Odorous Utensils : বাসন থেকে আঁশটে গন্ধ যেতেই চায় না? রইল সহজ কিছু ঘরোয়া টোটকা

Last Updated:

Odorous Utensils : মুখ লাগিয়ে জলপান করার সময় আঁশটে গন্ধে (Eggy Smell) গা যেন গুলিয়ে ওঠে ৷ শুধু বাসন মাজার সাবানে সমস্যা মিটবে না ৷

শুধু বাসন মাজার সাবানে সমস্যা মিটবে না
শুধু বাসন মাজার সাবানে সমস্যা মিটবে না
ডিম রান্নার পর অনেক সময়েই এর তীব্র কটু গন্ধ যেতে চায় না বাসনপত্র (Odorous Utensils) থেকে ৷ বিশেষ করে স্টিলের গ্লাস ভাল করে পরিষ্কার করা না হলে গন্ধ রয়েই যায় ৷ মুখ লাগিয়ে জলপান করার সময় আঁশটে গন্ধে (Eggy Smell) গা যেন গুলিয়ে ওঠে ৷ শুধু বাসন মাজার সাবানে সমস্যা মিটবে না ৷ রইল কিছু ঘরোয়া টোটকা-
# গ্লাস বা স্টিলের অন্য বাসন থেকে কটু গন্ধ দূর করতে ভরসা রাখুন বেসনে ৷ সেই বাসন কিছুটা জলে ভিজিয়ে বেশ কিছুটা বেসন মাখিয়ে রাখুন ৷ মিনিট পাঁচেক সেভাবেই রাখুন বাসন ৷ এ বার ভাল করে ধুয়ে নিন ৷ রান্নার সব গন্ধ টেনে নিয়ে বাসনে রয়ে যাবে বেসনের মেটে গন্ধ ৷
advertisement
আরও পড়ুন : একে গরম, তার উপর অসহ্য চুলকানি! আরাম কিন্তু আপনার হাতের কাছেই
# সব রান্নাঘরেই থাকে বেকিং সোডা  (Baking Soda) ৷ একটা বড় পাত্রে কিছুটা বেকিং সোডা জলে মিশিয়ে নিন ৷ তার পর সেই জলে চুবিয়ে রাখুন এঁটো বাসনপত্র ৷ এর পর বাসন মাজার সাবান দিয়ে যেমন মাজেন, সেরকম মেজে নিন ৷
advertisement
advertisement
আরও পড়ুন : সম্পর্কে বাধা বন্ধ্যাত্ব? নারী পুরুষ নির্বিশেষে ডায়েটে থাকুক এই খাবারগুলি
# ভিনিগারে লেবু মিশিয়ে তৈরি করুন মিশ্রণ ৷ তার পর তাতে বাসন মিশিয়ে রাখুন কিছু ক্ষণের জন্য ৷ তার পর সাবান দিয়ে বাসন ধুয়ে নিন ৷ কটু গন্ধের বদলে বাসনে পাবেন মিষ্টি সুবাস ৷
আরও পড়ুন : দু’ পক্ষের সম্মতিতেও সঙ্গম নিয়ে অপরাধ বা পাপবোধে ভোগেন?
# জলে ভেজানো কফি পাউডার ছড়িয়ে দিন বাসনের উপর ৷ তার পর ভাল করে ঘষে নিন ৷ তার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ৷
advertisement
# সমস্যামুক্তির বিভিন্ন উপায় হাজির থাকে রান্নাঘরেই ৷ কিন্তু এ সব টোটকা অনুসরণ করতে গিয়ে দেখবেন যেন অ্যাসিডজাতীয় জিনিস বেশি বাসনে দেওয়া না হয়ে যায় ৷ তা হলে কিন্তু বাসনের স্বাভাবিক পালিশ নষ্ট হয়ে যাবে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Odorous Utensils : বাসন থেকে আঁশটে গন্ধ যেতেই চায় না? রইল সহজ কিছু ঘরোয়া টোটকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement