White egg or brown egg : সাদা না খয়েরি, কোন ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
White egg or brown egg : অনেকেই ভাবতে বসেন, কোন ডিমটা ভাল? চিরাচরিত সাদা ডিম (white egg)? নাকি খয়েরি ডিম (brown egg)?
প্রাতরাশে ডিমের মতো জনপ্রিয়তা খুব কম খাবারেরই আছে৷ হাফ বয়েলড থেকে অমলেট, বিভিন্ন রূপে ও স্বাদে খাওয়া যায় ডিম৷ প্রোটিন ও অন্যান্য পুষ্টিমূল্যেও ডিম ভরপুর৷ তাই একটা খাবারে এত গুণ থাকার ফলে খাদ্যতালিকায় ডিম না রাখলেই নয়৷ কিন্তু অনেকেই ভাবতে বসেন, কোন ডিমটা ভাল? চিরাচরিত সাদা ডিম (white egg)? নাকি খয়েরি ডিম (brown egg)? অনেকেই ভাবেন ব্রাউন ব্রেডের মতো বাদামি ডিমও বোধহয় বেশি পুষ্টিকর৷ কারণ চিনি থেকে শুরু করে পাস্তা, হোল উইট ক্র্যাকার-সবই সাদার তুলনায় খয়েরি বেশি পুষ্টিকর বলে মানা হয়৷
এখন প্রশ্ন হল, সাদার তুলনায় কি খয়েরি বেশি পুষ্টিকর? দামের দিক থেকে অবশ্য সাদা ডিমের থেকে খয়েরি ডিম অনেক বেশি মহার্ঘ্য৷
আরও পড়ুন : গর্ভে সন্তানধারণ না করেও মা হওয়া যায়, আন্তর্জাতিক নারী দিবসে জেনে নিন আইভিএফ-এর খুঁটিনাটি
সাদা ও খয়েরি ডিমের চেহারাগত পার্থক্য-
advertisement
সাদা ডিমের কুসুম হলুদ রঙের৷ কিন্তু খয়েরি ডিমের কুসুমে হাল্কা খয়েরি আভা থাকে৷ পিগমেন্টের ফলে খয়েরি ডিমের খোলায় রঙের আভাস থাকে৷ তবে পুষ্টিমূল্যের দিক থেকে কিন্তু দু’টি ডিমই সমান৷
advertisement
আরও পড়ুন : রণভূমিতে মাকে ফেলে যেতে দিদির কাছে কেঁদে ভাসাল ৬ বছর বয়সি শিশু, ধ্বস্ত ইউক্রেনের করুণ ছবিতে আর্দ্র নেটদুনিয়া
প্রোটিন, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, ফ্যাট, কোলেস্টেরল-সহ একাধিক উপকারী উপাদান আছে ডিমে৷ সাদা ও খয়েরি, দু’ রকম ডিমেই সম পরিমাণ পুষ্টিমূল্য আছে৷ তাই উপকারিতার দিক থেকে বিচার করলে দু’ রকম ডিমই সমান৷
advertisement
আরও পড়ুন : বোমাবৃষ্টির মধ্যে ইউক্রেনীয় তরুণী বেহালায় জ্যোৎস্না রাত্রির সুর তুলছেন, নেটিজেনদের চোখে জল
স্বাদের দিক থেকেও পার্থক্য আছে৷ কিন্তু কেন এই পার্থক্য? স্বাদের এই পার্থক্যের মূলে আছে যে মুরগি এই ডিম পাড়ছে, সেটি৷ মুরগির একাধিক প্রজাতি আছে৷ সেগুলির মধ্যে হোয়াইট লেগহর্ন সাদা ডিম পাড়ে৷ অন্যদিকে অন্যান্য প্রজাতি যেমন প্লাইমাউথ রকস, রোড আইল্যান্ড রেডস-এর মতো মুরগি যে ডিম পাড়ে, সেগুলির খোলার রং খয়েরি৷ এই প্রজাতির মুরগিদের দামী খাবার দেওয়া হয়৷ তাই সাদার তুলনায় খয়েরি ডিমের দামও বেশি৷ যদি একাধিক প্রজাতির মুরগিকে একইরকম খাবার খাওয়ানো হয়, তাহলে তাদের ডিমের স্বাদে এই বৈচিত্রও থাকবে না৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2022 9:55 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
White egg or brown egg : সাদা না খয়েরি, কোন ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী?
