রাজ্যে থাবা বসিয়েছে নতুন ভাইরাস। ইতিমধ্যেই এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছে ১১টি ফুটফুটে শিশু। বিশেষজ্ঞেরা বলছেন, বর্তমানে জ্বর-শ্বাসকষ্টে ভোগা প্রায় ৩২ শতাংশ শিশুই অ্যাডিনোভাইরাসে আক্রান্ত।
2/ 9
শুধুমাত্র গত রবিবারই adenovirus-এ আক্রান্ত হয়ে একটি ৬ মাসের শিশু এবং এবং আড়াই বছরের শিশু কন্যার মৃত্যুর খবর মিলেছে।
3/ 9
এই পরিস্থিতি ৬ মাস থেকে ৪ বছরে শিশুদের অত্যধিক সাবধানে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তাহলে জেনে নিন, এই সময় বাচ্চাদের কী কী খাওয়ালে তাঁদের শরীরে অ্য়াডিনোভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে।
4/ 9
প্রতিদিনের পাতে থাকুক প্রোটিনজাত খাবার। তা সে সয়াবিন, ডালের মতো উদ্ভিজ্জই হোক, কী মাছ-মাংস কিংবা ডিম।
5/ 9
যে কোনও রোগ থেকে শরীরকে মুক্ত রাখতে কাঁচা হলুদ, দারচিনি, লবঙ্গ কিংবা মরিচের জুরি নেই।
AdenoVirus: অ্যাডিনোভাইরাস থেকে সাবধান! রোগ থেকে বাঁচাতে কী কী খাওয়াবেন বাচ্চাকে? জেনে রাখুন
এই পরিস্থিতি ৬ মাস থেকে ৪ বছরে শিশুদের অত্যধিক সাবধানে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তাহলে জেনে নিন, এই সময় বাচ্চাদের কী কী খাওয়ালে তাঁদের শরীরে অ্য়াডিনোভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে।