Beauty Tips: এরিকা ফার্নান্ডেজের মতো রূপের ঝলক চান? টিপস দিলেন অভিনেত্রী স্বয়ং!

Last Updated:

Beauty Tips: সিনে পর্দার পরিচিত মুখ এবং মডেল এরিকা ফার্নান্ডেজ (Erica Fernandes) দিলেন মেকআপের রকমারি টিপস।

এরিকা ফার্নান্ডেজ ৷ ফাইল ছবি ৷
এরিকা ফার্নান্ডেজ ৷ ফাইল ছবি ৷
#নয়াদিল্লি: মুখ আসলে ক্যানভাসের মতো। ছবির রঙ, রেখাবিন্যাস ঠিকমতো ফুটিয়ে তোলার জন্য একটা ভালো ক্যানভাসের দরকার হয়। তেমনই সুন্দর মেকআপের জন্য দরকার স্বাস্থ্যোজ্বল মুখ। সিনে পর্দার পরিচিত মুখ এবং মডেল এরিকা ফার্নান্ডেজ (Erica Fernandes) দিলেন মেকআপের রকমারি টিপস।
আরও পড়ুন: Kidney : কিডনির অসুখ বুঝতে দেরী করছেন না তো? দ্রুত এই বিষয়গুলি মানা শুরু করুন
হাইলাইটার মাস্ট: গালের হাইপয়েন্টসগুলোতে হাইলাইটার লাগাতেই হবে। গালের দু’পাশে লিকুইড হাইলাইটার দেওয়ার পর তার উপর পাউডার হাইলাইটার দেওয়া যায়। এতে হাইলাইটার আরও বেশি হাইলাইট করবে এবং দীর্ঘক্ষণ মেকআপ বজায় থাকবে।
চিবুকের যত্ন: ফাউন্ডেশন এবং ব্রোঞ্জার বাছার ক্ষেত্রে ত্বকের স্বাভাবিক রঙের চেয়ে দু’ শেড গাঢ় নিতে হবে। ফর্সা হলে গোলাপি ঘেঁষা, মাঝারি বা চাপা গায়ের রঙ হলে একটু সোনালি ঘেঁষা নিলেই হবে। চিবুকে ফাউন্ডেশন লাগানো হয়ে গেলে অল্প একটু ব্রোঞ্জার আঙুলে নিয়ে চোয়ালের হাড় বরাবর লাগিয়ে হালকা হাতে ছোট স্ট্রোকে তা গালের সঙ্গে মিশিয়ে দিতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: Breastfeeding Tips: সদ্য মা হয়েই অফিসে দৌড়? শিশুর জন্য এভাবেই বুকের দুধ সংরক্ষণ করুন চাকুরিরতা মায়েরা
ন্যুড মেকআপ: এখন মেকআপের জগতে একটা নতুন কনসেপ্ট হল ন্যুড মেকআপ। খুব ক্লাসি একটা লুক। সবসময় চড়া মেকআপ একদমই ভালো লাগে না। কিন্তু মেকআপ না করেও থাকা যায় না। এই একটু মেকআপের কনসেপ্ট থেকেই এসেছে ন্যুড মেকআপ। যেখানে মেকআপ হবে একদম হালকা। দেখে মনেই হবে না, আলাদা করে মেকআপ করা হয়েছে।
advertisement
মেটালিক আইশ্যাডো: বিয়ে বাড়ি বা কোনও পার্টি থাকলে একটু চড়া মেকআপ করা হয়। সেই সময় লাগানো যায় মেটালিক আইশ্যাডো। এতে মুখে একটা ড্রামাটিক লুক আসে।
আরও পড়ুন:  Health Tips: পরিবারে কেউ ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন? নিজের ঝুঁকি কমাতে এই খাবারগুলি থেকে দূরে থাকুন!
কনট্যুর: ভারী চেহারার প্রধান সমস্যা হলো জ-লাইন এবং চিক্।এই দুই অংশ আকর্ষণীয় করতে ব্যবহার করা যায় কনট্যুর। পার্টি বা জমকালো সাজের সঙ্গে অবশ্যই থাকুক ব্লাশার। সামান্য ব্লাশার চিক্-কে করে তুলবে নজরকাড়া।
advertisement
ফেস পাউডার: যথাযথ মেকআপের পর হালকা হাতে মুখে বুলিয়ে নিতে হবে ফেস পাউডার। এমনকী মেকআপ না করেও এটা বুলিয়ে নিলেই স্কিন টোন বা দাগছোপ সব ঢেকে যাবে।
নো মেকআপ লুক: ভারী মেকআপ অনেকেই পছন্দ করেন না। তাঁদের জন্য আদর্শ নো মেকআপ লুক। এ জন্য কনসিলার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন এরিকা। তবে সেটা হতে হবে অবশ্যই ফাউন্ডেশনের চেয়ে এক শেড উজ্জ্বল। সাধারণত যাঁরা কনসিলার ব্যবহার করেন তাঁরা চোখের নিচে ত্রিভুজাকৃতি করে দেন। তার সঙ্গে ত্বকের বিভিন্ন জায়গাতেও লাগানো যায়।
advertisement
আরও পড়ুন:  Beard Care Tips: ঘন, কালো এক মুখ দাড়ির শখ? রোজ এই খাবার খেলেই তরতরিয়ে বাড়বে দাড়ি
নীল চোখ: মেকআপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাইলে এর জুড়ি নেই। চোখের পাতায় লাল-নীল-গোলাপির মেদুর আহ্বান। যেন বিকেলের আকাশে রঙের খেলা নেমে আসবে চোখের পাতায়।
গোলাপি লিপস্টিক: লাল লিপস্টিক এখন ব্যাকডেটেড। বরং ঠোঁট রাঙুক গোলাপি লিপস্টিকে। মুক্তোর মতো আভা ছড়াবে ঠোঁট। গোলাপি ঘেঁষা ন্যুড লিপস্টিকও ইদানীং সমান জনপ্রিয়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beauty Tips: এরিকা ফার্নান্ডেজের মতো রূপের ঝলক চান? টিপস দিলেন অভিনেত্রী স্বয়ং!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement