Weather alert: কলকাতায় কালবৈশাখীর দাপট! ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র্যবিদ্যুৎ-সহ বৃষ্টি, জানুন আপডেট
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Weather alert: রাত ১০টা বাজতেই ঝড়ের দাপট কলকাতা জুড়ে। সেই সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার একাধিক এলাকাতেও ঝড়ের দাপট।
কলকাতা: কলকাতায় শুরু ঝড়ের দাপট। এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল কলকাতায় প্রবল বেগে ঝড় হতে পারে। এদিন রাত ১০টা বাজতেই ঝড়ের দাপট কলকাতা জুড়ে। সেই সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার একাধিক এলাকাতেও ঝড়ের দাপট।
আবহাওয়া দফতরের ওয়েবসাইট বলছে, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আগামী ২১ তারিখ পর্যন্ত ঝড়-বৃষ্টি হতে পারে। আগামী ১৯ তারিখ পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়াতে। ২০ এবং ২১ তারিখ হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে। সতর্কতায় বলা হয়েছে, এই জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী ১৯ তারিখ পর্যন্ত। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।
advertisement
আগামী ২০ এবং ২১ তারিখ ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২২ তারিখ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই অবস্থা উত্তরবঙ্গেও। সেখানেও একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। আগামী ২০ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেও একই আবহাওয়া থাকবে।
advertisement
advertisement
ইতিমধ্যে বেশ কিছু জেলায় তীব্র ঝড়বৃষ্টি হয়েছে বলে খবর মিলেছে। অপরদিকে, এদিন বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষার চলাকালীন সমগ্র রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে, সে বিষয় নিয়ে প্রস্তুত। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য দফতরের সমস্ত কর্মীরা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 10:55 PM IST








