SSC Scam: 'ভুয়ো' কাস্ট সার্টিফিকেট দেখিয়েও SSC-তে চাকরি! রাজ্যকে তীব্র ভর্ৎসনা আদালতের

Last Updated:

২০২২-এর ২৮ ডিসেম্বর। শিক্ষক নিয়োগের অনিয়মের ক্ষেত্রে সামনে আসে আরও একটা বিষয়। জানা যায়, স্কুলের নিয়োগে ব্যবহার করা হয়েছে 'ভুয়ো' জাতিগত শংসাপত্রও। কয়েক জনের জাতি শংসাপত্র সঠিক না থাকার কথা কলকাতা হাইকোর্টে স্বীকারও করে নেন সংশ্লিষ্ট জেলার মহকুমা শাসকেরা।

কলকাতা: স্কুলের নিয়োগে 'ভুয়ো' জাতিগত শংসাপত্রের ব্যবহার মামলায় এবার হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য। "রিপোর্টের নামে হাইকোর্টের সঙ্গে তামাশা করছে রাজ্য। রাজ্য রিপোর্ট দিয়েছে? এটা কোনও রিপোর্টই নয়।" এই বলে রাজ্য সরকারের কড়া সমালোচনা বিচারপতি বিশ্বজিৎ বসুর।
বিশ্বজি‍ৎ বসুর বিস্ফোরক মন্তব্য, "সাংবিধানিক ক্ষমতার এই কায়দায় অপব্যবহার মেনে নেওয়া যায় না। যে কেউ আসবে আর ওবিসি সার্টিফিকেট নিয়ে চলে যাবে! আর যোগ্যরা পিছনের সাড়িতে বসে হাত গুনবে, কাস্ট সার্টিফিকেট কবে পাব। এটা রাজ্যের সুপ্রশাসনের উদাহরণ হতে পারে না।"
আরও পড়ুন: মাত্র কয়েক সেকেন্ডের খেল! মহিলার দুরন্ত হাতসাফাই দেখে চোখ কপালে উঠবে আপনার
২০২২-এর ২৮ ডিসেম্বর। শিক্ষক নিয়োগের অনিয়মের ক্ষেত্রে সামনে আসে আরও একটা বিষয়। জানা যায়, স্কুলের নিয়োগে ব্যবহার করা হয়েছে 'ভুয়ো' জাতিগত শংসাপত্রও। কয়েক জনের জাতি শংসাপত্র সঠিক না থাকার কথা কলকাতা হাইকোর্টে স্বীকারও করে নেন সংশ্লিষ্ট জেলার মহকুমা শাসকেরা।
advertisement
advertisement
৫৫ টি ওবিসি সার্টিফিকেট জাল থাকার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। তার মধ্যে ৩২ জনের রিপোর্ট জমা পড়ে। শেষে ৪ জনের ওবিসি সার্টিফিকেটে জালিয়াতির প্রমাণ মেলে। ওই চার জনেরই সার্টিফিকেট বাতিল করা হয়।
আরও পড়ুন: চতুর্দিকে ছড়়িয়ে চাপ চাপ রক্ত, বেলুন কিনতে গিয়ে এই কাণ্ড হবে কে জানত?
মণ্ডল পদবি তফশিলি জনজাতি নয় বলে স্বীকার করেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক। তিনি আদালতে জানান, জাতি শংসাপত্রটি ভুল করে দেওয়া হয়েছে। বাতিলের প্রক্রিয়া চলছে।
advertisement
মাহাত পদবিধারী ব্যক্তিকে ভুল করে এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে মেনে নেন লালবাগের মহকুমাশাসক। তিনি ৬টি সার্টিফিকেট বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Scam: 'ভুয়ো' কাস্ট সার্টিফিকেট দেখিয়েও SSC-তে চাকরি! রাজ্যকে তীব্র ভর্ৎসনা আদালতের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement