Home /News /life-style /
Healthy Living : উপভোগ দীর্ঘস্থায়ী করতে সঙ্গমের আগে ভুলেও এগুলি খাবেন না

Healthy Living : উপভোগ দীর্ঘস্থায়ী করতে সঙ্গমের আগে ভুলেও এগুলি খাবেন না

Healthy Living

Healthy Living

Healthy Living :শারীরিক মিলনের আগে কিছু খাবার বর্জন করা বাঞ্ছনীয়

 • Share this:

  দাম্পত্যে বা লিভ ইনে শরীরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ৷ কিন্তু শারীরিক সম্পর্কের কিন্তু শর্ত আছে৷ সেগুলি পালন করলে সম্পর্ক মধুর হয় সব দিক থেকেই৷ শারীরিক সম্পর্কের মুহূর্ত মসৃণ করে তুলতে সে সব শর্ত পালন করা প্রয়োজনীয়৷ শারীরিক মিলনের আগে কিছু খাবার বর্জন করা বাঞ্ছনীয়৷(Foods to be avoided before having sex)

  # শারীরিক সম্পর্কের আগে ফুলকপি খাবেন না৷ এই সব্জিতে কমপ্লেক্স শুগার প্রচুর থাকার ফলে গ্যাস ও পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে৷ এই কমপ্লেক্স শুগার পরিপাক করাতে গিয়ে শরীরে প্রচুর মিথেন গ্যাস উৎপন্ন হয়৷

  আরও পড়ুন : নামমাত্র ব্যয়ে ঘরোয়া উপকরণেই পান বিউটি পার্লারের জেল্লা

  # বিনস পরিপাকের অঙ্গ হিসেবেও গ্যাস ও পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে৷ তাই ডিনারে এই সব্জি না থাকাই শ্রেয়৷

  # পপকর্নে প্রচুর ক্ষতিকর রাসায়নিক আছে৷ এর প্রভাবে পুরুষদের দেহে টেস্টোটেরন হরমোনের মাত্রা কমে যায়৷ ফলে কমে যেতে পারে স্পার্ম কাউন্টও৷

  আরও পড়ুন : কাজুবাদাম কি শুধুই খাওয়ার জন্য? নাকি শরীরের অন্য কাজেও লাগে?

  # কার্বনেটেড ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কসও এড়িয়ে চলা উচিত যৌন সম্পর্কের আগে৷ চড়া মাত্রায় ক্যাফেইন থাকার কারণে খাওয়া চলবে না এনার্জি ড্রিঙ্কও৷

  # ওটমিলে সেক্স ড্রাইভ কমিয়ে দেয়৷ পাশাপাশি, গ্যাস ও পেট ফেঁপে ওঠার সমস্যাও দেখা দেয়৷

  আরও পড়ুন :  বাসন থেকে আঁশটে গন্ধ যেতেই চায় না? রইল সহজ কিছু ঘরোয়া টোটকা

  # এড়িয়ে চলুন ফ্রে়ঞ্চ ফ্রাই-ও৷ এর ট্রান্স ফ্যাট টেস্টোটেরনের সঙ্গে বিক্রিয়া করে ব্লাড সার্কুলেশন ব্যাহত করে৷ লো ব্লাড প্রেশারের ক্ষেত্রেও এই খাবার এড়িয়ে চলাই ভাল৷

  # চিজ আমরা অনেকেই ভালবাসি৷ পিজ্জা ও পাস্তায় চিজের প্রলেপ লোভনীয়৷ কিন্তু পেট ফাঁপা, গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে চিজের প্রভাবে৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Healthy Lifestyle, Healthy Living

  পরবর্তী খবর