Bappi Lahiri Hollywood: জলপাইগুড়ি থেকে হলিউড, বাঙালি ছেলে 'বাপ্পিদা'র অসাধারণ কীর্তি নাচ শিখিয়েছে বিশ্ববাসীকে!

Last Updated:

তাঁদের একমাত্র ছেলে অলোকেশ সেই জলপাইগুড়ি থেকে হলিউড পর্যন্ত পৌঁছেছিলেন নিজের কাজের গুণে (Bappi Lahiri Hollywood)।

Bappi Lahiri Hollywood
Bappi Lahiri Hollywood
#কলকাতা: ফের সঙ্গীতের জগতে নক্ষত্রপতন। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাপি লাহিড়ির (Bappi Lahiri Death)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বাবা-মায়ের নাম রাখা অলোকেশ লাহিড়ি হয়ে উঠেছিলেন সকলের প্রিয় বাপ্পিদা। ১৯৫২ সালে বাংলাদেশের সিরাজগঞ্জে জন্মেছিলেন বাপি লাহিড়ি। এই সিরাজগঞ্জ পরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির জেলার মধ্যে পড়ে। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরি লাহিড়ি দু'জনেই সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। গান গাইতেন, যন্ত্রসঙ্গীতেও পারদর্শী ছিলেন। তাঁদের একমাত্র ছেলে অলোকেশ সেই জলপাইগুড়ি থেকে হলিউড পর্যন্ত পৌঁছেছিলেন নিজের কাজের গুণে (Bappi Lahiri Hollywood)।
বলিউডে ডিস্কোর প্রবর্তন তাঁর হাত ধরেই। ১৯৮২ সালে মিঠুন চক্রবর্তীর ব্লকবাস্টার হিট ছবি ডিস্কো ডান্সার-এর 'জিমি জিমি আজা আজা' গানটি আজও সমান ভাবে জনপ্রিয় (Bappi Lahiri Hollywood)। এমন অসংখ্য ডিস্কো গান তৈরি করে সারা ভারতকে নাচতে শিখিয়েছিলেন বাপি লাহিড়ি। ডিস্কো ডান্সারের সেই গানটি ২০০৮ সালে ফের মুক্তি পায় আরেকটি ছবিতে। তবে সেটি হলিউডের ছবি You Don't Mess with the Zohan-এ। এই কমেডির শেষের দিকে জিমি জিমির সাউন্ডট্র্যাক ছিল। সম্পূর্ণ রিঅ্যারেঞ্জিংয়ের দায়িত্বে ছিলেন জুলিয়াস দোবোস (Bappi Lahiri Hollywood)।
advertisement
আরও পড়ুন: চিরদিনই... মাত্র ১১ বছরে প্রথম গানে সুর, গিনেস রেকর্ডে নাম! বাঙালির গর্ব বাপ্পি লাহিড়ি!
শুধু তাই না, ২০১১ সালে একটি অ্যালবামও রিলিজ হয় বাপ্পিদার। ওয়াকিং অন লভ স্ট্রিট, সেখানে দেখা গিয়েছিল আমেরিকান আইডলের প্রতিযোগী শন ব্যারোকে। হলিউডের অ্যানিমেটেড ছবি মোয়ানা-র হিন্দি ভার্সানে ডাবিং করেছিলেন বাপি লাহিড়ি। এছাড়াও হলিউড ছবি কিংসম্যান ২: দ্য গোল্ডেন সার্কেলের হিন্দি ভার্সানের জন্য এল্টন জনের চরিত্রের জন্য নিজে গলা দিয়েছিলেন বাপি লাহিড়ি।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রয়াত বাপ্পি লাহিড়ি, বয়স হয়েছিল ৬৯! সুরের জগতে ফের ইন্দ্রপতন
বছরে সর্বাধিক গানের রেকর্ডের জন্যও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল তাঁর। ১৯৮৬ সালে তিনি ৩৩টি ছবির জন্য ১৮৬টি গান রেকর্ড করেন। দিনে সর্বাধিক গানের রেকর্ডিং আছে তাঁর। তিনিই প্রথম ভারতীয় কম্পোজার যিনি জিমি জিমি গানটির জন্য চায়না গোল্ড পুরস্কার পেয়েছিলেন। বাংলা থেকে বলিউড হয়ে হলিউডকেও তাঁর গানে নাচ করিয়ে ছেড়েছিলেন বাপি লাহিড়ি। বাঙালির চিরকালের গর্ব ছিলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri Hollywood: জলপাইগুড়ি থেকে হলিউড, বাঙালি ছেলে 'বাপ্পিদা'র অসাধারণ কীর্তি নাচ শিখিয়েছে বিশ্ববাসীকে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement