Wedding Bed Decoration: জানেন, কেন বিয়ের রাতে সাদা বিছানায় ছড়িয়ে রাখা হয় গোলাপের পাপড়ি?

Last Updated:

Rose Petals Fragrance: শুধুমাত্র মহিলাদের নয় পুরুষদেরও যৌন আকাঙ্খা জাগিয়ে তুলতে পারে গোলাপ। এটিই বিছানা সাজানোতে গোলাপ ব্যবহারের প্রাথমিক কারণ।

আর মনের মতো সঙ্গী পেলে মানসিক চাপ কম হবে। জীবন আরো ছন্দময় হবে। নিশ্চিত ও সুখময় জীবন হলে সেক্ষেত্রে বিয়ে বেশি দিন টিকবে। আর সংসার সুখের হলে আয়ুও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই পুরুষদের ক্ষেত্রে উপরোক্ত বয়সেই বিয়ের পরামর্শ দিচ্ছে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য। প্রতীকী ছবি। 
আর মনের মতো সঙ্গী পেলে মানসিক চাপ কম হবে। জীবন আরো ছন্দময় হবে। নিশ্চিত ও সুখময় জীবন হলে সেক্ষেত্রে বিয়ে বেশি দিন টিকবে। আর সংসার সুখের হলে আয়ুও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই পুরুষদের ক্ষেত্রে উপরোক্ত বয়সেই বিয়ের পরামর্শ দিচ্ছে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য। প্রতীকী ছবি। 
#নয়াদিল্লি: বিয়ের রাত ঘিরে নানান উত্তেজনা আর ইয়ার্কির সঙ্গে সকলেই তো পরিচিত। সেই বিশেষ রাত মানে যাকে ফুলশয্যা (Wedding Bed Decoration) নামে ডাকা হয়, ভারতের সামাজিক নিয়মে এবং বলিউডের কল্যাণে সেখানে কিছু দৃশ্য এখন একদম চেনা! ফুলশয্যার রাত মানেই বিছানায় (Wedding Bed Decoration) গোলাপের পাপড়ি ছড়িয়ে রয়েছে এবং কনে দুধের গ্লাস নিয়ে অপেক্ষমান। তবে বলিউড নয়, এই ধরনের সাজসজ্জার ধারণার পিছনে কিছু ঐতিহ্যগত কারণও রয়েছে। কখনও ভেবে দেখেছেন কেন গোলাপের পাপড়ি দিয়ে বিয়ের বিছানা সাজানো এতখানি জনপ্রিয়?
শব্দের মতোই ফুলেরও নিজস্ব ভাষা রয়েছে এবং ফুলের ভাষা সত্যিই নানান শব্দে অনুবাদ করা যেতে পারে। নিঃসন্দেহে গোলাপ মানেই প্রেম, ভালোবাসা এবং আকর্ষণ। প্রেম এবং সৌন্দর্যের প্রতীক গোলাপের আকর্ষণীয় গন্ধও নতুন বিয়ের আবহে এক অন্য মাত্রা যোগ করে। শুধুমাত্র মহিলাদের নয় পুরুষদেরও যৌন আকাঙ্খা জাগিয়ে তুলতে পারে গোলাপ। এটিই বিছানা সাজানোতে (Wedding Bed Decoration) গোলাপ ব্যবহারের প্রাথমিক কারণ।
advertisement
advertisement
কামোদ্দীপক
আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে, একজন ব্যক্তিকে যৌনভাবে সক্রিয় করে তোলাতে বিশেষভাবে কার্যকরী গোলাপের পাপড়ি। গোলাপ বা গোলাপের নির্যাস মানবদেহের মৌলিক দোষ বাত, পিত্ত এবং কফের দু’টি উপদোষ - সাধক পিত্ত এবং প্রাণ বাতকে পরিবর্তন করে। গোলাপের পাপড়ি দুধের বা ক্ষীরের উপরেও ব্যবহার করা যায়।
advertisement
নিজেকে সন্তুষ্ট করায় গোলাপ
গোলাপ উদ্বেগ এবং উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। মনে আনন্দের জোয়ার আনতে পারে। একটি সমীক্ষা অনুসারে, গোলাপের গন্ধযুক্ত পরিবেশে বিছানায় শুলে দম্পতিদের মন মেজাজ ভালো হয়ে যায় এবং সেই আনন্দ সম্পর্ককেও সুস্থ রাখে।
গোলাপ উত্তেজনা জাগায়
বিয়ের পর ফুলশয্যার রাতে একটু একটু টেনশন সকলেরই হয়, বিশেষ করে যারা প্রথমবার শারীরিক নৈকট্যে আসতে চলেছেন। গোলাপের গন্ধ নিমেষে সবটা শান্ত করে দিতে পারে এবং মেজাজ পরিবর্তন করতে পারে। অ্যারোমাথেরাপি বিশেষজ্ঞদের মতে, গোলাপ আপনাকে আরও স্বচ্ছন্দ বোধ করাতে পারে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Wedding Bed Decoration: জানেন, কেন বিয়ের রাতে সাদা বিছানায় ছড়িয়ে রাখা হয় গোলাপের পাপড়ি?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement