AdenoVirus: শহরে অ্যাডিনো-আতঙ্ক! জ্বর হলেই বাচ্চাকে উল্টোপাল্টা ওষুধ নয়, আগে দেখে নিন পুরসভা কী বলছে..

Last Updated:

বর্তমানে কলকাতার বেশিরভাগ হাসপাতালে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে শিশুরা। বিশেষ করে দুবছর থেকে পাঁচ বছর বয়সি শিশুদের অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

কলকাতা: গত তিন মাসে রাজ্যে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ১১ জন শিশু। ঘরে ঘরে এখন জ্বর, সর্দি, কাশি। সরকারি হাসপাতালের আইসিইউ-তেও বাড়ছে রোগীর সংখ্যা। এমন অবস্থায় অ্যাডিনোভাইরাস সংক্রমণ রোধে একগুচ্ছ নির্দেশিকা দিল কলকাতা পুরসভা। জ্বর হলে হেলাফেলা করবেন না। বাচ্চার  দিকে রাখুন সতর্ক নজর। বলছে পুরসভা। তাছাড়া, বাড়ি বাড়ি গিয়ে শিশুদের জ্বর পরিস্থিতির খোঁজখবর নিতেও স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ।
জ্বর, সর্দি, কাশিতে আমরা সাধারণত তেমন উদ্বগ্ন হতাম না। কিন্তু, করোনা আসার পরে সব হিসেবেই কেমন উল্টে পাল্টে গেছে। তার মধ্যে চলতি বছরের শুরুতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে অ্যাডিনোভাইরাস। দমকে দমকে কাশি, ধুম জ্বর, গলা ব্যথা। এই সব হলে অবহেলা করবেন না একদম। করোনা বা ডেঙ্গি রিপোর্ট পজিটিভ না হলেও হতেই পারে এ অ্যাডিনোভাইরাসের কারসাজি। যে ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ৬ মাস থেকে ৫ বছর বয়সি বাচ্চারা।
advertisement
অ্যাডিনোভাইরাসের সংক্রমণ রুখতে এবার তৎপর হয়েছে কলকাতা পুরসভাও। জারি হয়েছে বিশেষ নির্দেশিকা। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, আক্রান্ত শিশুদের উপরে বিশেষ নজর দিতে হবে অভিভাবকদের। তাছাড়া, আক্রান্ত শিশুদের উপরে বিশেষ নজরদারির ব্য়বস্থা করছে কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগও। এবার থেকে জ্বরাক্রান্ত শিশুদের বাড়িতে গিয়ে তাদের ফলোআপ করবেন চিকিৎসাকর্মীরা।
advertisement
advertisement
★শিশুদের জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
★চিকিৎসকের পরামর্শ ছাড়া জ্বর হলে শিশুদের কোনও ওষুধ নয়।
★চিকিৎসক, নার্স, এএনএম, আশা কর্মী এবং সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশ
★কলকাতা পুর এলাকার সমস্ত বাড়ি গিয়ে শিশুদের পর্যবেক্ষণ করতে হবে পুরসভার স্বাস্থ্য কর্মীদের।
★শিশুদের জ্বর হলে, তা কতদিন ধরে থাকছে, তার বিস্তারিত কেস হিস্ট্রি নিয়ে পুরসভাকে জানাতে হবে
advertisement
★বাড়িতে শিশুর জ্বর হলে পুরসভার স্বাস্থ্যকর্মীরা সেই বাড়ির অভিভাবকদের এই রোগের বিশেষ লক্ষণ সম্পর্কে জানিয়ে আসবেন
★শিশুর অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে বা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অভিভাবকদের
এই নির্দেশিকায় কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে পুরসভার চিকিৎসক, নার্স, এন এম ও আশা কর্মী এবং পুরসভার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের কাজ স্পষ্ট করে দেওয়া হয়েছে
advertisement
আরও পড়ুন: ফের ভাইরাস-আতঙ্ক! জ্বর, কাশি, শ্বাসকষ্ট! এক্কেবারে করোনার মতো, বাচ্চাদের সামলে..
সব শেষে জোর দেওয়া হচ্ছে অ্যাডিনোভাইরাস সংক্রান্ত প্রচারের উপরেও।
*বিভিন্ন ওয়ার্ডে শিশুদের জ্বর সম্পর্কিত প্রচার কর্মসূচি নিতে নির্দেশ দেওয়া হয়েছে কাউন্সিলরদের
কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা মেয়র পরিষদ অতীন ঘোষ জানান, কলকাতায় বাড়িতে বাড়িতে বাচ্চাদের জ্বর কেমন রয়েছে, তা খতিয়ে দেখতে স্বাস্থ্য কর্মীদের বিশেষ নজর দিতে বলা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন কলকাতা পুরসভার স্বাস্থ্য কর্মীরা।
advertisement
বর্তমানে কলকাতার বেশিরভাগ হাসপাতালে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে শিশুরা। বিশেষ করে দুবছর থেকে পাঁচ বছর বয়সি শিশুদের অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এই জ্বর নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতেই কলকাতা পুরসভার এই নির্দেশিকা জারি করেছে বলে জানান অতীন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
AdenoVirus: শহরে অ্যাডিনো-আতঙ্ক! জ্বর হলেই বাচ্চাকে উল্টোপাল্টা ওষুধ নয়, আগে দেখে নিন পুরসভা কী বলছে..
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement