সরকারি চাকরিতে নিয়োগের আগে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ৩০ দিনের মধ্যে সেরে ফেলার নির্দেশ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এই সময়সীমার মধ্যে যাচাই প্রক্রিয়া শেষ না করলে প্রথমে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সতর্ক করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারপরও একই রকম দেরি হলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এই নির্দেশিকা জারি করল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: সরকারি চাকরিতে নিয়োগের আগে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাই প্রক্রিয়া (পুলিশ ভেরিফিকেশন) ৩০ দিনের মধ্যে সেরে ফেলতে হবে। এই সময়সীমার মধ্যে যাচাই প্রক্রিয়া শেষ না করলে প্রথমে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সতর্ক করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারপরও একই রকম দেরি হলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এই নির্দেশিকা জারি করল।
যে নিয়োগ হচ্ছে সেখানেও প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট পেতে অসম্ভব দেরি হচ্ছে। ফলে চাকরিপ্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে দেরি হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিত চাকরি প্রার্থীর ভেরিফিকেশন রিপোর্ট দেওয়ারকথা সরকারি নির্দেশিকায় বলা রয়েছে। কিন্তু কার্যত গুরুত্ব পাচ্ছিল না। ফলে চাকরির পরীক্ষায় মনোনীত হওয়ার পরও ভেরিফিকেশন রিপোর্ট নিয়ে হয়রানির শিকার হচ্ছিল প্রার্থীরা। তাই এবার মুখ্যসচিব নির্দেশিকা দিয়ে সমস্ত দফতরকে সতর্ক করলেন। রাজ্যের সমস্ত দফতরকে মুখ্যসচিবের দফতর থেকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।
advertisement
advertisement
মুখ্যসচিবের নির্দেশিকায় পরিষ্কার করে দফতরগুলিকে বলা হয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন’ অর্থাৎ পিএসসি বা সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষ থেকে সুপারিশপত্র আসার পরে সঙ্গে সঙ্গে তা চাকরিপ্রার্থীদের জানাতে হবে। ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এবং ই-মেল মারফত চাকরিপ্রার্থীদের বিষয়টি জানিয়ে দিতে হবে। পুলিশি যাচাই প্রক্রিয়া, মেডিক্যাল রিপোর্ট-সহ পরবর্তী কী কী পদক্ষেপ রয়েছে, তা-ও জানাতে হবে চাকরিপ্রার্থীদের। বিজ্ঞপ্তি দেওয়ার পরে ৩০ দিনের মধ্যে মেডিক্যাল রিপোর্ট ও পুলিশ ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া শেষ করতে হবে। এর জন্য প্রার্থীকে যদি সশরীরে উপস্থিত থাকতে হয় তাহলেও ৩০ দিনের মধ্যেই সেটা করতে হবে। এগুলি হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট ‘ট্রেনিং অ্যাকাডেমি’ বা দফতরে হাজিরা দিয়ে কাজের ওরিয়েন্টেশান উপযুক্ত প্রশিক্ষণের জন্য উপস্থিত থাকতে নির্দেশ দিতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 6:34 AM IST