Bappi Lahiri Passes Away: পুরুষদের সোনার গয়না পরাকে 'ট্রেন্ড' করে তোলেন বাপ্পি লাহিড়ি! দেখুন গোল্ডম্যানের নিজস্ব স্টাইল স্টেটমেন্ট

Last Updated:

Gold Man Bappi Lahiri: প্রচুর সোনার গয়নাই হোক বা বড় আকারের গিল্ট সানগ্লাস, আজকের সেলিব্রিটিরা এই স্টাইলকেই অনুসরণ করছেন।

#নয়াদিল্লি: এলেন, গাইলেন এবং জয় করলেন! প্রয়াত বাপ্পি লাহিড়িকে (Bappi Lahiri Passes Away) নিয়ে একথা বললে একেবারেই অত্যুক্তি হয় না। সোনায় মোড়া দেহ (Gold Man), সোনায় মোড়া সুরও। কেবল নিজের সঙ্গীত নয় নিজের ফ্যাশন এবং গ্ল্যামারের জন্যও সমানভাবে স্বতন্ত্র ‘বাপ্পিদা’ (Bappi Lahiri)। যুগের পর যুগ ধরে বাপ্পি লাহিড়ির স্টাইল স্টেটমেন্ট বলিউড সঙ্গীত জগতে ‘আইকনিক’ হিসেবেই নিজের স্থান পাকা করে নিয়েছে। চোখে বড় সানগ্লাস, গলায় অজস্র সোনার হার ও লকেট, হাতে ভর্তি বালা ও আংটি! বাপ্পি লাহিড়ি মানেই চলমান স্বর্ণভাণ্ডার। ডিস্কো ডান্সার হোক বা জিমি জিমি, বা চিরদিনই তুমি যে আমার- জনপ্রিয় হয়নি কেবল গানগুলিই। সমানভাবে মানুষের মনে এবং চোখে ছাপ রেখে গেছেন ডিস্কোর (King of Disco) অবিসংবাদিত রাজা প্রয়াত (Bappi Lahiri Passes Away) শিল্পী বাপ্পি লাহিড়ি।
বাপ্পি লাহিড়ির ‘গোল্ড ফ্যাশন’ তাঁর সঙ্গীতের মতোই কিংবদন্তী। ছবি: ইনস্টাগ্রাম বাপ্পি লাহিড়ির ‘গোল্ড ফ্যাশন’ তাঁর সঙ্গীতের মতোই কিংবদন্তী। ছবি: ইনস্টাগ্রাম
advertisement
বাপ্পি লাহিড়ি মানেই হিপ হপ ঘরানা। ফ্যাশন ডিজাইনার নরেন্দ্র কুমারের কাছে বাপ্পিদা ছিলেন ‘OG of style’। “ওজি নিজের সঙ্গীত এবং শৈলীর মাধ্যমে এই দেশের পায়ে ছন্দ এনে দিয়েছিলেন। হিপ হপ শৈলী আগে ছিল ‘কুল’”, বলেন নরেন্দ্র কুমার।
advertisement
শুধু চলচ্চিত্রেই নয়, বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri Passes Away) সঙ্গীত ফ্যাশন শোয়ের বড় অংশ ছিল। ফ্যাশন ডিজাইনার জুটি আবু জানি এবং সন্দীপ খোসলা বাপ্পি লাহিড়ির জনপ্রিয় জওয়ানি জানেমন গানটি একটি ফ্যাশন শোকে উৎসর্গ করেন। “আমরা বাপ্পি লাহিড়ির সবকিছুই পছন্দ করি। আশির দশকে আমরা বেড়ে উঠেছি ডিস্কো ডান্সার শুনে। ভারতের ডিস্কো সঙ্গীতের অবিসংবাদিত রাজা বাপ্পি লাহিড়ি। জিমি জিমি থেকে আই অ্যাম আ ডিস্কো ডান্সার এবং চলতে চলতে সবরকমের গানে অবাধ বিচরণ তাঁর। তাঁর গান সবসময়ই আমাদের শোয়ের অংশ হয়েছে। ২০১৫ সালে আমরা একটি সম্পূর্ণ ফ্যাশন শো করি বিখ্যাত গান জওয়ানি জানেমন-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে,” বলেন তাঁরা।
advertisement
উজ্জ্বল ঝলমলে জ্যাকেটকে সত্তরের দশকেই জনপ্রিয় করেন তিনি এবং আজও জেনারেশন জেডের কাছে এই জ্যাকেট ফ্যাশন স্টেটমেন্ট। ছবি: ইনস্টাগ্রাম উজ্জ্বল ঝলমলে জ্যাকেটকে সত্তরের দশকেই জনপ্রিয় করেন তিনি এবং আজও জেনারেশন জেডের কাছে এই জ্যাকেট ফ্যাশন স্টেটমেন্ট। ছবি: ইনস্টাগ্রাম
advertisement
“বাপ্পি লাহিড়ি হলেন সেই বিরল শিল্পীদের মধ্যে একজন যিনি স্টাইলিস্টদের আগেই বুঝে গিয়েছিলেন একজন বিনোদনকারীর সাজ পোশাক এবং ‘ভিজ্যুয়াল ইমেজ’ কতখানি গুরুত্বপূর্ণ,” বলেন ফ্যাশন ডিজাইনার নচিকেত বারভে। তিনি আরও বলেন, “প্রচুর সোনার গয়নাই হোক বা বড় আকারের গিল্ট সানগ্লাস, আজকের সেলিব্রিটিরা এই স্টাইলকেই অনুসরণ করছেন।”
পুরুষদের পোশাক ডিজাইনার কুনাল তান্না বলেন, “বাপ্পি লাহিড়ি অবশ্যই ভারতীয় সঙ্গীতের এক আইকন। এছাড়াও ভারতের মানুষ চিরকার বাপ্পি লাহিড়ির বিশাল সানগ্লাস এবং অজস্র সোনার গয়নাকে মনে রেখে দেবেন।”
advertisement
পুরুষদের কাছে সোনার গয়নাকে জনপ্রিয় করেছেন বাপ্পি লাহিড়ি। ছবি: ইনস্টাগ্রাম পুরুষদের কাছে সোনার গয়নাকে জনপ্রিয় করেছেন বাপ্পি লাহিড়ি। ছবি: ইনস্টাগ্রাম
আসলে বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Passes Away) নিজেই ছিলেন ফ্যাশনের প্রতিষ্ঠান। ফ্যাশন ডিজাইনার অনিকেত সাটম মনে করেন, কালো পোশাকের উপর সোনার গয়নাকে বাপ্পি লাহিড়ি এক অন্য মাত্রায় নিয়ে গেছিলেন। “পুরুষদের সোনার গয়না পরাকে বিশ্বব্যাপী জনপ্রিয় সংস্কৃতিতে পরিণত করেছিলেন ভারতের ‘গোল্ড ম্যান’ বাপ্পি দা,” বলেন নারায়ণ জুয়েলার্সের জুয়েলারি ডিজাইনার এবং এমডি কেতন চোক্সি৷
advertisement
ফ্যাশন ডিজাইনার পুনিত বালানা জানান, “উজ্জ্বল রঙের ঝকমকে জ্যাকেট পরাকে বাপ্পিদা স্টাইলে নিয়ে এসেছিলেন সেই সত্তরের দশকে। আজ Gen Z-এর কাছে এটি বিশাল ক্রেজ।”
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bappi Lahiri Passes Away: পুরুষদের সোনার গয়না পরাকে 'ট্রেন্ড' করে তোলেন বাপ্পি লাহিড়ি! দেখুন গোল্ডম্যানের নিজস্ব স্টাইল স্টেটমেন্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement