Celeb Winter Fashion: শীতের লুকে তাক লাগাতে চান পুরুষরা? ভিকি, রণবীর, সিদ্ধান্ত, রাজকুমারের থেকে নিন টিপস

Last Updated:

Winter Style: রাজকুমার রাও নিজের শীতের লুককে নিয়ে গিয়েছেন অন্য মাত্রায়, যাকে বলে ফানি এবং ক্লাসি!

#নয়াদিল্লি: ঋতু বদলায়, পাল্লা দিয়ে বদলায় আমাদের সাজগোজ। প্রতিটি ঋতুর সঙ্গে তাল মিলিয়েই নিজেকে সুন্দর করে সাজান মানুষ। তবে শীতকালীন ফ্যাশন সব ঋতুর সাজকে গুণে গুণে দশ গোল দিতে পারে। শীতের সাজে রোজ নিজেই নিজেকে টেক্কা দেওয়া যায়। আমাদের ফ্যাশনের সঙ্গে জুড়ে রয়েছেন তারকারা (Celeb Winter Fashion)। বলিউডের তারকাদের মতো লুকে নিজেদের সাজাতে ভালোবাসেন অনেকেই। তারকাদের (Celeb Winter Fashion) স্বতন্ত্র এবং অনন্য শীতের ফ্যাশন অনুপ্রাণিত করতে পারে আপনাকেও। এখানে রইল কিছু বলি-তারকার শীতের দুর্দান্ত লুক:
ভিকি কৌশল
advertisement
সম্প্রতি বিয়ের বাঁধনে নিজেকে বেঁধেছেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। ধূসর রঙের পুলওভারের সঙ্গে একরঙা স্ট্রাইপড ব্লেজার এবং জগার্স প্যান্টে সেজেছেন ভিকি। বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে বা ঘরোয়া কোনও অনুষ্ঠানে গেলেও এই স্টাইলটি (Celeb Winter Fashion) বেছে নিতে পারেন।
advertisement
রণবীর সিং
রণবীর সিং মানেই রঙিন আর ‘হটকে’। তাই এই শীতেও নিজের অনন্য লুকে মাত করেছেন অভিনেতা (Ranveer Singh)। শীতকালে একটি ক্রিম রঙের পঞ্চোর নীচে সাদা প্যান্ট এবং একটি সাদামাটা কালো সোয়েটশার্ট পরেছেন রণবীর। সঙ্গে বাদামী টুপি, বড় সানগ্লাস, লকেট এবং কানে হিরের স্টাড এই শীতের লুককে করেছে আরও ‘কুল’!
advertisement
সিদ্ধার্থ মালহোত্রা
সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) লাদাখে নিজের শীতকালীন স্টাইলিশ লুক দিয়ে ছবিও তুলেছেন। শেরশাহ অভিনেতা সিদ্ধার্থ কালো স্লিম-ফিট প্যান্টের সঙ্গে একটি কালো টার্টলনেক পরেছিলেন। তার সঙ্গে ছিল ক্রস ব্লেজার (Celeb Winter Fashion)। পায়ে ফর্মাল জুতো এই লুকটিকে সম্পূর্ণ করে। শীতকালের বিয়েবাড়ি বা কোনও অনুষ্ঠানে এই লুকে সাজান নিজেকে।
advertisement
বিজয় ভার্মা
বিজয় ভার্মার স্টাইল সবসময়ই একটু অন্য। ঋষিকেশে ঘুরতে গিয়ে নিজের বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা মেরেছেন তিনি। করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার পরে যোগব্যায়ামের জন্য বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন বিজয় (Vijay Verma), সেখানে নিজস্ব স্টাইলে দেখা গিয়েছে তাঁকে। বাদামী চেক ওভারকোট, হালকা বাদামী প্যান্ট এবং একটি কালো টি-শার্টে সেজেছেন বিজয়। পায়ে রয়েছে সাদা নাইকি স্নিকার্স।
advertisement
সিদ্ধান্ত চতুর্বেদী
গেহরাইয়ার জেইন সিদ্ধান্ত চতুর্বেদী এই শীতে সম্পূর্ণ আস্থা রেখেছেন ডেনিমে। প্রিন্টেড গ্রে টি-শার্টের উপরে একটি গ্রে হুডের হালকা নীল ডেনিম জ্যাকেট বেছে নিয়েছেন এই অভিনেতা (Siddhant Chaturvedi)। হালকা নীল রঙের গোড়ালি-দৈর্ঘ্যের জিন্স এবং কালো হাই-হিল বুটে স্টাইলে মাত করেছেন সিদ্ধান্ত৷ দিনের বেলায় এই ক্যাজুয়াল কিন্তু স্টাইলিশ লুকে সাজতে পারেন আপনিও।
advertisement
রাজকুমার রাও
রাজকুমার রাও নিজের শীতের লুককে নিয়ে গিয়েছেন অন্য মাত্রায়, যাকে বলে ফানি এবং ক্লাসি! রাজকুমার রাও (Rajkumar Rao) ক্রিসমাসকালীন শীতের লুক দিয়ে নিজেকে একেবারে অন্যরকমভাবে তুলে ধরেছেন। শার্ট, কালো প্যান্ট এবং সান্তা টুপির সঙ্গে পরেছেন একটি বড় বড় চেক স্যুট। যে কোনও শীতকালীন অনুষ্ঠানে এই লুকে নিজেকে সাজাতেই পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Celeb Winter Fashion: শীতের লুকে তাক লাগাতে চান পুরুষরা? ভিকি, রণবীর, সিদ্ধান্ত, রাজকুমারের থেকে নিন টিপস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement