Ukraine War Refugees : রণভূমিতে মাকে ফেলে যেতে দিদির কাছে কেঁদে ভাসাল ৬ বছর বয়সি শিশু, ধ্বস্ত ইউক্রেনের করুণ ছবিতে আর্দ্র নেটদুনিয়া
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
ইউক্রেনের বন্দর শহর ওডেসাতেই (Odesaa Refugees) রয়ে গেলেন তাদের মা, ইরিনা৷ যুদ্ধবিধ্বস্ত শহর থেকে মেয়েদের পাঠিয়ে দিলেন নিরাপদ আশ্রয়ে৷(war in Ukraine)
ওডেসা : দিদির আলেকজান্দ্রার নিজেরই বয়স ১২ বছর৷ তার জিম্মায় ৬ বছর বয়সি ছোট বোন, এসিয়া৷ বাসের কাচের জানালা যেন ঠান্ডার পাশাপাশি ঝাপসা হয়ে গিয়েছে এসিয়ার চোখের জলেও৷ মাকে ছেড়ে যেতে কেঁদে ভাসাচ্ছে একরত্তি খুদে৷ ইউক্রেনের বন্দর শহর ওডেসাতেই (Odesaa Refugees) রয়ে গেলেন তাদের মা, ইরিনা৷ যুদ্ধবিধ্বস্ত শহর থেকে মেয়েদের পাঠিয়ে দিলেন নিরাপদ আশ্রয়ে৷(war in Ukraine)
আলেকজান্দ্রা-এসিয়ার আর্ত ছবি আর্দ্র করেছেন নেটিজেনদের মন৷ অবশ্য এ ছবি প্রতীক মাত্র৷ রুশ আক্রমণের হাত থেকে বাঁচতে ইহুদি সম্প্রদায়ের অসংখ্য মানুষ বাসে করে চলে গিয়েছেন নিরাপদ আশ্রয়ে৷ পরিসংখ্যান বলছে, এখনও অবধি ১.৭ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় পালিয়েছেন মধ্য ইউরোপে৷ তাঁদের মধ্যে অধিকাংশই শিশু৷ কারণ প্রাপ্তবয়স্করা থেকে গিয়েছেন ইউক্রেনে, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে৷
advertisement
মধ্য ইউরোপের দেশগুলির মধ্যে পোল্যান্ডে সবথেকে বেশি ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছেন৷ গত ২৪ ফেব্রুয়ারির পর থেকে পোল্যান্ডে ইউক্রেন থেকে আসা শরণার্থীর সংখ্যা পেরিয়ে গিয়েছে ১ মিলিয়ন৷ তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু৷ পরিবারের পুরুষরা রয়ে গিয়েছেন ইউক্রেনে, যুদ্ধে সামিল হওয়ার উদ্দেশে৷
advertisement
আরও পড়ুন : বোমাবৃষ্টির মধ্যে ইউক্রেনীয় তরুণী বেহালায় জ্যোৎস্না রাত্রির সুর তুলছেন, নেটিজেনদের চোখে জল
ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিকদের ধারণা, যদি এই রুশ হানা চলতেই থাকে, তা হলে ইউক্রেন ছেড়ে পালানো শরণার্থীদের সংখ্যা হবে ৫ মিলিয়ন৷ শুধু মধ্য ইউরোপই নয়৷ ইউক্রেনীয় শরণার্থীদের অনেকেই পৌঁছে গিয়েছেন বেলজিয়াম, জার্মানির মতো পশ্চিম ইউরোপীয় দেশগুলিতেও৷
advertisement
আরও পড়ুন : হাতে ফুলের তোড়া, সেনা উর্দির সঙ্গেই মাথায় ওড়না, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বিয়ে দুই সেনানীর
Alexandra, 12, holds her sister Esyea, 6, who cries as she waves at her mother Irina, while members of the Jewish community of Odessa board a bus to flee Russia's invasion of Ukraine, in Odessa, Ukraine, March 7, 2022. REUTERS/Alexandros Avramidis pic.twitter.com/0okwk4yzUY
— Idrees Ali (@idreesali114) March 7, 2022
advertisement
আরও পড়ুন : ব্যাগপ্যাক, মায়ের লেখা চিরকুট এবং হাতে লেখা ফোননম্বর সম্বল করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১০০০ কিমি একাই পাড়ি বালকের
মধ্য ইউরোপের দেশ পোল্যান্ড সহমর্মিতার চোখেই দেখছে ইউক্রেনের শরণার্থী সমস্যাকে৷ ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী শহর প্রজেমাইসল-এ সবথেকে বেশি শরণার্থী-ঢেউ৷ তবে শহরের প্রশাসন ব্যবস্থা নিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের৷ বিশেষ ব্যবস্থা করা হয়েছে শিশুদের জন্য৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2022 7:28 PM IST