Malda News: বাম্পার প্রাইজ! রাতারাতি কোটিপতি মালদার দিনমজুর, এত টাকা নিয়ে কী করবেন এবার?

Last Updated:

লটারি জিতেই সটান পুলিশের দ্বারস্থ যুবক। দিনমজুর হঠাৎই যেন ভিআইপি।

মালদহ: দিনভর পরিশ্রম করে ঘাম ঝরিয়েও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল। হতভাগ্য কপাল নিয়ে আক্ষেপ কিছু কম ছিল না। তবু আশা ছিল উপরওয়ালা কোনওদিন যদি মুখ তুলে চাইবেন। শেষ পর্যন্ত ভাগ্যের চাকা ঘুরল দিনমজুরের। লটারিতে এক কোটি টাকা পুরস্কার জিতে রাতারাতি যেন ভিআইপি মানিকচকের ভুবনটোলার বাসিন্দা প্রতাপ মণ্ডল। রবিবার দুপুরে কোটি টাকার টিকিট নিয়ে মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হয় প্রতাপ। মাত্র ৬০ টাকার টিকিটেই বাজিমাত।
সামান্য দিনমজুরি করে সংসার চলে প্রতাপ মণ্ডলের। পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছে দুই সন্তান। গত শনিবার সন্ধ্যায় মানিকচক স্ট্যান্ড থেকে শখ করে লটারি টিকিট কিনে ফেলেছিলেন তিনি। শনিবার সন্ধ্যাতেই লটারির টিকিটে মানিকচকে এক কোটি টাকা পুরস্কার খেলেছে বলে হইচই পড়ে যায়। কিন্তু কে সেই কোটিপতি? তাঁর কোনও খোঁজ মিলছিল না।
কারণ নিজে কোটি টাকা জিতেছেন এমনটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি দিনমজুর প্রতাপ। তাই শনিবার টিকিট মেলাননি তিনি। রবিবার দুপুরে নিজের টিকিট মিলিয়ে দেখতেই কার্যত চোখ কপালে ওঠার জোগাড়। তাঁর টিকিট এক কোটি টাকা জিতেছে দেখতে পেয়ে সোজা মানিকচক থানায় হাজির হয়ে যান প্রতাপ।
advertisement
advertisement
আরও পড়ুন: বেজে গেল শেষের ঘণ্টা, রমরমিয়ে কাটল বইমেলার ক'টা দিন, কত কোটি টাকার বই বিক্রি হল জানেন..
বাড়িঘর ভাঙাচোরা। ঘরের মাথার উপর টিনের ছাউনি। দুই ছেলেকে কীভাবে পড়াশোনা করাবেন, তা নিয়ে চিন্তায় মাথার ঘুম ছুটেছিল। অবশেষে ভাগ্য বদল হওয়ায় খুশি প্রতাপ। খুশি পাড়া-প্রতিবেশীরাও। অনেকেই বলছেন এমন মানুষেরই তো লটারি পাওয়া উচিত।
advertisement
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক কড়া নির্দেশ! বইমেলায় কিন্তু হাল্কা মেজাজেই বিচারপতি বসু
কিন্তু, এভাবে রাতারাতি কোটিপতি হয়ে কী ভাবছেন দিনমজুর প্রতাপ মণ্ডল? প্রথমে তাঁর ইচ্ছে সন্তানদের উচ্চশিক্ষিত করে তোলা। এজন্যই পাওয়া টাকার বেশিরভাগ অংশ ব্যবহার করতে চান তিনি। পাশাপাশি, নিজের ভাঙাচোরা বাড়ি সারিয়ে একটা পাকা বাড়ির তৈরির স্বপ্নপূরণ করার ইচ্ছে তো রয়েছেই। তবে, কোটিপতি হলেও এখনই দিনমজুরির কাজ ছাড়বেন না বলে জানিয়েছেন তিনি। বরং ঘাম ঝরিয়ে, পরিশ্রম করে চালিয়ে যাবেন রোজগার।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: বাম্পার প্রাইজ! রাতারাতি কোটিপতি মালদার দিনমজুর, এত টাকা নিয়ে কী করবেন এবার?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement