকিৎসক
ফার্টিলিটি বিশেষজ্ঞরা মনে করেন, ‘‘ কিছু ক্ষেত্রে ঋতুচক্রের ধরন বন্ধ্যাত্বের কারণ হতে পারে৷ তাই ঋতুচক্রের সময় সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা৷ আমাদের দেশে ঋতুস্রাবকালীন আচরণকে একাধিক বিষয় প্রভাবিত করে৷ সেগুলির মধ্যে অন্যতম হল আর্থিক অবস্থা এবং শহুরে বা গ্রামীণ অবস্থানগত পার্থক্য৷’’
আরও পড়ুন : কীভাবে নিজেকে করোনামুক্ত রাখবেন? কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের তরফে আয়ুর্বেদিক টিপস
চিকিৎসদের মতে ঋতুস্রাবের সময় যে যে বিষয়ে নজর দিতে হবে-
ঋতুস্রাব নিয়ে মন খুলে আলোচনা করুন এবং এ সময় স্বাস্থ্যকর দিকে খেয়াল রাখুন
কিশোরী কন্যা এবং তাদের বাবা মায়ের কাছেও এই মর্মে সঠিক বার্তা পৌঁছন প্রয়োজন
কিশোরীদের কাছে বন্ধুত্বপূর্ণ পরিষেবা পৌঁছে দিতে হবে এবং তাঁদের হাতের কাছে যার যোগান আছে, সেদিকে নজর দেওয়া প্রয়োজন৷
ঋতুস্রাব চলাকালীন পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাতে হবে কিশোরীদের
স্কুলে স্কুলে যৌনশিক্ষার পাঠ চালু করতে হবে
ঋতুস্রাব নিয়ে সুস্থ আলোচনার পরিবেশ তৈরি করতে হবে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Menstrual Cycle