Ukraine Crisis: বাইরে অবিরাম বোমাবর্ষণ, জাগুয়ার এবং লেপার্ড-সন্তানকে নিয়ে বেসমেন্টের অন্ধকারে দিন কাটছে ভারতীয় চিকিৎসকের

Last Updated:
নয়াদিল্লি : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও অনেকের সঙ্গে এক ভারতীয় চিকিৎসকও আটকে রয়েছেন বেসমেন্টের বাঙ্কারে৷ তিনি একা নন৷ চিকিৎসক গিরিকুমার পাতিল বাঙ্কারে আছেন তাঁর দুই পোষ্য, একটি প্যান্থার এবং একটি লেপার্ডের সঙ্গে৷ ইউক্রেনের ডনবাস অঞ্চলের সিভেরোডোনেৎস্ক শহরে পোষ্যদের সঙ্গে গোপন জীবন কাটছে এই চিকিৎসকের৷(war in Ukraine)
এদিকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা ডনবাসের পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে৷ কিন্তু চিকিৎসক গিরিকুমার জানিয়েছেন তিনি শহর ছেড়ে নড়বেন না৷ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘নিজের জীবন বাঁচানোর জন্য পোষ্যদের ছেড়ে আমি কখনওই চলে যাব না৷ পরিবার থেকে ফিরে যাওয়ার জন্য অবশ্যই বার বার বলা হচ্ছে৷ কিন্তু পোষ্যরা আমার সন্তানের মতো৷ শেষ শ্বাস প্রশ্বাসের বিন্দু অবধি আমি ওদের সঙ্গেই থাকব৷’’
advertisement
২০০৭ সাল থেকে এই ভারতীয় চিকিৎসক ইউক্রেনে আছেন৷ ডনবাসের এক হাসপাতালে তিনি কর্মরত অর্থোপেডিক হিসেবে৷ শহরের চিড়িয়াখানা থেকে তিনি দত্তক নিয়েছিলেন অনাথ ও অসুস্থ জাগুয়ারকে৷ তার নাম তিনি দিয়েছেন ইয়াশা৷ দু’ মাস আগে এনেছেন ব্ল্যাক প্যান্থার সাব্রিনাকে৷ দেড় বছর বয়সি পুরুষ জাগুয়ার ইয়াশার খেলার সঙ্গী হিসেবে৷ সাব্রিনা অবশ্য ৬ মাস বয়সি শাবক৷ ৪০ বছর বয়সি চিকিৎসক জানিয়েছেন, বাইরে অবিশ্রান্ত বোমাবর্ষণের মধ্যে পোষ্যদের সঙ্গে তাঁর দিন কাটছে বাঙ্কারে৷ যুদ্ধের মধ্যেই তিনি বার হচ্ছেন পোষ্য বিড়ালদের খাবার কেনার জন্য৷ তবে দু’জনেই খাওয়া কমিয়ে দিয়েছে অনেকটাই৷
advertisement
advertisement
আরও পড়ুন : কোভিডে প্রিয়জনকে হারানোর দুঃখ নিয়েই বসতে হচ্ছে মাধ্যমিকে? মন শক্ত করার উপায় বললেন মনোরোগ বিশেষজ্ঞ
শুধু জাগুয়ার বা লেপার্ডই নয়৷ চিকিৎসকের কাছে আছে তিনটি ইটালিয়ান ম্যাস্টিফ প্রজাতির কুকুর৷ পোষ্যদের ভিডিও তিনি নিয়মিত শেয়ার করেন ইউটিউবে৷ তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৮৪ হাজারের বেশি৷
advertisement
আরও পড়ুন : ‘অতীত বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ না করে মনোনিবেশ করো বর্তমানেই’, মাধ্যমিক পরীক্ষার্থীদের বললেন মনোবিদ শ্রীময়ী তরফদার
গিরিকুমারের বাড়ি অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার টানুকু অঞ্চলে৷ তাঁর আশা, পোষ্যদের নিয়ে দেশে ফেরবার জন্য ভারত সরকার ঠিক অনুমতি দেবেন তাঁকে৷ গত সপ্তাহে ভারতীয় ছাত্র ঋষভ কৌশিক ইউক্রেন থেকে ভারতে ফিরে আসেন পোষ্য মালিবু-কে নিয়েই৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Ukraine Crisis: বাইরে অবিরাম বোমাবর্ষণ, জাগুয়ার এবং লেপার্ড-সন্তানকে নিয়ে বেসমেন্টের অন্ধকারে দিন কাটছে ভারতীয় চিকিৎসকের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement