Skin Radiance : নামমাত্র ব্যয়ে ঘরোয়া উপকরণেই পান বিউটি পার্লারের জেল্লা

Last Updated:

Skin Radiance : রাতে ঘুমোতে যাওয়ার আগে এই রূপটান অনুসরণ করুন৷ সকালে আপনার ত্বক হাসিমুখে থাকবে৷

ত্বক ভাল রাখতে আমরা অনেক বারই বিউটি পার্লার, সালোঁতে হাজিরা দিই৷ কিন্তু জানেন কি বাড়িতে ঘরোয়া উপকরণ (natural ingredients) দিয়েও পার্লারের মতো জেল্লা পাওয়া যায়? এতে আপনার ত্বক দূরে থাকবে রাসায়নিক উপকরণ থেকে (salon like radiance)৷ আবার বাঁচবে আপনার খরচও৷ তাই, রাতে ঘুমোতে যাওয়ার আগে এই রূপটান অনুসরণ করুন৷ সকালে আপনার ত্বক হাসিমুখে থাকবে৷
গ্রিন টি-তে এমন উপাদান আছে, যার প্রভাবে সার্বিক স্বাস্থ্যের মতো ত্বকও উপকৃত হয়৷ ত্বকের বাড়তি তেল বার করে দিয়ে ত্বক প্রশমিত রাখে গ্রিন টি৷ একটা গ্রিন টি-র ব্যাগ নিয়ে ফুটন্ত জলে ফেলুন৷ ঠান্ডা হওয়ার পর এর সঙ্গে মেশান আলুর রস৷ তার পর কটন প্যাড বা কটন বল দিয়ে এই মিশ্রণ ভাল করে মেখে নিন মুখে৷ রাতে আপনার মুখে এই পরশ থাকুক৷ পরের দিন সকালে ভাল করে মুখ ধুয়ে ফেলুন৷
advertisement
আরও পড়ুন : কাজুবাদাম কি শুধুই খাওয়ার জন্য? নাকি শরীরের অন্য কাজেও লাগে?
কাঁচা দুধ অতুলনীয় অ্যান্টি ট্যানার৷ হলুদের অ্যান্টি সেপ্টিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ত্বক উজ্জ্বল রাখে৷ একটি মিক্সিং পাত্রে দুধ ও হলুদ মেশান৷ এ বার আঙুলের ডগায় মিশ্রণটি মাখুন মুখে, ঘাড়ে ও গলায়৷ সারা রাত রাখার পর সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন৷ সপ্তাহে অনন্ত ৩ থেকে ৪ দিন এই নিয়ম মানুন৷
advertisement
advertisement
আরও পড়ুন : বাসন থেকে আঁশটে গন্ধ যেতেই চায় না? রইল সহজ কিছু ঘরোয়া টোটকা
এক চা চামচ ডেয়ারি ক্রিম নিন৷ তাতে মেশান চা চামচের এক চতুর্থাংশ ভর্তি লেবুর রস৷ এই মিশ্রণ রাতভর রাখুন মুখের ত্বকে৷ সকালে ঠান্ডা জলে ধুয়ে নিন৷ ক্রিমের ফ্যাটি অ্যাসিড আপনার ত্বককে হাইড্রেট করে ৷ লেবুর ব্লিচিং গুণ ত্বক থেকে সবরকম দাগ মুছে দেয়৷
advertisement
আরও পড়ুন : একে গরম, তার উপর অসহ্য চুলকানি! আরাম কিন্তু আপনার হাতের কাছেই
উজ্জ্বল ও টোনড ত্বকের জন্য টোম্যাটো খুবই কার্যকর৷ একটা মাঝাারি মাপের টোম্যাটোর সঙ্গে মেশান কিছুটা কাঁচা দুধ৷ দুধ ও টোম্যাটো মিশিয়ে একটা পেস্টও তৈরি করতে পারেন৷ সারা রাত এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখার পর সকালে ধুয়ে ফেলুন ঠান্ডা জলে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Radiance : নামমাত্র ব্যয়ে ঘরোয়া উপকরণেই পান বিউটি পার্লারের জেল্লা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement