Viral: Ukrainian Violinist:বোমাবৃষ্টির মধ্যে ইউক্রেনীয় তরুণী বেহালায় জ্যোৎস্না রাত্রির সুর তুলছেন, নেটিজেনদের চোখে জল

Last Updated:

Viral: Ukrainian Violinist: ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷ সেখানে এক নেটিজেন জানিয়েছেন যে ওই তরুণী বেহালায় বাজাচ্ছেন ‘নিচ ইয়াকা মিসয়াচনা’৷ যার অর্থ, কী সুন্দর জ্যোৎস্না রাত্রি!

বোমাবর্ষণ থেকে বাঁচতে বাঙ্কারে আশ্রয় নেওয়া তরুণী নিমগ্ন হয়ে বেহালায় ছড় টানছেন
বোমাবর্ষণ থেকে বাঁচতে বাঙ্কারে আশ্রয় নেওয়া তরুণী নিমগ্ন হয়ে বেহালায় ছড় টানছেন
যুদ্ধ জীবন কেড়ে নিতে পারে, সুর নয়৷ সে কথাই আরও এক বার প্রমাণ করল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে বোমাবর্ষণ থেকে বাঁচতে বাঙ্কারে আশ্রয় নেওয়া তরুণী নিমগ্ন হয়ে বেহালায় ছড় টানছেন৷ তাঁকে ঘিরে আছেন মুগ্ধ কিছু চোখমুখ৷ যুদ্ধের আতঙ্ক, বাইরে ক্রমাগত বোমাবর্ষণ মুছে গিয়ে তাঁদের চোখমুখে শুধুই মুগ্ধতা ও প্রশান্তি৷(war in Ukrain)
ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷ সেখানে এক নেটিজেন জানিয়েছেন যে ওই তরুণী বেহালায় বাজাচ্ছেন ‘নিচ ইয়াকা মিসয়াচনা’৷ যার অর্থ, কী সুন্দর জ্যোৎস্না রাত্রি!
এই ভিডিও তুমুল জনপ্রিয় হয়েছে সামাজিক মাধ্যমে৷ ট্যুইটারে ভিউজ ছাপিয়েছে ১.৩ মিলিয়ন৷ তরুণীর মূর্ছনায় আবিষ্ট এক নেটিজেন লিখেছেন, ‘এই সুর আমার চোখে জল এনে দিয়েছে৷’’ আর এক জন মনে করেন এই সুর আসলে মানুষের মানসিক শক্তির জয়গান৷ তরুণী বেহালাবাদকের প্রশংসা করে এক ইউক্রেনীয় লিখেছেন, ‘‘আমাদের প্রতিভাবান মানুষের মেরুদণ্ড কেউ ভেঙে দিতে পারবে না৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : হাতে ফুলের তোড়া, সেনা উর্দির সঙ্গেই মাথায় ওড়না, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বিয়ে দুই সেনানীর
ইউক্রেনের উপর রুশ আক্রমণ পর্ব এই নিয়ে দু’ সপ্তাহ ছুঁতে চলল৷ এখনকার মতো বোমাবর্ষণ চলতেই থাকলে প্রায় ৫ মিলিয়ন ইউক্রেনীয় দেশান্তরী হবেন বলে মনে করেন ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষস্থানীয় এক কূটনীতিক৷
advertisement
আরও পড়ুন : ব্যাগপ্যাক, মায়ের লেখা চিরকুট এবং হাতে লেখা ফোননম্বর সম্বল করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১০০০ কিমি একাই পাড়ি বালকের
এখনও অবধি ১ মিলিয়নের বেশি ইউক্রেনবাসী পালিয়ে গিয়েছেন পড়শি দেশ পোল্যান্ডে৷ ৫০ হাজারের বেশি শরণার্থী পা রেখেছেন জার্মানিতে৷ তার মধ্যেও সুর ছেড়ে যায়নি ইউক্রেনীয়দের ৷ কিছু দিন আগে লাইসাইচানস্ক অঞ্চলে এক কিশোরী বাঁশিতে বাজিয়েছিলেন ইউক্রেনের জাতীয় সঙ্গীতের সুর৷ সেই ভিডিও-ও সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়েছিল৷
advertisement
আরও পড়ুন : বাইরে অবিরাম বোমাবর্ষণ, জাগুয়ার এবং লেপার্ড-সন্তানকে নিয়ে বেসমেন্টের অন্ধকারে দিন কাটছে ভারতীয় চিকিৎসকের
হীরকরাজ্যে চারণকবি বলরাম বলেছিলেন, যত ক্ষণ জান, তত ক্ষণই গান৷ সে কথাই যেন বলছে রণধ্বস্ত ইউক্রেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral: Ukrainian Violinist:বোমাবৃষ্টির মধ্যে ইউক্রেনীয় তরুণী বেহালায় জ্যোৎস্না রাত্রির সুর তুলছেন, নেটিজেনদের চোখে জল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement