South 24 Parganas News: চতুর্দিকে ছড়়িয়ে চাপ চাপ রক্ত, বেলুন কিনতে গিয়ে এই কাণ্ড হবে কে জানত?
- Published by:Satabdi Adhikary
- hyperlocal
Last Updated:
জয়নগরে অনুষ্ঠান উপলক্ষে বসা গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ৪, আহত ৫। জয়নগরের রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে রবিবার রাতে বসেছিল এই অনুষ্ঠানের আসর।
জয়নগর: ভরপুর আনন্দে কাটানো একটা সন্ধে রক্তাক্ত হয়ে গেল মুহূর্তেই। চলে গেল চার চারটে তরতাজা প্রাণ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ভয়াবহ দুর্ঘটনা। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মারা গেলেন ৪ জন। আহতের সংখ্যা কমপক্ষে ৫। জয়নগরের রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামের ঘটনায়।
রবিবার বাটরা গ্রামের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। বাটরা গ্রাম তো বটেই, আশপাশের এলাকা থেকেও ওই অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন বহু মানুষ। অনুষ্ঠান উপলক্ষে রাস্তার ধারে বসেছিল হরেক রকমের দোকান। সেখানেই বসে গ্যাস বেলুন বিক্রি করছিলেন বেলুন বিক্রেতা মুচিরাম হালদার। গ্যাস বেলুন কিনতে তার আশপাশে মাঝেমধ্যেই ভিড় জমাচ্ছিল খুদেরা।
রাত তখন সাড়ে ৯ টা। অনুষ্ঠান বেশ জমে উঠেছেই বলা যায়। জলসা মঞ্চের সামনে তখনও ভিড়। এর মধ্যে হঠাৎই কান ফাটানো শব্দ। গ্যাস বেলুনের সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল রক্তাক্ত সব দেহ।
advertisement
advertisement
আরও পড়ুন: রাতভর তাণ্ডব! তারপরে পূর্ব বর্ধমানে ঢুকতেই শরীর লক্ষ্য করে ধেয়ে এল গুলি
দক্ষিণ ২৪ পরগনার বাটরার এই মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের নাম এই ঘটনায় কুতুবউদ্দিন মিস্ত্রি (৩৬), শাহিন মোল্লা (১৪), আবির গাজি। মারা গিয়েছেন বেলুন বিক্রেতা মুচিরাম হালদার।
advertisement
বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়েই আইসি রাকেশ চট্টোপাধ্য়ায়ের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। যান লাগোয়া বকুলতলা থানার পুলিশ কর্মীরাও। সোমবার সকালেও ঘটনাস্থলে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। এদিকে দুর্ঘটনার পরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
সুমন সাহা
Location :
West Bengal
First Published :
February 13, 2023 12:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: চতুর্দিকে ছড়়িয়ে চাপ চাপ রক্ত, বেলুন কিনতে গিয়ে এই কাণ্ড হবে কে জানত?