Superfood Sabudana : রক্তবিন্দু থেকে তীব্র রক্তপাত বা সন্তানধারণে জটিলতা, মহিলাদের সমস্যা দূর করে সাবুদানা

Last Updated:

Superfood Sabudana : মহিলাদের সুপারফুড হিসেবে রুজুতা বলেছেন সাবুদানার কথা

মহিলাদের সুপারফুড হিসেবে রুজুতা বলেছেন সাবুদানার কথা
মহিলাদের সুপারফুড হিসেবে রুজুতা বলেছেন সাবুদানার কথা
আধুনিক জীবনচর্চায় সুপারফুড বহু আলোচিত৷ বাদাম, এক্সোটিক সব্জি থেকে শুরু করে মশলা-প্রচুর খাবারকেই ইদানীং সুপারফুড বলা হচ্ছে৷ আন্তর্জাতিক নারী দিবসে এমনই এক সুপারফুডের কথা তুলে ধরেছেন সেলেব পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷ তিনি সব সময়ই ঘরোয়া খাবারে গুরুত্ব বেশি দেন৷ এ বারও তাঁর অন্যথা হয়নি৷ মহিলাদের সুপারফুড হিসেবে রুজুতা বলেছেন সাবুদানার কথা৷ ভারতীয় সমাজে প্রাচীন কাল থেকেই ব্রত ও বিভিন্ন পুজোয় উপবাস ভঙ্গ করা হয় সাবুদানার বিভিন্ন পদে৷ ফলে মহিলাদের ডায়েটে সাবুদানা দীর্ঘদিনই বড় ভূমিকা পালন করেছে৷ বরং, আজকের দিনে আধুনিকাদের ডায়েট থেকেই সাবুদানা হারিয়ে গিয়েছে অনেকটাই৷ (health benefits of Sabudana or Sago)
আরও পড়ুন : ক্যানসার, গেঁটে বাত থেকে বাঁচতে চান? বসন্তে চুটিয়ে খান সজনেশাক ও সজনেফুল
কেন মহিলাদের জন্য সাবুদানা সুপারফুড?  এক এক করে সে সব কারণ বলেছেন রুজুতা-
খিদে তৈরি করে
advertisement
সাবুদানা স্বাদকোরকগুলিকে উদ্দীপ্ত করে তোলে৷ ফলে অখিদে দূর করে খিদে বৃদ্ধি করে৷ বিশেষ করে জ্বর বা অন্যান্যা অসুখে সাবুদানা খেতে দেওয়া হয়৷ যাতে স্বাস্থ্যের দিকে ভাল হয়৷ আবার মুখে রুচিও ফিরে আসে৷
advertisement
মেনোপজ এবং এন্ডোমেট্রিওসিসে উপশম
মেনোপজ এবং এন্ডোমেট্রিসিসের মতো সমস্যায় বেশি রক্তপাত হলে সাবুদানা সেই সমস্যা নিয়ন্ত্রণ করে৷
সন্তানধারণের পরিকল্পনা থাকলে ডায়েটে সাবদানা রাখুন৷ ফার্টিলিটি বাড়িয়ে সন্তানধারণে সাহায্য করে৷ অনেকেই ডিম্বাণু ভবিষ্যতের জন্য হিমায়িত করে রাখতে চান৷ তাঁদের জন্যেই সাবুদানা কার্যকরী৷
advertisement
মেনোপজে আরাম
মেনোপজাল সময়ে পৌঁছলে অনেক মহিলারই ঋতুস্রাবের নির্দিষ্ট সময় এলে তীব্র মাথা ধরে বা চূড়ান্ত ক্লান্তি দেখা দেয়৷ সাবুদানা খেলে সেই সমস্যা দূর হয়৷
অনেকেরই ওভ্যুলেশনের সময় অন্তর্বাসে রক্তের বিন্দু বা ব্লাড স্পটিং দেখা দেয়৷ এই সমস্যা এড়াতেও ভরসা সেই সাবুদানাই৷
advertisement
ঋতুস্রাবের আগে ও পরে
ঋতুস্রাবের আগে বিভিন্ন উপসর্গ দেখা দেয়৷ যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় প্রি মেনস্ট্রয়াল সিনড্রোম বা পিএমএস৷ এই উপসর্গ কমাতে নিয়মিত খান সাবুদানা৷ ঋতস্রাবের সময় যদি অখিদে বা অরুচি হয়, তাহলেও মুখের স্বাদ ফেরাতে সাবুদানা খেতে পারেন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Superfood Sabudana : রক্তবিন্দু থেকে তীব্র রক্তপাত বা সন্তানধারণে জটিলতা, মহিলাদের সমস্যা দূর করে সাবুদানা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement