প্রতিকূল পরিস্থিতিতেও মাঠে-ঘাটে জঙ্গলে অনাদরে বেড়ে উঠতে পারে, আগাছা ভেবে তুলে ফেলেন অনেকেই; অথচ এই গাছের গুণাগুণ জানলে চমকে উঠবেন

Last Updated:
Lantana Plant Care : বাড়ির চারপাশে মাঠে-ঘাটে কিংবা জঙ্গলে প্রচুর পরিমাণে জন্মায় এই গাছ। ঝোপের মতো এই গাছ যে কোনও প্রকার মাটি এবং আবহাওয়ায় জন্মাতে পারে।
1/5
Report- Saurabh Verma: আমাদের চারপাশে নানা ধরনের ঔষধি গাছ পাওয়া যায়। কিন্তু সেই বিষয়ে সঠিক তথ্য না থাকায় আমরা সেগুলিকে আগাছা ভেবে তুলে ফেলি। অথচ এই আগাছাগুলি আমাদের জন্য অত্যন্ত উপযোগী। নানা ভাবে উপকার করতে পারে। এর মধ্যে অন্যতম হল ল্যান্টানা। যাকে আমরা পুটুস গাছ বলে চিনি। বাড়ির চারপাশে মাঠে-ঘাটে কিংবা জঙ্গলে প্রচুর পরিমাণে জন্মায় এই গাছ।
Report- Saurabh Verma: আমাদের চারপাশে নানা ধরনের ঔষধি গাছ পাওয়া যায়। কিন্তু সেই বিষয়ে সঠিক তথ্য না থাকায় আমরা সেগুলিকে আগাছা ভেবে তুলে ফেলি। অথচ এই আগাছাগুলি আমাদের জন্য অত্যন্ত উপযোগী। নানা ভাবে উপকার করতে পারে। এর মধ্যে অন্যতম হল ল্যান্টানা। যাকে আমরা পুটুস গাছ বলে চিনি। বাড়ির চারপাশে মাঠে-ঘাটে কিংবা জঙ্গলে প্রচুর পরিমাণে জন্মায় এই গাছ।
advertisement
2/5
ঝোপের মতো এই গাছ যে কোনও প্রকার মাটি এবং আবহাওয়ায় জন্মাতে পারে। আর এর সবথেকে বড় বিশেষত্ব হল, খরা সহ্য করেও টিকে যাওয়ার ক্ষমতা এই গাছের রয়েছে। এমনকী দ্রুত বৃদ্ধি পেয়ে ছড়িয়ে পড়তে থাকে ল্যান্টানা বা পুটুস গাছ। আলাদা করে রোপণ করারও প্রয়োজন হয় না। কোথায় কোথায় পাওয়া যায়?- উত্তর প্রদেশের রায়বরেলি জেলার গভর্নমেন্ট এগ্রিকালচার সেন্টার শিবগড়ের ইন-চার্জ অফিসার শিবশঙ্কর ভার্মা। কৃষিকাজের ক্ষেত্রে তাঁর ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে।
ঝোপের মতো এই গাছ যে কোনও প্রকার মাটি এবং আবহাওয়ায় জন্মাতে পারে। আর এর সবথেকে বড় বিশেষত্ব হল, খরা সহ্য করেও টিকে যাওয়ার ক্ষমতা এই গাছের রয়েছে। এমনকী দ্রুত বৃদ্ধি পেয়ে ছড়িয়ে পড়তে থাকে ল্যান্টানা বা পুটুস গাছ। আলাদা করে রোপণ করারও প্রয়োজন হয় না। কোথায় কোথায় পাওয়া যায়?- উত্তর প্রদেশের রায়বরেলি জেলার গভর্নমেন্ট এগ্রিকালচার সেন্টার শিবগড়ের ইন-চার্জ অফিসার শিবশঙ্কর ভার্মা। কৃষিকাজের ক্ষেত্রে তাঁর ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে।
advertisement
3/5
Local 18-এর কাছে তিনি বলেন যে, ল্যান্টানা হল একটি বহুবর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। যা কৃষকদের ক্ষেতের আশপাশে কিংবা খালি জমি, জঙ্গল এবং পাথুরে জমিতে সহজেই জন্মাতে পারে। এমনকী অতিরিক্ত বৃষ্টিপাত কিংবা খরার মতো পরিস্থিতিতেও প্রচুর পরিমাণে জন্মায় এটি। আর ল্যান্টানা গাছ সাধারণত ২ থেকে ৮ ফুট লম্বা হয়। এই গাছে ছোট্ট ছোট্ট রঙবেরঙের ফুলও ধরে। পুটুস ফুলের রঙ হলুদ, সাদা, গোলাপি এবং ক্রিম রঙের হয়। ভিন্ন ভিন্ন জায়গায় ল্যান্টানা গাছের নাম অবশ্য ভিন্ন ভিন্ন হয়। 
Local 18-এর কাছে তিনি বলেন যে, ল্যান্টানা হল একটি বহুবর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। যা কৃষকদের ক্ষেতের আশপাশে কিংবা খালি জমি, জঙ্গল এবং পাথুরে জমিতে সহজেই জন্মাতে পারে। এমনকী অতিরিক্ত বৃষ্টিপাত কিংবা খরার মতো পরিস্থিতিতেও প্রচুর পরিমাণে জন্মায় এটি। আর ল্যান্টানা গাছ সাধারণত ২ থেকে ৮ ফুট লম্বা হয়। এই গাছে ছোট্ট ছোট্ট রঙবেরঙের ফুলও ধরে। পুটুস ফুলের রঙ হলুদ, সাদা, গোলাপি এবং ক্রিম রঙের হয়। ভিন্ন ভিন্ন জায়গায় ল্যান্টানা গাছের নাম অবশ্য ভিন্ন ভিন্ন হয়।
advertisement
4/5
আয়ের উৎস: কৃষকদের জন্য ল্যান্টানা অত্যন্ত উপযোগী হতে পারে। নানা ধরনের প্রসাধনী তৈরিতে কাজে লাগে এই গাছ। শুধু তা-ই নয়, কৃষিজমিতে কীটনাশক হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে। সেই কারণে বাজারে দেদার দামে বিকোয় এই গাছটি। অনেকেই হয়তো জানেন না যে, ল্যান্টানা থেকে নিঃসৃত তেল লিটার প্রতি ৫ হাজার টাকায় বাজারে বিক্রি হয়। আর এই তেল ব্যবহার করেই মহিলাদের নানা ধরনের প্রসাধনী সামগ্রী তৈরি করা হয়। 
আয়ের উৎস: কৃষকদের জন্য ল্যান্টানা অত্যন্ত উপযোগী হতে পারে। নানা ধরনের প্রসাধনী তৈরিতে কাজে লাগে এই গাছ। শুধু তা-ই নয়, কৃষিজমিতে কীটনাশক হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে। সেই কারণে বাজারে দেদার দামে বিকোয় এই গাছটি। অনেকেই হয়তো জানেন না যে, ল্যান্টানা থেকে নিঃসৃত তেল লিটার প্রতি ৫ হাজার টাকায় বাজারে বিক্রি হয়। আর এই তেল ব্যবহার করেই মহিলাদের নানা ধরনের প্রসাধনী সামগ্রী তৈরি করা হয়।
advertisement
5/5
বিশেষত্ব এবং আরও নানা তথ্য: ল্যান্টানা বা পুটুস গাছ সংরক্ষণ করে বিপুল পরিমাণে মুনাফা লাভ করতে পারেন কৃষকরা। আসলে এই গাছ ব্যবহার করে জৈব সার তৈরি করতে পারেন কৃষকরা। ল্যান্টানা থেকে তৈরি সার কৃষিজমিতে প্রয়োগ করা হলে হেক্টর প্রতি ৪০ কেজি ইউরিয়া বেঁচে যেতে পারে। এছাড়া জমির নানা রকম ক্ষতিকর আগাছা দমন করতেও এর জুড়ি মেলা ভার!
বিশেষত্ব এবং আরও নানা তথ্য: ল্যান্টানা বা পুটুস গাছ সংরক্ষণ করে বিপুল পরিমাণে মুনাফা লাভ করতে পারেন কৃষকরা। আসলে এই গাছ ব্যবহার করে জৈব সার তৈরি করতে পারেন কৃষকরা। ল্যান্টানা থেকে তৈরি সার কৃষিজমিতে প্রয়োগ করা হলে হেক্টর প্রতি ৪০ কেজি ইউরিয়া বেঁচে যেতে পারে। এছাড়া জমির নানা রকম ক্ষতিকর আগাছা দমন করতেও এর জুড়ি মেলা ভার!
advertisement
advertisement
advertisement