Superfood Sabudana : রক্তবিন্দু থেকে তীব্র রক্তপাত বা সন্তানধারণে জটিলতা, মহিলাদের সমস্যা দূর করে সাবুদানা

Last Updated:

Superfood Sabudana : মহিলাদের সুপারফুড হিসেবে রুজুতা বলেছেন সাবুদানার কথা

মহিলাদের সুপারফুড হিসেবে রুজুতা বলেছেন সাবুদানার কথা
মহিলাদের সুপারফুড হিসেবে রুজুতা বলেছেন সাবুদানার কথা
আধুনিক জীবনচর্চায় সুপারফুড বহু আলোচিত৷ বাদাম, এক্সোটিক সব্জি থেকে শুরু করে মশলা-প্রচুর খাবারকেই ইদানীং সুপারফুড বলা হচ্ছে৷ আন্তর্জাতিক নারী দিবসে এমনই এক সুপারফুডের কথা তুলে ধরেছেন সেলেব পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷ তিনি সব সময়ই ঘরোয়া খাবারে গুরুত্ব বেশি দেন৷ এ বারও তাঁর অন্যথা হয়নি৷ মহিলাদের সুপারফুড হিসেবে রুজুতা বলেছেন সাবুদানার কথা৷ ভারতীয় সমাজে প্রাচীন কাল থেকেই ব্রত ও বিভিন্ন পুজোয় উপবাস ভঙ্গ করা হয় সাবুদানার বিভিন্ন পদে৷ ফলে মহিলাদের ডায়েটে সাবুদানা দীর্ঘদিনই বড় ভূমিকা পালন করেছে৷ বরং, আজকের দিনে আধুনিকাদের ডায়েট থেকেই সাবুদানা হারিয়ে গিয়েছে অনেকটাই৷ (health benefits of Sabudana or Sago)
আরও পড়ুন : ক্যানসার, গেঁটে বাত থেকে বাঁচতে চান? বসন্তে চুটিয়ে খান সজনেশাক ও সজনেফুল
কেন মহিলাদের জন্য সাবুদানা সুপারফুড?  এক এক করে সে সব কারণ বলেছেন রুজুতা-
খিদে তৈরি করে
advertisement
সাবুদানা স্বাদকোরকগুলিকে উদ্দীপ্ত করে তোলে৷ ফলে অখিদে দূর করে খিদে বৃদ্ধি করে৷ বিশেষ করে জ্বর বা অন্যান্যা অসুখে সাবুদানা খেতে দেওয়া হয়৷ যাতে স্বাস্থ্যের দিকে ভাল হয়৷ আবার মুখে রুচিও ফিরে আসে৷
advertisement
মেনোপজ এবং এন্ডোমেট্রিওসিসে উপশম
মেনোপজ এবং এন্ডোমেট্রিসিসের মতো সমস্যায় বেশি রক্তপাত হলে সাবুদানা সেই সমস্যা নিয়ন্ত্রণ করে৷
সন্তানধারণের পরিকল্পনা থাকলে ডায়েটে সাবদানা রাখুন৷ ফার্টিলিটি বাড়িয়ে সন্তানধারণে সাহায্য করে৷ অনেকেই ডিম্বাণু ভবিষ্যতের জন্য হিমায়িত করে রাখতে চান৷ তাঁদের জন্যেই সাবুদানা কার্যকরী৷
advertisement
মেনোপজে আরাম
মেনোপজাল সময়ে পৌঁছলে অনেক মহিলারই ঋতুস্রাবের নির্দিষ্ট সময় এলে তীব্র মাথা ধরে বা চূড়ান্ত ক্লান্তি দেখা দেয়৷ সাবুদানা খেলে সেই সমস্যা দূর হয়৷
অনেকেরই ওভ্যুলেশনের সময় অন্তর্বাসে রক্তের বিন্দু বা ব্লাড স্পটিং দেখা দেয়৷ এই সমস্যা এড়াতেও ভরসা সেই সাবুদানাই৷
advertisement
ঋতুস্রাবের আগে ও পরে
ঋতুস্রাবের আগে বিভিন্ন উপসর্গ দেখা দেয়৷ যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় প্রি মেনস্ট্রয়াল সিনড্রোম বা পিএমএস৷ এই উপসর্গ কমাতে নিয়মিত খান সাবুদানা৷ ঋতস্রাবের সময় যদি অখিদে বা অরুচি হয়, তাহলেও মুখের স্বাদ ফেরাতে সাবুদানা খেতে পারেন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Superfood Sabudana : রক্তবিন্দু থেকে তীব্র রক্তপাত বা সন্তানধারণে জটিলতা, মহিলাদের সমস্যা দূর করে সাবুদানা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement