হোম /খবর /লাইফস্টাইল /
কাজুবাদাম কি শুধুই খাওয়ার জন্য? নাকি শরীরের অন্য কাজেও লাগে?

Cashew Nuts: কাজুবাদাম কি শুধুই খাওয়ার জন্য? নাকি শরীরের অন্য কাজেও লাগে?

Cashew Nuts: অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর কাজুবাদাম ত্বকের নতুন কোষ তৈরিতে সাহায্য করে

  • Last Updated :
  • Share this:

প্রোটিন ও ফাইবারে ভরপুর ড্রাই ফ্রুটসের মধ্যে কাজুবাদাম অন্যতম ৷ কাজুবাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাতে সন্দেহ নেই ৷ কিন্তু জানেন কি কাজুবাদাম আপনার ত্বকেও ঔজ্বল্য ফিরিয়ে আনে?

কাজুবাদামের ফেসপ্যাক আপনাকে দিতে পারে উজ্বল ও তারুণ্যে ভরপুর ত্বক ৷ দূষণ, ধুলোবালি, ময়লা ও অন্যান্য ক্ষতিকারক জিনিস ত্বকের উজ্বলতা হরণ করে ৷ কিন্তু ঘরে তৈরি কাজুর ফেসপ্যাক আপনাকে ফিরিয়ে দেবে হৃত ঔজ্বল্য ৷

আরও পড়ুন : বাসন থেকে আঁশটে গন্ধ যেতেই চায় না? রইল সহজ কিছু ঘরোয়া টোটকা

অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর কাজুবাদাম ত্বকের নতুন কোষ তৈরিতে সাহায্য করে ৷ ঠিক ভাবে ব্যবহার করলে কাজুবাদাম ত্বকে সূক্ষ্ম দাগ পড়াকে রোধ করে ৷ ফেসপ্যাকে কাজু মেশালে ত্বক থেকে ট্যানিং, বলিরেখা ও বয়সের ছাপ দূর হয় ৷ প্রাকৃতিক এই ফেসপ্যাকে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনও আশঙ্কা থাকে না ৷

আরও পড়ুন : একে গরম, তার উপর অসহ্য চুলকানি! আরাম কিন্তু আপনার হাতের কাছেই

কীভাবে তৈরি করবেন-

কয়েকটি কাজুবাদাম ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন দুধে ৷ তার পর ওই দুধের সঙ্গে বেসন মিক্সিতে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন ৷ এর পর একটি পাত্রে নিয়ে মিশ্রণে মেশান ময়দা ৷ আপনার কাজু ফেস প্যাক রেডি ৷

আরও পড়ুন : রাতে কোন দিকে মাথা রেখে ঘুম শরীরের জন্য শ্রেষ্ঠ? কোন দিকে দুঃস্বপ্ন ও অসুস্থতা?

ব্যবহারবিধি-

প্রথমে মুখ ভাল করে ধুয়ে নিন ৷ তার পর মুখ মুছে মিল্ক ক্রিম মাখুন ৷ এর পর সারা মুখে, ঘাড়ে ও গলায় কাজু ফেসপ্যাক লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন ৷ ঠান্ডা জল দিয়ে মুখ ভাল করে ধুয়ে নিন ৷ সপ্তাহে তিন বার এই ফেসপ্যাক ব্যবহার করুন ৷ ত্বকের ঔজ্বল্যে পরিবর্তন নিজেই বুঝতে পারবেন ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Cashew Nuts