SSC Scam: 'আপনজন' হারা বর্তমান SSC! কোথায় তাঁরা, খোজ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু
- Published by:Satabdi Adhikary
- Written by:ARNAB HAZRA
Last Updated:
বিচারপতি বসু বিকৃত OMR শিটে নাম থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে বার্তা দেন, "এই অপরাধে আপনাদের ভূমিকা কী সেটা দেখুন।"
কলকাতা: নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় বিকৃত OMR শিটের মাধ্যমে চাকরি পাওয়া প্রার্থীদের উপরে চাপ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি বিকৃত OMR শিটে নাম প্রকাশ পাওয়া কয়েকজন ব্যক্তি মামলা করেন হাইকোর্টে। সেই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু'র কড়া মন্তব্য, 'অন্যায় যে করে, আর অন্যায় যে সহে, দুজনেই সমান দোষে দুষ্ট। বিকৃত OMR শিটে নাম থাকা চাকরি প্রাপকেরা তাঁদের নিজেদের ভূমিকা খতিয়ে দেখুক।'
সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পর্যবেক্ষণ রাখেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি বসু এসএসসির উদ্দেশ্যে মন্তব্য করেন, 'দস্যু রত্নাকর থেকে এসএসসি এখন বাল্মিকী।' সেই প্রসঙ্গ টেনে বুধবার আদালতে সওয়াল করেন নবম-দশমের বিকৃত OMR শিট কাণ্ডে নাম প্রকাশিত হওয়া ৯৫২ শিক্ষকের একাংশ। তাঁদের আইনজীবীরা বলেন, "দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, কিন্তু বাল্মীকি যদি রত্নাকর হয় তাহলে?" এরপরেই বিচারপতি বিশ্বজিৎ বসুর পাল্টা মন্তব্য, "একবার যে রত্নাকর থেকে বাল্মীকি হবে, সে আর রত্নাকরের রূপে ফেরত যাবে না।"
advertisement
আরও পড়ুন: শহরে অ্যাডিনো-আতঙ্ক! জ্বর হলেই বাচ্চাকে উল্টোপাল্টা ওষুধ নয়, আগে দেখে নিন পুরসভা কী বলছে..
এর পরেই বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, "কমিশন তার আপনজনদের ত্যাগ করেছে। তারা এখন সিবিআই-ইডির হেফাজতে রয়েছে।" বিচারপতি বসু বিকৃত OMR শিটে নাম থাকা প্রার্থীদের উদ্দেশ্যে বার্তা দেন, "এই অপরাধে আপনাদের ভূমিকা কী সেটা দেখুন।" কমিশনকে উদ্দেশ্য করে বিচারপতি বসুর মন্তব্য, "আপনারা এখন বাল্মীকি, নিজেকে শুদ্ধ করার জন্য যেভাবে কাজ করার দরকার সেটা করুন।"
advertisement
advertisement
আরও পড়ুন: আইফেল টাওয়ারের চেয়েও উঁচু! মেঘের সমুদ্রে ডুবে যাওয়া রেলব্রিজ! ভারতের কোথায়?
১ মার্চ অর্থাৎ, আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। বিকৃত ওএমআর শিট মামলায় নাম বেরোয় সোনারপুর পুরসভার একজন কাউন্সিলরের। এমন ঘটনায় তাঁর সম্মানহানি হয়েছে বলে এদিন তিনি অভিযোগ করেন কলকাতা হাইকোর্টে। শুনানির জন্য ওঠে তার মামলাটি।
অর্ণব হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 8:10 PM IST