Basic undergarments rules : মহিলাদের সুন্দর সাজের গোপন রহস্য সঠিক অন্তর্বাস, তাই কেনার আগে এই বিষয় গুলি মনে রাখুন

Last Updated:

বিশেষজ্ঞরা বলেন, অন্তর্বাস কেনার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে৷(Basic undergarments rules)

Representative Image
Representative Image
মহিলাদের ক্ষেত্রে পোশাক, চেহারা তথা ব্যক্তিত্বের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে সঠিক অন্তর্বাসের উপর৷ তাই যেভাবেই সাজুন না কেন, অন্তর্বাস সঠিক মাপসই হওয়া দরকার৷ তাছাড়া অন্তর্বাস ঠিকঠাক না হলে ঘাড়ে, পিঠে ও কাঁধে যন্ত্রণা হতে পারে৷ তাই বিশেষজ্ঞরা বলেন, অন্তর্বাস কেনার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে৷(Basic undergarments rules)
# সময়ের সঙ্গে মহিলাদের অন্তর্বাসের মাপ বদলে যায়৷ সাধারণত জীবনে মোট চার মাপের ব্রা পরেন মহিলারা৷ বছরে অন্তত এক বার যান অন্তর্বাস-বুটিকে৷ সেখানে বিশেষজ্ঞের সাহায্যে জেনে নিন নিজের ব্রায়ের সঠিক মাপ৷
# বুটিকে ঊর্ধ্বাঙ্গের অন্তর্বাস কেনার আগে সেটা পরে ট্রায়াল দেওয়া যায়৷ তাই প্রতি বার ব্রেসিয়ার কেনার আগে ট্রায়াল দিন৷ তার পর কিনুন৷
advertisement
advertisement
আরও পড়ুন : ওজন কমিয়ে রোগা হতে চান? চুমুক দিন চায়ের পেয়ালায়
# মাপসই অন্তর্বাস থেকেই আসে শরীরী ভাষার সঠিক আত্মবিশ্বাস৷ তাই অন্তর্বাসের গুণমানের সঙ্গে আপস করবে না৷ ভাল মানের অন্তর্বাস কিনুন৷ আপনার ত্বকে যে ধরনের মেটিরিয়াল সহ্য হয়, সেই কাপড়ের তৈরি অন্তর্বাস কিনুন৷
আরও পড়ুন : সবে মা হয়েছেন? নিয়মিত চিঁড়ে খাচ্ছেন তো?
# এখনকার মেয়েরা হরেকম রকমের পোশাক পরেন৷ তাই সম্ভারেও থাকে টি শার্ট ব্রা, স্পোর্টস ব্রা থেকে শুরু করে প্লাঞ্জ ব্রা ও ব্যাকলেস ব্রা৷ যে রং আপনি ক্যারি করতে পারবেন বা আপনার ব্যক্তিত্ব ও পেশার সঙ্গে যায়, সেই রঙের অন্তর্বাসই কিনুন৷ অন্য জামাকাপড়ের সঙ্গে অন্তর্বাস রাখবেন না৷ আলাদা ওয়্যারড্রোবে অন্তর্বাস রাখুন৷
advertisement
আরও পড়ুন : রক্তবিন্দু থেকে তীব্র রক্তপাত বা সন্তানধারণে জটিলতা, মহিলাদের সমস্যা দূর করে সাবুদানা
# ব্রা পরার সময় অনেকেই আগে হুক লাগিয়ে তারপর ঘুরিয়ে নেন৷ সেটা করবেন না৷ তাতে ব্রা ঢিলে হয়ে যায়৷ কাপসাইজ ঠিকঠাক করে স্ট্র্যাপ যথাযথ করে তার পর হাত পিছনে নিয়ে গিয়ে হুক লাগান৷
# অন্তর্বাস সব সময় হাতে কাচবেন৷ ওয়াশিং মেশিনে দেবেন না৷ পরার পর দেখবেন ব্রা যেন অতিরিক্ত টাইট না হয়ে থাকে৷ আবার ঢিলেঢালাও না লাগে৷ আপনি যাতে স্বচ্ছন্দবোধ করেন, সেটাই মূল কথা৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Basic undergarments rules : মহিলাদের সুন্দর সাজের গোপন রহস্য সঠিক অন্তর্বাস, তাই কেনার আগে এই বিষয় গুলি মনে রাখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement