Woolen Cloths: শীতের পোশাক আলমারিতে তোলার পালা, দেখে নিন কীভাবে যত্নে রাখবেন আপনার সাধের পশমের পোশাক

Last Updated:

Winer Cloths: শীতের পোশাক ঝুলিয়ে রাখলে সময়ের সঙ্গে সঙ্গে ঝুলে যেতে থাকে সেগুলি, তাই ভাঁজ করেই রাখুন।

#নয়াদিল্লি: শীতকাল বলছে যাব-যাব। আগের মতো হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ আর নেই। লেপ, কম্বল এবার আবার গুটিয়ে রাখার পালা। আর শীতের সব পোশাকও (Woolen Cloths) ধীরে ধীরে আলমারিমুখী হবে ক’দিনের মধ্যেই। শীতের সব জমকালো সোয়েটার, শাল, টুপি, মাফলার, গ্লাভস, মোজা সবই নভেম্বর ডিসেম্বর করে আলমারি থেকে গুটিগুটি বেরিয়ে এসেছিল। এবার বিদায় জানানোর দিন সমাগত। কিন্তু মনে রাখবেন, যাহোক করে গুটিয়ে দিলেই হল না, উলের পোশাক সবসময়ই যত্নে রাখতে হয়। শীতের জামাকাপড়গুলিতে (Woolen Cloths) পোকা লাগা বা ধুলো জমা এড়ানোর জন্য রইল কিছু টিপস।
ভালো করে ধুয়ে তবেই আলমারিতে তুলুন
শীতে মাত্র কয়েকবার পরেছেন মানে শীতের পোশাক (Woolen Cloths) না ধুলেও চলবে এমন ধারণা কিন্তু মস্ত ভুল। সোয়েটার, জ্যাকেট বা থার্মালস না ধুয়ে উঠিয়ে রাখবেন না। ব্যাকটেরিয়া, ধুলো, বা গন্ধ মাসের পর মাস তাহলে উলেই আটকে রয়ে যাবে। সুতরাং, ড্রাইক্লিনিং করান বা ঘরেই ভালো করে ধুয়ে ফেলুন। ভাঁজ করার আগে ভালো করে শুকিয়েছে কী না দেখে নেবেন।
advertisement
advertisement
কোথায় রাখবেন ভাঁজ করে?
গ্রীষ্মকালে পশমের পোশাক (Woolen Cloths) কোথায় রাখছেন তার উপরেই কিন্তু নির্ভর করে আগামী শীতে সেগুলি পরার মতো অবস্থায় রইবে কী না। বাথরুমের লাগোয়া জায়গায় উলের পোশাক রাখবেন না। আর্দ্রতায় জামা কাপড়ে বাজে গন্ধ হতে পারে এমনকী ছত্রাকও জন্মাতে পারে। শুকনো জায়গায় জামাকাপড় রাখুন।
advertisement
ভ্যাকুয়াম প্যাকিং
পশমের পোশাক বায়ুশূন্য ব্যাগে প্যাক করুন। এতে শুধু শীতের পোশাক রাখতে জায়গা কম লাগবে তাই নয়, অতিরিক্ত আর্দ্রতা এবং ধুলোও ঢুকবে না। আর্দ্রতা শোষক হিসাবে কিছু সিলিকা বল রাখতে পারেন। ভ্যাকুয়াম ব্যাগে প্যাকিংয়ের ঝামেলা না চাইলে বাক্সের মধ্যেও রাখতে পারেন।
শীতের পোশাক ঝুলিয়ে রাখলে সময়ের সঙ্গে সঙ্গে ঝুলে যেতে থাকে সেগুলি, তাই ভাঁজ করেই রাখুন।
advertisement
সিডার ব্লক
সিডার চিপস বা ব্লক শীতের পোশাকের মাঝে দিয়ে রাখতে পারেন। এর দুর্দান্ত গন্ধ পোশাকের আর্দ্রতাও দূরে রাখে।
তবে যেভাবেই রাখুন না কেন মাঝে মাঝেই আলমারি থেকে বের করে দেখে নেবেন ঠিক রয়েছে কী না আপনার সাধের শীতের পোশাকগুলি।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Woolen Cloths: শীতের পোশাক আলমারিতে তোলার পালা, দেখে নিন কীভাবে যত্নে রাখবেন আপনার সাধের পশমের পোশাক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement