Bardhaman News: রাতভর তাণ্ডব! তারপরে পূর্ব বর্ধমানে ঢুকতেই শরীর লক্ষ্য করে ধেয়ে এল গুলি
- Published by:Satabdi Adhikary
- Written by:Saradindu Ghosh
Last Updated:
এমনিতে প্রায় প্রতিবছরই গলসির দিক দিয়ে দামোদর পেরিয়ে পূর্ব বর্ধমানে ঢোকে হাতির দল। গলসি হয়ে আউশগ্রামের দিকে যায় তারা। তবে এই হাতিটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা জঙ্গল থেকে দলছুট হয়ে চলে এসেছিল। আরামবাগ শহরে সে মেজাজ হারিয়ে ফেলে। পূর্ব বর্ধমানেও সে লোকালয়ে হামলা চালালে ক্ষয়ক্ষতি বাড়তে পারত বলে আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কা থেকেই তড়িঘড়ি সিদ্ধান্ত।
দক্ষিণবঙ্গ: পূর্ব বর্ধমানে ঢুকতেই শরীর লক্ষ্য করে ধেয়ে এল ঘুমপাড়ানি গুলি। তারপর ধীরে ধীরে ঝিমিয়ে পড়ল সে। এভাবেই বাঁকুড়ার দলছুট হাতিটিকে বাগে আনল বন দফতর। ক্ষয়ক্ষতি এড়াতেই এই পদক্ষেপ বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। গত শনিবার আরামবাগে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল হাতিটি। তাকে বাঁকুড়ায় পাঠানোর চেষ্টাও করেন বন দফতরের আধিকারিকেরা। কিন্তু ব্যর্থ হন। ফের ফিরে আসে হাতিটি। একসময় হুগলি জেলা পেরিয় সে ঢুকে পরে পূর্ব বর্ধমান জেলায়। এরপর, হাতিটি লোকালয়ে ঢুকে পড়তে পারে ভেবেই তাকে ঘুমপাড়ানি গুলি করে বাগে আনার সিদ্ধান্ত নেয় বন দফতর।
আরামবাগ শহরে তাণ্ডব চালানের পরে রবিবার সকালে হাতিটি ঢুকে পড়ে রায়নার মাধবডিহি থানার বুলচন্দ্রপুরে। সেখানেই তাকে দুটি ঘুমপাড়ানি গুলি করেন বনদফতরের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে হাতিটি আরামবাগে ঢুকে পড়েছিল। বিকালের দিকে আরামবাগ শহরে ঢুকে পড়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল সে। হাতির তাণ্ডবে বেশ কয়েকজন আহত হন বলে খবর। বেশ কয়েকটি গাড়ি ভেঙে দেয় হাতিটি।
advertisement
advertisement
আরও পড়ুন: মালদায় রক্তারক্তি কাণ্ড! হাসুয়া দিয়ে ভাইঝিকে এলোপাথাড়ি কোপ, তারপর...
বনদফতর গত শনিবার রাতে অভিযান চালিয়ে হাতিটিকে গড়বেতা জঙ্গলের দিকে পাঠাতে চেষ্টা করলেও রাতে হাতিটি পুনরায় উল্টো পথ ধরে। গোঘাট হয়ে রবিবার সকালে উচালন এলাকা ও পরে বুলচন্দ্রপুরে ঢুকে পড়ে সে। এরপরেই হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করে বাগে আনার সিদ্ধান্ত নেয় বন দফতর। বনদফতর সূত্রে জানা গেছে, হাতিটিকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে।
advertisement

এমনিতে প্রায় প্রতিবছরই গলসির দিক দিয়ে দামোদর পেরিয়ে পূর্ব বর্ধমানে ঢোকে হাতির দল। গলসি হয়ে আউশগ্রামের দিকে যায় তারা। তবে এই হাতিটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা জঙ্গল থেকে দলছুট হয়ে চলে এসেছিল। আরামবাগ শহরে সে মেজাজ হারিয়ে ফেলে। পূর্ব বর্ধমানেও সে লোকালয়ে হামলা চালালে ক্ষয়ক্ষতি বাড়তে পারত বলে আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কা থেকেই তড়িঘড়ি সিদ্ধান্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 12, 2023 9:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: রাতভর তাণ্ডব! তারপরে পূর্ব বর্ধমানে ঢুকতেই শরীর লক্ষ্য করে ধেয়ে এল গুলি