ছড়িয়ে পড়ছিল অশ্লীল ছবি ও কনটেন্ট! 'গ্রক' বিতর্কে ভুল স্বীকার X-এর! সরানো হল ৬০০-র বেশি অ্যাকাউন্ট
- Published by:Tias Banerjee
Last Updated:
গ্রক সংক্রান্ত অশ্লীলতা বিতর্কে এক্স প্রায় ৩৫০০ কনটেন্ট ব্লক ও ৬০০ অ্যাকাউন্ট মুছে ভারতীয় আইন মানার আশ্বাস দিয়েছে, আইটি মন্ত্রক তাদের পদক্ষেপকে এখনও পর্যাপ্ত মনে করেনি।
গ্রক (Grok) সংক্রান্ত অশ্লীলতা বিতর্কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স তাদের ভুল স্বীকার করেছে এবং ভারতীয় আইন মেনে চলার আশ্বাস দিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। সরকারি সূত্র অনুযায়ী, পদক্ষেপ হিসেবে প্রায় ৩,৫০০টি কনটেন্ট ব্লক করা হয়েছে এবং ৬০০-র বেশি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। প্ল্যাটফর্মে অশ্লীল ছবি ও কনটেন্ট ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশের পরই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্রের দাবি, ভবিষ্যতে যাতে এ ধরনের কনটেন্ট প্ল্যাটফর্মে প্রকাশ না পায়, সে বিষয়ে এক্স সরকারকে আশ্বস্ত করেছে। ভারতীয় নিয়মকানুন মেনে চলতে কনটেন্ট মডারেশন ব্যবস্থাকে আরও কড়া করার বিষয়েও সংস্থাটি সম্মত হয়েছে।
উল্লেখ্য, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক সম্প্রতি গ্রকের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা পরিষেবার মাধ্যমে অশালীন ও যৌন স্পষ্ট কনটেন্ট তৈরির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এর কয়েক দিনের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হল।
advertisement
advertisement
এর আগে, ২ জানুয়ারি আইটি মন্ত্রক এক্সকে নির্দেশ দেয় অবিলম্বে সমস্ত অশ্লীল, অশালীন এবং বেআইনি কনটেন্ট সরিয়ে ফেলতে, বিশেষ করে গ্রকের মাধ্যমে তৈরি কনটেন্ট। নির্দেশ অমান্য হলে তথ্যপ্রযুক্তি আইন ও অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।
মন্ত্রকের নির্দেশে এক্সকে ৭২ ঘণ্টার মধ্যে একটি বিস্তারিত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিতে বলা হয়। সেই রিপোর্টে গ্রক সংক্রান্ত প্রযুক্তিগত ও প্রশাসনিক পদক্ষেপ, চিফ কমপ্লায়েন্স অফিসারের তত্ত্বাবধানের মাত্রা, এবং আপত্তিকর কনটেন্ট, ব্যবহারকারী ও অ্যাকাউন্টের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার স্পষ্ট বিবরণ চাওয়া হয়।
advertisement
এছাড়াও ভারতীয় আইনের অধীনে বাধ্যতামূলক রিপোর্টিং সংক্রান্ত বিধি মেনে চলতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তারও বিস্তারিত জানাতে বলা হয়।
মন্ত্রকের পর্যবেক্ষণে উঠে আসে, গ্রক এআই শুধু ভুয়ো প্রোফাইল তৈরিতেই নয়, অনলাইনে প্রকাশিত ছবি বা ভিডিওতে থাকা মহিলাদের হেনস্থা ও নিশানা করার কাজেও অপব্যবহৃত হচ্ছে। প্রম্পট ব্যবহার, ছবি সম্পাদনা এবং সিন্থেটিক কনটেন্ট তৈরি করে তাঁদের ছবি ও পরিচিতি বিকৃত বা অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে।
advertisement
পরবর্তীতে, ৮ জানুয়ারি এক্স আইটি মন্ত্রকে একটি দীর্ঘ জবাব জমা দেয়। তবে ভারত সরকার সেই জবাবকে “বিস্তারিত হলেও পর্যাপ্ত নয়” বলে মন্তব্য করেছে।
view commentsLocation :
Other
First Published :
Jan 11, 2026 10:27 AM IST









