খাঁটি ঘিয়ে ভেজে বাদাম দিয়ে হোক৷ শীতকালীন সব্জি সমাহারে পোলাও হোক৷ বা গরমের দইমাখা ফলার৷ আমাদের ডায়েটে বিভিন্ন অবতারে বিরাজ করে চিঁড়ে৷ চিঁড়ের বহু স্বাস্থ্যগুণ আছে৷ গ্রীষ্মপ্রধান ক্রান্তীয় দেশের ডায়েটের জন্য চিঁড়ে আদর্শ৷ দেখে নিন কেন বেশি করে চিঁড়ে খাবেন৷(Health benefits of Poha)