Travel Safe with Pets: পোষ্যকে সঙ্গী করে ছুটি কাটাতে চান? রইল পোষ্য-বান্ধব সফরের টিপস

Last Updated:

Pet Care Tips: আগে থেকে নিশ্চিত করুন আপনি যেখানে থাকবেন সেখানে পোষ্য রাখার বন্দোবস্ত আছে কী না। পরে ঝামেলা এড়াতে চাইলে আগেই কথাবার্তা বলে নিন।

#নয়াদিল্লি: বাড়ির পোষ্যটি (pets) শুধুই পোষ্য নয়, পরিবারের অংশ। কখনও বন্ধু, কখনও সঙ্গী কখনও মন খারাপের সহচর। কিন্তু সকলে মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলে, বা একাও কোথাও দিন কয়েক কাটিয়ে আসতে চাইলে পোষ্যটির (Travel with pets) কী হবে এই চিন্তা সত্যিই ভাবিয়ে তোলে। বাড়িতে পোষ্যকে রেখে গেলে সমস্ত যত্ন আত্তির ভার গিয়ে পড়বে বাবা মায়ের উপর। সেটা স্বাভাবিকভাবেই আপনি নিজে যেভাবে পোষ্যকে আদর যত্ন করেন তার চেয়ে আলাদা। তাহলে সঙ্গে (Travel Safe with Pets) করে পোষ্যকেও নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে কীসে যাবেন, নিরাপত্তা কতখানি, কোথায় রইবেন তাকে নিয়ে, কীভাবে ঘুরবেন এসব চিন্তা সঙ্গতভাবেই উঠে আসে।
কিন্তু পোষ্যকে (Travel Safe with Pets) নিয়ে ঘুরতে যেতে পারলে তার মজাই আলাদা। পোষ্যকে সঙ্গী করে পাড়ি দিতে হলে কিছু বিষয় মাথায় রাখতেই হবে। তাই এই কয়েকটি বিষয় ভুলবেন না।
advertisement
পশুচিকিৎসকের সঙ্গে কথা বলুন
পোষ্যটিকে সঙ্গে করে ঘুরতে নিয়ে যাওয়ার আগে পশুচিকিত্সা হাসপাতালে যান অবশ্যই। আপনার পোষ্যের পশুচিকিত্সকের সঙ্গে তার স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত বিধিনিষেধগুলি জেনে নিন তাতে আপনি ও পোষ্য দু’জনেই নিশ্চিন্তে ঘুরতে পারবেন। যদি পশুচিকিত্সক পোষ্যকে ভ্রমণসঙ্গী করতে বারণ করেন তবে অবশ্যই এই পরামর্শ মেনে চলা উচিত এবং আপনার অনুপস্থিতিতে পোষ্যের দেখভালের  বিকল্প খোঁজা উচিত।
advertisement
পোষ্যকে সঙ্গে রাখার ক্যারিয়ার খুঁজুন
আপনার পোষ্যের (Travel Safe with Pets) জন্য ট্রেনে বা বিমানে পৃথক আসন বুক করা যায় না। সুতরাং পোষ্যকে রাখার জন্য একটি আরামদায়ক ক্যারিয়ার কিনতে হবে আপনাকে৷ নিজের কোলে বসিয়ে নিয়ে যাবেন এমন ভাবনা না রাখাই ভালো৷ বিমানসংস্থাগুলির নিয়মই রয়েছে আপনি কীভাবে আপনার পোষ্যকে কেবিনে আপনার সঙ্গে নিয়ে যেতে পারেন।
advertisement
পোষ্যের সচিত্র পরিচয়পত্র তৈরি করুন
আপনার পোষ্যের কলারে সঠিক পরিচয়পত্র ঝুলিয়ে দিন। আইডিতে অবশ্যই সমস্ত প্রাসঙ্গিক তথ্য থাকতে হবে যা অজানা জায়গায় ঘুরে বেড়ানোর ক্ষেত্রে কাজে আসবে। পোষ্য ভয় পেলে বা হারিয়ে গেলে কিন্তু ভয়ঙ্কর সমস্যায় পড়বেন।
advertisement
পোষ্যের থাকার জায়গা আছে কী না নিশ্চিত করুন
কোথায় নিজে থাকবেন তা নির্বাচন করার সময় পোষ্যের বিশ্রামের (Travel Safe with Pets) জন্যও ওই হোটেলে আরামদায়ক জায়গা আছে কী না তা জেনে নিন৷ আগে থেকে নিশ্চিত করুন আপনি যেখানে থাকবেন সেখানে পোষ্য রাখার বন্দোবস্ত আছে কী না। পরে ঝামেলা এড়াতে চাইলে আগেই কথাবার্তা বলে নিন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel Safe with Pets: পোষ্যকে সঙ্গী করে ছুটি কাটাতে চান? রইল পোষ্য-বান্ধব সফরের টিপস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement