Bappi Lahiri Passes Away: প্রয়াত বাপ্পি লাহিড়ি, বয়স হয়েছিল ৬৯! সুরের জগতে ফের ইন্দ্রপতন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভারতীয় সঙ্গীত জগতে ফের শোকের ছায়া৷ মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Passes Away)৷
#মুম্বই: প্রয়াত সুরকার এবং গায়ক বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)৷ মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৬৯ বছর (Bappi Lahiri Passes Away)৷
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের জুহুর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মত্যু হয় তাঁর৷ তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী, এখনও পর্যন্ত হাসপাতালের তরফে সে বিষেয় জানা যায়নি৷ পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার রাত এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি৷ যদিও বাপ্পি লাহিড়ির এই মৃত্যুসংবাদ কিছুটা অপ্রত্যাশিতই সঙ্গীতপ্রেমীদের কাছে৷
হাসপাতালের এক চিকিৎসক জানান, 'বাপ্পি লাহিড়ির পরিবার যখন তাঁকে নিয়ে হাসপাতালে পৌঁছয় তখন তাঁর রক্তচাপ খুবই কম ছিল৷ আমরা তাঁর হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হই৷ '
advertisement
advertisement
১৯৭০-'৮০-এর দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন বাপ্পি লাহিড়ি৷ 'ডিস্কো ড্যান্সার', 'শরাবি', 'চলতে চলতে'- তালিকাটা দীর্ঘ৷ আবার বাংলাতেও অমর সঙ্গী সহ একাধিক জনপ্রিয় ছবির হিট গানের সঙ্গে জড়িয়ে রয়েছে বাপ্পি লাহিড়ির নাম৷ হিন্দির মতো বাংলা সিনেমার সঙ্গীতকেও একই ভাবে সমৃদ্ধ করেছেন তিনি৷ ২০২০ সালে হিন্দি ছবি 'বাগি থ্রি'-তে শেষবার বলিউডের কোনও ছবিতে সুর দিয়েছিলেন তিনি৷
advertisement
প্রথমে লতা মঙ্গেশকর, তার পর সন্ধ্যা মুখোপাধ্যায় এবং এবার বাপ্পি লাহিড়ি৷ গত কয়েক দিনে বাংলা সহ গোটা দেশের সঙ্গীতপ্রেমীদের কাছে একের পর এক দুঃসংবাদ এসেই চলেছে৷
জলপাইগুড়ির ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা অলোকেশ লাহিড়ি গোট বলিউডের কাছে হয়ে উঠেছিলেন বাপ্পিদা৷ সদাহাস্য বাপ্পি লাহিড়ি, তাঁর অভিনব সাজ পোশাকের মতোই চিরসবুজ গানগুলিও সঙ্গীত প্রেমীদের মধ্যে অমর হয়ে থাকবে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2022 8:02 AM IST