Ukraine War Refugees : রণভূমিতে মাকে ফেলে যেতে দিদির কাছে কেঁদে ভাসাল ৬ বছর বয়সি শিশু, ধ্বস্ত ইউক্রেনের করুণ ছবিতে আর্দ্র নেটদুনিয়া

Last Updated:

ইউক্রেনের বন্দর শহর ওডেসাতেই (Odesaa Refugees) রয়ে গেলেন তাদের মা, ইরিনা৷ যুদ্ধবিধ্বস্ত শহর থেকে মেয়েদের পাঠিয়ে দিলেন নিরাপদ আশ্রয়ে৷(war in Ukraine)

আলেকজান্দ্রা-এসিয়ার আর্ত ছবি আর্দ্র করেছেন নেটিজেনদের মন
আলেকজান্দ্রা-এসিয়ার আর্ত ছবি আর্দ্র করেছেন নেটিজেনদের মন
ওডেসা : দিদির আলেকজান্দ্রার নিজেরই বয়স ১২ বছর৷ তার জিম্মায় ৬ বছর বয়সি ছোট বোন, এসিয়া৷ বাসের কাচের জানালা যেন ঠান্ডার পাশাপাশি ঝাপসা হয়ে গিয়েছে এসিয়ার চোখের জলেও৷ মাকে ছেড়ে যেতে কেঁদে ভাসাচ্ছে একরত্তি খুদে৷ ইউক্রেনের বন্দর শহর ওডেসাতেই (Odesaa Refugees) রয়ে গেলেন তাদের মা, ইরিনা৷ যুদ্ধবিধ্বস্ত শহর থেকে মেয়েদের পাঠিয়ে দিলেন নিরাপদ আশ্রয়ে৷(war in Ukraine)
আলেকজান্দ্রা-এসিয়ার আর্ত ছবি আর্দ্র করেছেন নেটিজেনদের মন৷ অবশ্য এ ছবি প্রতীক মাত্র৷ রুশ আক্রমণের হাত থেকে বাঁচতে ইহুদি সম্প্রদায়ের অসংখ্য মানুষ বাসে করে চলে গিয়েছেন নিরাপদ আশ্রয়ে৷ পরিসংখ্যান বলছে, এখনও অবধি ১.৭ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় পালিয়েছেন মধ্য ইউরোপে৷ তাঁদের মধ্যে অধিকাংশই শিশু৷ কারণ প্রাপ্তবয়স্করা থেকে গিয়েছেন ইউক্রেনে, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে৷
advertisement
মধ্য ইউরোপের দেশগুলির মধ্যে পোল্যান্ডে সবথেকে বেশি ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছেন৷ গত ২৪ ফেব্রুয়ারির পর থেকে পোল্যান্ডে ইউক্রেন থেকে আসা শরণার্থীর সংখ্যা পেরিয়ে গিয়েছে ১ মিলিয়ন৷ তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু৷ পরিবারের পুরুষরা রয়ে গিয়েছেন ইউক্রেনে, যুদ্ধে সামিল হওয়ার উদ্দেশে৷
advertisement
আরও পড়ুন : বোমাবৃষ্টির মধ্যে ইউক্রেনীয় তরুণী বেহালায় জ্যোৎস্না রাত্রির সুর তুলছেন, নেটিজেনদের চোখে জল
ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিকদের ধারণা, যদি এই রুশ হানা চলতেই থাকে, তা হলে ইউক্রেন ছেড়ে পালানো শরণার্থীদের সংখ্যা হবে ৫ মিলিয়ন৷ শুধু মধ্য ইউরোপই নয়৷ ইউক্রেনীয় শরণার্থীদের অনেকেই পৌঁছে গিয়েছেন বেলজিয়াম, জার্মানির মতো পশ্চিম ইউরোপীয় দেশগুলিতেও৷
advertisement
advertisement
আরও পড়ুন : ব্যাগপ্যাক, মায়ের লেখা চিরকুট এবং হাতে লেখা ফোননম্বর সম্বল করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১০০০ কিমি একাই পাড়ি বালকের
মধ্য ইউরোপের দেশ পোল্যান্ড সহমর্মিতার চোখেই দেখছে ইউক্রেনের শরণার্থী সমস্যাকে৷ ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী শহর প্রজেমাইসল-এ সবথেকে বেশি শরণার্থী-ঢেউ৷ তবে শহরের প্রশাসন ব্যবস্থা নিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের৷ বিশেষ ব্যবস্থা করা হয়েছে শিশুদের জন্য৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Ukraine War Refugees : রণভূমিতে মাকে ফেলে যেতে দিদির কাছে কেঁদে ভাসাল ৬ বছর বয়সি শিশু, ধ্বস্ত ইউক্রেনের করুণ ছবিতে আর্দ্র নেটদুনিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement