Bappi Lahiri Gold Lover: সোনার গয়নায় মুড়ে থাকতেন বাপ্পি লাহিড়ি, সোনার প্রতি কেন এত টান ছিল জানেন?

Last Updated:

বাপ্পি লাহিড়ি নিজের সঙ্গে এই সোনায় মোড়া শরীরকেও একেবারে সমার্থক করে নিয়েছিলেন (Bappi Lahiri Gold Lover)৷

বাপ্পি লাহিড়ির ভারতে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মুম্বাইয়ের বাড়িটি। ২০০১ সালে সাড়ে ৩ কোটি টাকা দিয়ে তিনি এই বাড়িটি কিনেছিলেন। অন্যান্য বাড়ি সম্পর্কে তেমন কোনো তথ্য নেই।
বাপ্পি লাহিড়ির ভারতে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মুম্বাইয়ের বাড়িটি। ২০০১ সালে সাড়ে ৩ কোটি টাকা দিয়ে তিনি এই বাড়িটি কিনেছিলেন। অন্যান্য বাড়ি সম্পর্কে তেমন কোনো তথ্য নেই।
#কলকাতা: বাপ্পি লাহিড়ি আর নেই। টলিউড-বলিউড এমনকী হলিউড পর্যন্ত নিজের দাপট পৌঁছে দেওয়া সুর সম্রাট ৬৯ বছর বয়সে মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন। তাঁর হঠাৎ প্রয়াণের খবরে শোকস্তব্ধ সঙ্গীত দুনিয়া ও সঙ্গীতপ্রেমীরা৷ রেখে গেলেন তাঁর হাজার কম্পোজিশন যা যুগ যুগ ধরে মানুষের মনে থেকে যাবে৷ নিজের সঙ্গীত ছাড়া আরও একটা জিনিসের জন্য বাপ্পি লাহিড়ির স্মৃতি সকলের মনে অমলিন থাকবে। আর সেটি হল বাপ্পি লাহিড়ির সোনার সংগ্রহ (Bappi Lahiri Gold Lover)৷ সোনা ও বাপ্পি লাহিড়ি সমার্থক (Bappi Lahiri Gold Lover)৷
বাপ্পি লাহিড়ি নিজের সঙ্গে এই সোনায় মোড়া শরীরকেও একেবারে সমার্থক করে নিয়েছিলেন (Bappi Lahiri Gold Lover)৷ গলায়, হাতে অসংখ্য সোনার গয়নায় সারাক্ষণ মুড়ে থাকতেন তিনি। কিন্তু, কেন এত সোনা পরতেন সব্বার প্রিয় বাপ্পিদা? আর কবে থেকেই বা পরতে শুরু করলেন? এর উত্তর গায়ক নিজেই একবার দিয়েছিলেন।  বাপ্পি লাহিড়ি জানিয়েছিলেন, এক হলিউড শিল্পীর কারণে তিনি সোনা পরা শুরু করেছিলেন। বলেছিলেন, 'হলিউড গায়ক এলভিস প্রিসলিকে আমি পছন্দ করতাম। আমি দেখতাম তিনি সবসময় গলায় সোনার চেন পরতেন। সেটা আমার খুবই পছন্দ হত।'
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: লতা মঙ্গেশকরকে ভালোবেসে 'মা' ডাকতেন বাপি লাহিড়ি, আজ দু'জনের ফের দেখা!
বাপ্পি লাহিড়ী আরও জানিয়েছিলেন, এলভিস প্রিসলির মতো তিনিও সফল হতে পারবেন বলে মনে করতেন। তাঁর বিশ্বাস ছিল, তিনি যত বেশি সোনা পরবেন, ততই কর্মজীবনে সাফল্য পাবেন। একদম প্রথম দিকে সোনার গয়না পরতেই দেখা যেত সকলের প্রিয় বাপ্পিদাকে। তবে পরবর্তীতে নিজের গয়নার জন্য ‘Luminex Uno’ নামের একটি ধাতু ব্যবহার করতেন। যা খুব মূল্যবান বিকল্প হিসেবে ধরা হত সোনার গয়না প্রস্তুতকারী ও বিনিয়োগকারীদের জন্য। বাপ্পি নিজেই জানিয়েছেন, ‘Luminex Uno ধাতু তৈরি করা হত সোনা, প্ল্যাটিনাম আর রুপো দিয়ে। আমি নিশ্চিন্তে এই ধাতুর প্রচার করতে চাই।’
advertisement
আরও পড়ুন: জলপাইগুড়ি থেকে হলিউড, বাঙালি ছেলে 'বাপ্পিদা'র অসাধারণ কীর্তি নাচ শিখিয়েছে বিশ্ববাসীকে!
সোনার প্রতি বাপ্পি লাহিড়ীর ভালোবাসা এতটাই ছিল যে ২০২১ সালে ধনতেরাসে স্ত্রীর কাছ থেকে তিনি একটি সোনার চা সেট উপহার পেয়েছিলেন। বাপ্পি লাহিড়ি এই বিষয়ে বলেছিলেন, 'আমি আমার স্ত্রীকে ধনতেরাসে আমার জন্য একটি সোনার চা সেট আনতে বলেছিলাম। কোথাও একটা সুন্দর চা সেট দেখেছিলাম। পছন্দও হয়েছিল। সেই কারণেই স্ত্রী আমাকে সোনার চায়ের সেট দিয়েছেন।'
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri Gold Lover: সোনার গয়নায় মুড়ে থাকতেন বাপ্পি লাহিড়ি, সোনার প্রতি কেন এত টান ছিল জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement